কলকাতা, 12 এপ্রিল: ফের কাঠগড়ায় এসএসকেএম ৷ রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের বেড না থাকায় হয়রানির স্বীকার রোগীর পরিবার । নদিয়ার তেহট্টের বাসিন্দা সোমা হালদার এবং শিবাস হালদার । কিছুদিন আগে শিবাসের পেটে প্রায় 7 লিটার জল জমেছিল । প্রাথমিকভাবে সেই জল বের করা হয় । তারপর আবার জল জমে পেটে । পরবর্তীতে লিভার বড় হয়ে যায় । সেই সমস্যা নিয়েই তিনি ভর্তি হয়েছিলেন কল্যাণীর এক সরকারি হাসপাতালে । ওই হাসপাতাল থেকে তিন লিটার জল বের করে দেওয়ার পর তাঁকে রেফার করা হয় কলকাতার আরেক সরকারি হাসপাতাল নীলরতন সরকারে ।
সোমার অভিযোগ, যখন এনআরএস হাসপাতালে যাওয়া হয়, সেখানে তাঁদের বলা হয় এই বিভাগ আপাতত বন্ধ রয়েছে । সেখান থেকে পালটা এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় । বলে দেওয়া হয়, অবিলম্বে শিবাসের চিকিৎসা শুরু করা দরকার । সোমা বলেন, ‘‘এই সময়ের মধ্যেই আমার স্বামীর শ্বাসকষ্ট শুরু হয় । সেই অবস্থায় তখন আমি আমার স্বামীকে নিয়ে এসএসকেএম হাসপাতালে আসি ।’’ যদিও সন্ধ্যে আটটার সময় এসএসকেএম হাসপাতালে আসলেও কোনও সুরাহা হয়নি ।
কলকাতার অন্যতম সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এসেও বিপদ কাটেনি । সোমা বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়, এই মুহূর্তে বেড খালি নেই । তখন আমাকে এনআরএস-এর পাশাপাশি আরও বেশ কিছু হাসপাতালের নাম লিখে দেওয়া হয় । বলে দেওয়া হয়, কিছু না-হলে কাল সকালে ওপিডিতে দেখানোর জন্য । কিন্তু ততক্ষণে আমার স্বামীর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে । একের পর এক হাসপাতাল ঘুরে আমি হাঁপিয়ে গিয়েছি । আমার স্বামীও পারছে না, আমিও পারছি না ।’’
আরও পড়ুন: