ETV Bharat / state

রণক্ষেত্র শালিমার, দুই গোষ্ঠীর সংঘর্ষ সামাল দিতে নামল ব়্যাফ - CONFLICT IN TWO GROUPS SHALIMAR

হাওড়ায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে। সংঘর্ষে আহত বেশ কয়েকজন ৷ পরিস্থিতি সামাল দিতে নামল ব়্যাফ ৷

CONFLICT IN TWO GROUPS SHALIMAR
হাওড়ায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 11:01 PM IST

হাওড়া, 2 নভেম্বর: শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ ব্যাপক সংঘর্ষের রূপ নিল শনিবার রাতে ৷ ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর চালানো হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

জানা গিয়েছে, সিন্ডিকেট নিয়ে ঝামেলার সূত্রপাত ৷ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় এদিন রাত সাড়ে আটটা নাগাদ উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পার্কিংকে কেন্দ্র করে করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। এরপরই এলাকার একাধিক দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ ৷ লাঠিচার্জও করে পুলিশ ৷ পাল্টা ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এলাকার সুলতান ও আপর্ণা গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই এই ধুন্ধুমার পরিস্থিতি। তবে এই ঘটনা প্রথম নয় ৷ এর আগেও চলতি বছরই জুন মাসে একই ঘটনা দেখা গিয়েছিল ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ এদিন ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল ৷ যার জেরে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷

পুলিশ সূত্রে খবর, এই এলাকার এক মহিলা এবং ব্যক্তির মধ্যে গণ্ডোগোল বাধে। ক্রমে সেই বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয়দের অনেকেই। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ এসে গোটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। ঘটনায় জড়িত থাকা অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে।

পড়ুন : সোশাল মিডিয়ায় সেলিমকে ধর্ষক বলে উল্লেখ ! লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের

হাওড়া, 2 নভেম্বর: শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ ব্যাপক সংঘর্ষের রূপ নিল শনিবার রাতে ৷ ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর চালানো হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

জানা গিয়েছে, সিন্ডিকেট নিয়ে ঝামেলার সূত্রপাত ৷ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় এদিন রাত সাড়ে আটটা নাগাদ উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পার্কিংকে কেন্দ্র করে করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। এরপরই এলাকার একাধিক দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ ৷ লাঠিচার্জও করে পুলিশ ৷ পাল্টা ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এলাকার সুলতান ও আপর্ণা গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই এই ধুন্ধুমার পরিস্থিতি। তবে এই ঘটনা প্রথম নয় ৷ এর আগেও চলতি বছরই জুন মাসে একই ঘটনা দেখা গিয়েছিল ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ এদিন ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল ৷ যার জেরে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ৷

পুলিশ সূত্রে খবর, এই এলাকার এক মহিলা এবং ব্যক্তির মধ্যে গণ্ডোগোল বাধে। ক্রমে সেই বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয়দের অনেকেই। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ এসে গোটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে। ঘটনায় জড়িত থাকা অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছে।

পড়ুন : সোশাল মিডিয়ায় সেলিমকে ধর্ষক বলে উল্লেখ ! লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.