ETV Bharat / state

'মুখ্যমন্ত্রী চালাকির আশ্রয় নিয়েছেন, মিষ্টি কথায় ভয় দেখালেন', মমতাকে তোপ অধীরের - Adhir Chowdhury on RG Kar Protest - ADHIR CHOWDHURY ON RG KAR PROTEST

Adhir Slams Mamata: শনিবার আচমকা স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় তিনি চালাকি করেছেন বলে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ৷ মুখ্যমন্ত্রী আসলে চিকিৎসকদের সততার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন, মত কংগ্রেস নেতার ৷

Congress Mega Rally over RG Kar Issue
কংগ্রেসের মহামিছিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 9:05 PM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের ধরনাস্থলে গিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের এই পদক্ষেপে চালাকি দেখছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "জুনিয়র চিকিৎসকদের সততার কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে ৷ তিনি এখনও চালাকি করে মহৎ কাজ করতে চাইছেন ৷"

শিলিগুড়িতে কংগ্রেসের মহামিছিল (ইটিভি ভারত)

এদিন তিনি সাংবাদিকদের বলেন, "যাঁরা আন্দোলন করছে তাঁরা আপনার সন্তানসম ৷ তাঁদের ক্ষোভ-দুঃখ বুঝতে আপনার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সঙ্গে গিয়ে কথা বলা উচিত ৷ তিনি সে পথে না গিয়ে ছল, কৌশলের আশ্রয় নিলেন ৷ তাঁদের দৃঢ়তা, সততার কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী হার মেনেছেন ৷"

কংগ্রেস নেতা আরও বলেন, "আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাঁদের কাছে আত্মসমর্পণ করতে গিয়েছে ৷ কয়লা যেমন ঘষলে পরিষ্কার হয় না, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন এবং মিষ্টি কথায় তাদের ভয় দেখানো হল ৷"

অধীর চৌধুরীর প্রশ্ন, বিনীত গোয়েলের উপর এত দুর্বলতা কীসের ? তিনি বলেন, "এর আগে কখনও স্বাস্থ্যসচিব, মুখ্যসচিব, কখনও তিনি বলছেন আর আলোচনায় বসব না ৷ কিছু দরকার থাকলে আধিকারিকদের সঙ্গে আলোচনা করুন ৷ কখনও সুপ্রিম কোর্টের ভয় দেখানো ৷ কখনও ফোঁসফাঁস ৷ সবকিছুর পর আজ বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের কাছে আত্মসমর্পণ করতে গিয়েছেন ৷ আজ আবার তিনি চালাকির আশ্রয় নিলেন ৷ অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখালেন ৷ একবার বলছেন সুপ্রিম কোর্ট 17 তারিখে শুনবে ৷ আবার বলছেন আমি কিছু করব না ৷ তারপর বলছেন কাজে যোগ দিন ৷ তারপর বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারব না ৷ ছাত্রছাত্রীদের পাঁচটি দাবির কথা সবাই জানে ৷ তাঁর একটির কথাও আপনি বলেননি যে পূরণ করবেন ৷"

ক্ষত যখন ক্যানসারে পরিণত হয়েছে, সেখানে বার্নল লাগাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী, জানান অধীর ৷ আক্রমণাত্মক সুরে কংগ্রেস নেতা বলেন, "সুরক্ষার নামে তাঁদের ঘিরে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবেন ৷ আপনার চালাকি আমরা বুঝি ৷ মহৎ কাজ করার ঢঙ করছেন আপনি ৷ ছল, বল, কৌশল ছেড়ে তাঁদের সঙ্গে বসে চালাকির আশ্রয় না নিয়ে সমস্যার সমাধান করুন ৷"

তিনি আরও বলেন "মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বা তাঁকে না জানিয়ে কিছু হতে পারে না ৷ এ বাংলায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট ৷ তাঁকে বাদ দিয়ে যদি কোনও সিদ্ধান্ত হয় তাহলে এক্ষুনি তাঁর পদত্যাগ করে দেওয়া উচিত ৷ এটা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ব্যর্থতা ৷ অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছি, এবার কালা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম ৷ অযোগ্যতার সার্টিফিকেট যখন তিনি নিজে দিচ্ছেন, তখন তাঁর সরে যাওয়া উচিত বলে মনে করি ৷"

অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া প্রসঙ্গে অধীর বলেন, "রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে অধ্যক্ষদের মাথা করবেন ৷ তিনিও আপনার দলের লোক হবে ৷ সন্দীপ ঘোষের মতো লোকেরা মাথা হবে ৷ সন্দীপ ঘোষের বিভিন্ন রূপ আমরা দেখতে পাব ৷ বিষয়টা একই হল ৷" এদিন আরজি করের ঘটনা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উত্তরবঙ্গ লবির বিরোধিতা করে মহামিছিল করে দার্জিলিং জেলা কংগ্রেস ৷ ওই মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয় ওই মিছিল ৷

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের ধরনাস্থলে গিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের এই পদক্ষেপে চালাকি দেখছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "জুনিয়র চিকিৎসকদের সততার কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে ৷ তিনি এখনও চালাকি করে মহৎ কাজ করতে চাইছেন ৷"

শিলিগুড়িতে কংগ্রেসের মহামিছিল (ইটিভি ভারত)

এদিন তিনি সাংবাদিকদের বলেন, "যাঁরা আন্দোলন করছে তাঁরা আপনার সন্তানসম ৷ তাঁদের ক্ষোভ-দুঃখ বুঝতে আপনার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সঙ্গে গিয়ে কথা বলা উচিত ৷ তিনি সে পথে না গিয়ে ছল, কৌশলের আশ্রয় নিলেন ৷ তাঁদের দৃঢ়তা, সততার কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী হার মেনেছেন ৷"

কংগ্রেস নেতা আরও বলেন, "আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাঁদের কাছে আত্মসমর্পণ করতে গিয়েছে ৷ কয়লা যেমন ঘষলে পরিষ্কার হয় না, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন এবং মিষ্টি কথায় তাদের ভয় দেখানো হল ৷"

অধীর চৌধুরীর প্রশ্ন, বিনীত গোয়েলের উপর এত দুর্বলতা কীসের ? তিনি বলেন, "এর আগে কখনও স্বাস্থ্যসচিব, মুখ্যসচিব, কখনও তিনি বলছেন আর আলোচনায় বসব না ৷ কিছু দরকার থাকলে আধিকারিকদের সঙ্গে আলোচনা করুন ৷ কখনও সুপ্রিম কোর্টের ভয় দেখানো ৷ কখনও ফোঁসফাঁস ৷ সবকিছুর পর আজ বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের কাছে আত্মসমর্পণ করতে গিয়েছেন ৷ আজ আবার তিনি চালাকির আশ্রয় নিলেন ৷ অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখালেন ৷ একবার বলছেন সুপ্রিম কোর্ট 17 তারিখে শুনবে ৷ আবার বলছেন আমি কিছু করব না ৷ তারপর বলছেন কাজে যোগ দিন ৷ তারপর বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারব না ৷ ছাত্রছাত্রীদের পাঁচটি দাবির কথা সবাই জানে ৷ তাঁর একটির কথাও আপনি বলেননি যে পূরণ করবেন ৷"

ক্ষত যখন ক্যানসারে পরিণত হয়েছে, সেখানে বার্নল লাগাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী, জানান অধীর ৷ আক্রমণাত্মক সুরে কংগ্রেস নেতা বলেন, "সুরক্ষার নামে তাঁদের ঘিরে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবেন ৷ আপনার চালাকি আমরা বুঝি ৷ মহৎ কাজ করার ঢঙ করছেন আপনি ৷ ছল, বল, কৌশল ছেড়ে তাঁদের সঙ্গে বসে চালাকির আশ্রয় না নিয়ে সমস্যার সমাধান করুন ৷"

তিনি আরও বলেন "মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বা তাঁকে না জানিয়ে কিছু হতে পারে না ৷ এ বাংলায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট ৷ তাঁকে বাদ দিয়ে যদি কোনও সিদ্ধান্ত হয় তাহলে এক্ষুনি তাঁর পদত্যাগ করে দেওয়া উচিত ৷ এটা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ব্যর্থতা ৷ অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছি, এবার কালা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম ৷ অযোগ্যতার সার্টিফিকেট যখন তিনি নিজে দিচ্ছেন, তখন তাঁর সরে যাওয়া উচিত বলে মনে করি ৷"

অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া প্রসঙ্গে অধীর বলেন, "রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে অধ্যক্ষদের মাথা করবেন ৷ তিনিও আপনার দলের লোক হবে ৷ সন্দীপ ঘোষের মতো লোকেরা মাথা হবে ৷ সন্দীপ ঘোষের বিভিন্ন রূপ আমরা দেখতে পাব ৷ বিষয়টা একই হল ৷" এদিন আরজি করের ঘটনা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উত্তরবঙ্গ লবির বিরোধিতা করে মহামিছিল করে দার্জিলিং জেলা কংগ্রেস ৷ ওই মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয় ওই মিছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.