হাওড়া, 2 নভেম্বর: শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ ব্যাপক সংঘর্ষের রূপ নিল শনিবার রাতে ৷ ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর চালানো হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
জানা গিয়েছে, সিন্ডিকেট নিয়ে ঝামেলার সূত্রপাত ৷ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় এদিন রাত সাড়ে আটটা নাগাদ উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পার্কিংকে কেন্দ্র করে করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। এরপরই এলাকার একাধিক দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ ৷ লাঠিচার্জও করে পুলিশ ৷ পাল্টা ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এলাকার সুলতান ও আপর্ণা গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই এই ধুন্ধুমার পরিস্থিতি। তবে এই ঘটনা প্রথম নয় ৷ এর আগেও চলতি বছরই জুন মাসে একই ঘটনা দেখা গিয়েছিল ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ এদিন ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল ৷ যার জেরে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷
পড়ুন : সোশাল মিডিয়ায় সেলিমকে ধর্ষক বলে উল্লেখ ! লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের