মেদিনীপুর, 4 মার্চ: জেলা সফরের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভা শেষ করার পরেই চপারে করে উড়ে আসেন মেদিনীপুরে । বিধান নগর মাঠে নামে তৃণমূল নেত্রীর হেলিকপ্টার । এরপর তিনি হেলিপ্যাট থেকে হেঁটে সার্কিট হাউসে প্রবেশ করেন । পথে কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কোলে তুলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দেন শিশুকে ৷
জানা গিয়েছে, সোমবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মমতা ৷ সার্কিট হাউসে নেতা-মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ বৈঠকে লোকসভার প্রার্থী নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর বলে সূত্রের খবর । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তিনি প্রশাসনিক সভা করবেন মেদিনীপুর কলেজিয়েট মাঠে । সেই সভা থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন বলে সূত্রের খবর । মেদিনীপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাকে ঘিরে সাজ সাজ রব । মেদিনীপুরের তৃণমূল কর্মী-সহ নেতৃত্বরা সভাকে সফলভাবে বাস্তবায়িত করতে ব্যস্ত । মঙ্গলবার সভা শেষ করে তিনি হেলিকপ্টারে করেই কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, আগামিকাল সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 374টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হয়েছে সব মিলিয়ে 355 কোটি টাকা । এর পাশাপাশি ওই দিন প্রায় 1 হাজার 193টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সবমিলিয়ে 1 হাজার 921 কোটি টাকা । এরই সঙ্গে একগুচ্ছ রাস্তার (পথশ্রী), একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । তাছাড়া মেদিনীপুর খড়গপুর মিলিয়ে এমকেডিএ-র 6টি প্রকল্পের শিলান্যাস হতে পারে ।
অন্যদিকে ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । সেই প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ । এরই সঙ্গে কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন করবেন মমতা বলে জানা গিয়েছে । মেদিনীপুর কালেক্টরেটে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ । এটিরও উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে । পাশাপাশি দাঁতনের এসিজেএম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে । সবংয়ের রুইনানের মাদুর হাবের,পিংলার ডাংরার সেতুর (কপালেশ্বরী নদীর উপর) উদ্বোধনের তালিকায় রয়েছে । মোট 12টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা আছে । যেমন, খড়গপুর-1 দেওয়ানমারো, চন্দ্রকোনা-1 খড়গপুর, চন্দ্রকোনা-2 সীতানগর প্রভৃতি সুস্বাস্থ্য কেন্দ্রের ।
আরও পড়ুন: