ETV Bharat / state

নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে বঙ্গ নেতাদের দিল্লি তলব, সোমবার বৈঠক - Bengal PCC President Selection

Bengal PCC President Selection: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কি এবার অধীর চৌধুরীর সময়কালে ইতি ? কংগ্রেস হাইকমান্ড পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি বাছাইয়ের জন্য সোমবার বৈঠক ডেকেছে ৷ এর জন্য অধীর-সহ বাংলার একাধিক নেতা ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন ৷

ETV BHARAT
নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে বঙ্গ নেতাদের দিল্লি তলব ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 4:21 PM IST

কলকাতা, 28 জুলাই: লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর পরাজয়ের পরেই বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদলের আওয়াজ জোরালো হয় ৷ অধীরকেও সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি দিতে শোনা যায় ৷ এহেন পরিস্থিতিতে আগামিকাল অর্থাৎ, সোমবার বিকেলে বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস হাইকমান্ড ৷ সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি বাছাই করা হবে বলে জানা গিয়েছে ৷

এর জন্য রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতাদের দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ বিধান ভবন সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটায় এই বৈঠক হবে ৷ আর রবিবারের মধ্যে রাজ্যের শীর্ষ নেতাদের হাজিরা দিতে বলা হয়েছে দিল্লিতে ৷ নির্দেশ মতো, বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং এআইসিসি-র সদস্য শুভঙ্কর সরকার-সহ একাধিক নেতা দিল্লিতে পৌঁছেছেন ৷

ETV BHARAT
বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ (নিজস্ব চিত্র)

কংগ্রেস সূত্রের খবর, অধীর চৌধুরীকে আর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে সরানো হতে পারে ৷ সে ক্ষেত্রে পিসিসি-র শীর্ষ পদের দায়িত্বের জন্য হাইকমান্ডের বাছাই করা তালিকায় রয়েছেন, প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি ৷ এর বাইরে আরও চারটি নাম রয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম, এআইসিসি-র প্রাক্তন সম্পাদক এবং বর্তমান সদস্য শুভঙ্কর সরকার ৷ অধীর ঘনিষ্ঠ পুরুলিয়ার নেতা নেপাল মাহাতো ৷ উত্তরবঙ্গের শঙ্কর মালাকার ৷ বাম আমলের মন্ত্রী তথা সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আবদুস সাত্তার ৷

ETV BHARAT
প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে দীপা দাশমুন্সি ৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত 9 জুলাই এআইসিসি-র বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাইয়ের জন্য ৷ কিন্তু, ওই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির মণিপুর সফরে থাকায়, সেই বৈঠক করা হয়নি ৷ সেই কারণে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন বঙ্গের নেতাদের ডেকে পাঠানো হয়েছে ৷

কংগ্রেস সূত্রের দাবি, একজনকে সভাপতি করা হলেও, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও কলকাতা মিলিয়ে সহ-সভাপতি পদে দু-তিনজনকে বসানো হতে পারে ৷ যাতে গোটা রাজ্যের সবক’টি জেলাকে উজ্জিবীত করা যায় ৷ একই সঙ্গে দাবি করা হচ্ছে, যাকেই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হোক না কেন, বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে কীরকম সম্পর্ক রাখা হবে ? তার ভিত্তিতেই প্রদেশ কংগ্রেসের 'হাল' নির্ভর করছে ৷ কারণ, লোকসভা নির্বাচনে অধীরের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বামেদের সঙ্গে জোট করেছিল ৷ যদিও, তাতে কোনও লাভ হয়নি ৷

এদিকে, আবার পশ্চিমবঙ্গ কংগ্রেসের তরুণ নেতাদের অনেকেই চাইছেন শঙ্কর মালাকার বা আবদুস সাত্তারকে প্রদেশ সভাপতি করা হোক ৷ তাঁরা ইতিমধ্যে, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের কাছে দরবারও করেছেন ৷ কিন্তু, এই দু'জনের কাউকেই সভাপতি করা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ কারণ কী ? সূত্রের কথায়, " আবদুস সাত্তার সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতা ৷ আর উত্তরবঙ্গ থেকে বিধান ভবনের দূরত্ব অনেক ৷ সেক্ষেত্রে শঙ্কর মালাকারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকছে ৷" শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেবে কংগ্রেস হাইকমান্ড, তা সময়ই বলবে ৷

কলকাতা, 28 জুলাই: লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর পরাজয়ের পরেই বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদলের আওয়াজ জোরালো হয় ৷ অধীরকেও সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি দিতে শোনা যায় ৷ এহেন পরিস্থিতিতে আগামিকাল অর্থাৎ, সোমবার বিকেলে বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস হাইকমান্ড ৷ সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি বাছাই করা হবে বলে জানা গিয়েছে ৷

এর জন্য রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতাদের দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ বিধান ভবন সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটায় এই বৈঠক হবে ৷ আর রবিবারের মধ্যে রাজ্যের শীর্ষ নেতাদের হাজিরা দিতে বলা হয়েছে দিল্লিতে ৷ নির্দেশ মতো, বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং এআইসিসি-র সদস্য শুভঙ্কর সরকার-সহ একাধিক নেতা দিল্লিতে পৌঁছেছেন ৷

ETV BHARAT
বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ (নিজস্ব চিত্র)

কংগ্রেস সূত্রের খবর, অধীর চৌধুরীকে আর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে সরানো হতে পারে ৷ সে ক্ষেত্রে পিসিসি-র শীর্ষ পদের দায়িত্বের জন্য হাইকমান্ডের বাছাই করা তালিকায় রয়েছেন, প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি ৷ এর বাইরে আরও চারটি নাম রয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম, এআইসিসি-র প্রাক্তন সম্পাদক এবং বর্তমান সদস্য শুভঙ্কর সরকার ৷ অধীর ঘনিষ্ঠ পুরুলিয়ার নেতা নেপাল মাহাতো ৷ উত্তরবঙ্গের শঙ্কর মালাকার ৷ বাম আমলের মন্ত্রী তথা সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আবদুস সাত্তার ৷

ETV BHARAT
প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে দীপা দাশমুন্সি ৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত 9 জুলাই এআইসিসি-র বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাইয়ের জন্য ৷ কিন্তু, ওই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির মণিপুর সফরে থাকায়, সেই বৈঠক করা হয়নি ৷ সেই কারণে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন বঙ্গের নেতাদের ডেকে পাঠানো হয়েছে ৷

কংগ্রেস সূত্রের দাবি, একজনকে সভাপতি করা হলেও, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও কলকাতা মিলিয়ে সহ-সভাপতি পদে দু-তিনজনকে বসানো হতে পারে ৷ যাতে গোটা রাজ্যের সবক’টি জেলাকে উজ্জিবীত করা যায় ৷ একই সঙ্গে দাবি করা হচ্ছে, যাকেই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হোক না কেন, বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে কীরকম সম্পর্ক রাখা হবে ? তার ভিত্তিতেই প্রদেশ কংগ্রেসের 'হাল' নির্ভর করছে ৷ কারণ, লোকসভা নির্বাচনে অধীরের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বামেদের সঙ্গে জোট করেছিল ৷ যদিও, তাতে কোনও লাভ হয়নি ৷

এদিকে, আবার পশ্চিমবঙ্গ কংগ্রেসের তরুণ নেতাদের অনেকেই চাইছেন শঙ্কর মালাকার বা আবদুস সাত্তারকে প্রদেশ সভাপতি করা হোক ৷ তাঁরা ইতিমধ্যে, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের কাছে দরবারও করেছেন ৷ কিন্তু, এই দু'জনের কাউকেই সভাপতি করা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ কারণ কী ? সূত্রের কথায়, " আবদুস সাত্তার সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতা ৷ আর উত্তরবঙ্গ থেকে বিধান ভবনের দূরত্ব অনেক ৷ সেক্ষেত্রে শঙ্কর মালাকারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকছে ৷" শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেবে কংগ্রেস হাইকমান্ড, তা সময়ই বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.