কলকাতা, 12 জুন: কুয়েতের অ্যাপার্টমেন্টে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত 49 জনের মধ্য়ে বহু ভারতীয় রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে সামগ্রিকভাবে গোটা ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার এক্স হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ টুইটে ঘটনা প্রসঙ্গেই তিনি লেখেন, "এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত বাসিন্দারা কুয়েতে রয়েছে তাদের সম্পর্কে তথ্য জানতে রাজ্য সরকার বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন ৷ এই পরিস্থিতিতে কুয়েতে থাকা ভারতীয়দের যদি কোনও সাহায্যের প্রয়োজন হয় তার জন্য ব্যবস্থা করা হবে। কুয়েতে থাকা বাংলার নাগরিকদের পাশেই রয়েছে রাজ্য সরকার ।
কুয়েতের একটি বহুতলে বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। কুয়েতে যে সকল ভারতীয়র মৃত্যু হয়েছে, তাঁদের মৃতদেহ যাতে দ্রুত ফিরিয়ে আনা যায় দেশে সেজন্য বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে সেদেশে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী উদ্যোগী হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যসচিবকেই যাবতীয় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার কুয়েতের একটি বাড়িতে আগুন লাগে ৷ সেখানে মূলত পরিযায়ী শ্রমিকরা থাকতেন ৷ প্রাথমিকভাবে 40 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিললেও শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় মৃত বেড়ে 49 ৷ আহত বহু ৷ আহত ও নিহতদের মধ্যে ভারতীয়দের থাকার আশঙ্কা রয়েছে ৷ কুয়েতে ভারতীয় দূতাবাস সাহায্যের জন্য তৎপর হয়েছে ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷