ETV Bharat / state

লাগাতার নারী নির্যাতনের প্রতিবাদে শহর থেকে জেলায় কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি - CONGRESS WORKERS PROTEST

ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শহর থেকে জেলায় থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের ৷ টালা ও নিউ মার্কেট থানার পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখানো হয় ৷

CONGRESS PROTESTED
থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 7:08 PM IST

কলকাতা, 19 অক্টোবর: রাজ‍্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় থানার সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ শনিবার জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। থানার সামনে অবরোধ করে চলে বিক্ষোভ। সাত দফা দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।

কলকাতার টালা, গরিয়াহাট থানা-সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় প্রদেশে কংগ্রেসের তরফে ৷ তাতে পুলিশকে 'দলদাসে'র ভূমিকা ছেড়ে আইন মেনে কাজ করার দাবি জানানো হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, "রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি আজ কালিমালিপ্ত। সারা রাজো মাৎসন্যায়ের পরিবেশ তৈরি হয়েছে ৷ ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান। কিন্তু পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকায় সাধারণ মানুষ আজ হতাশ।"

কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি (ইটিভি ভারত)
রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্ঘ্য গণ বলেন,"পশ্চিমবঙ্গে জঙ্গলের শাসন চলছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ বিরোধীদের মিথ্যে কেসে ফাসাচ্ছে ৷ এই দায় পুলিশমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না।" দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে ৷ নারী সুরক্ষার ক্ষেত্রে চূড়ান্ত অবহেলা । আরজি কর, জয়নগর, কৃষ্ণনগর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের মানুষের মধ্যে আতঙ্কের শিহরণ তুলেছে ৷ পুলিশ প্রশাসনের প্রতি রাজ্যের মানুষের অনাস্থা বারবার প্রকাশ্যে সামনে আসছে।"
congress-protest-in-front-police-station
টালা থানার সামনে কংগ্রেসের প্রতিবাদ (ইটিভি ভারত)

কলকাতার পাশাপাশি জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকার কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে থেকে রাজ‍্য জুড়ে আইন-শৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন কংগ্রেস কর্মীরা ৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতয়ালি থানার সামনে এসে শেষ হয়। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, "প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী রাজ‍্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা পশ্চিমবঙ্গে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে।"

এদিন মেদিনীপুর কোতোয়ালি থানা ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা ৷ ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ ৷ থানার দরজা লাগিয়েই এ বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। আরজি কর-কাণ্ডে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানাও এক ঘণ্টা ঘেরাও করে রাখল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেইসঙ্গে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে ৷ আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি-সহ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নামে জেলা কংগ্রেস। এদিন তারা মেদিনীপুর কোতোয়ালি থানার দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভে দেখাল কংগ্রেস নেতা-কর্মীরা ৷

কলকাতা, 19 অক্টোবর: রাজ‍্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় থানার সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ শনিবার জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। থানার সামনে অবরোধ করে চলে বিক্ষোভ। সাত দফা দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।

কলকাতার টালা, গরিয়াহাট থানা-সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় প্রদেশে কংগ্রেসের তরফে ৷ তাতে পুলিশকে 'দলদাসে'র ভূমিকা ছেড়ে আইন মেনে কাজ করার দাবি জানানো হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, "রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি আজ কালিমালিপ্ত। সারা রাজো মাৎসন্যায়ের পরিবেশ তৈরি হয়েছে ৷ ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান। কিন্তু পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকায় সাধারণ মানুষ আজ হতাশ।"

কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি (ইটিভি ভারত)
রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্ঘ্য গণ বলেন,"পশ্চিমবঙ্গে জঙ্গলের শাসন চলছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ বিরোধীদের মিথ্যে কেসে ফাসাচ্ছে ৷ এই দায় পুলিশমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না।" দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে ৷ নারী সুরক্ষার ক্ষেত্রে চূড়ান্ত অবহেলা । আরজি কর, জয়নগর, কৃষ্ণনগর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের মানুষের মধ্যে আতঙ্কের শিহরণ তুলেছে ৷ পুলিশ প্রশাসনের প্রতি রাজ্যের মানুষের অনাস্থা বারবার প্রকাশ্যে সামনে আসছে।"
congress-protest-in-front-police-station
টালা থানার সামনে কংগ্রেসের প্রতিবাদ (ইটিভি ভারত)

কলকাতার পাশাপাশি জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকার কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে থেকে রাজ‍্য জুড়ে আইন-শৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন কংগ্রেস কর্মীরা ৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতয়ালি থানার সামনে এসে শেষ হয়। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, "প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী রাজ‍্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা পশ্চিমবঙ্গে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে।"

এদিন মেদিনীপুর কোতোয়ালি থানা ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা ৷ ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ ৷ থানার দরজা লাগিয়েই এ বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। আরজি কর-কাণ্ডে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানাও এক ঘণ্টা ঘেরাও করে রাখল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেইসঙ্গে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে ৷ আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি-সহ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নামে জেলা কংগ্রেস। এদিন তারা মেদিনীপুর কোতোয়ালি থানার দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভে দেখাল কংগ্রেস নেতা-কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.