ETV Bharat / state

বিজেপির বনধ-অবরোধ-মিছিল ! গান্ধি মূর্তির পাদদেশে একই মঞ্চে মমতা-অভিষেক - TMCP Foundation Day

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 9:19 AM IST

Trinamool Chhatra Parishad Foundation Day: আজ 12 ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি ৷ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে রেল অবরোধের খবর পাওয়া যাচ্ছে ৷ রাস্তায় রাস্তায় পতাকা হাতে মিছিল করছেন বিজেপি কর্মীরা ৷ এর মধ্যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উদযাপন হবে মেয়ো রোডে ৷

Trinamool Chhatra Parishad Foundation
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (ছবি সৌজন্য: তৃণমূল ছাত্র পরিষদের সোশাল মিডিয়া)

কলকাতা, 28 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ অন্যদিকে মঙ্গলে নবান্ন অভিযানের পর বুধবার 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি ৷ সকাল থেকে বিভিন্ন স্টেশনে চলছে রেল অবরোধ ৷ এর মধ্যে এদিন, 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সভার করছে তৃণমূল কংগ্রেস ৷

এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের মেগা শোয়ে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আরজি কর আবহে একই মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেন নেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সেকেন্ড-ইন-কম্যান্ডি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূলের যুব নেতা কর্মীরা ৷

প্রতি বছর এদিনে ছাত্র সমাবেশে গান্ধি মূর্তির পাদদেশে হাজির থাকেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু অন্যান্য় বছরের থেকে এবারে প্রেক্ষিতটা কিছুটা আলাদা ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরে যে প্রতিবাদ ও ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে, সেই আবহে আজ মেয়ো রোডে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কতটা হয়, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ৷ বিশেষত এই মুহূর্তে ছাত্রীদের একটা বড় অংশ আরজি করের মৃতার সমর্থনে আন্দোলন করছেন ৷ এই অবস্থায় আজ এই ছাত্র সমাবেশে তাঁদের উপস্থিতি শাসকের প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

এই সমাবেশে হাজির থাকতে উত্তরবঙ্গ, অন্য দূরবর্তী জেলাগুলি থেকে ছাত্র-ছাত্রীদের একটা অংশ গত দু'দিন ধরেই কলকাতায় আসতে শুরু করেছে ৷ তাঁরা অনেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-সহ একাধিক জায়গায় ছিলেন ৷ বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধে রাজ্যের বিভিন্ন স্টেশনে রেল অবরোধের ঘটনা সামনে এসেছে ৷ এই অবস্থায় বনধকে উপেক্ষা করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কত জন ছাত্রছাত্রী আজ ধর্মতলা বা গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থাকবেন, সেটাই দেখার ৷

আরজি করের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ প্রকাশ্য সমাবেশে তিনি কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রয়েছে তৃণমূলের যুব নেতানেত্রীরা ৷ একই সঙ্গে নজর থাকবে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকেও, কারণ এই সমাবেশের মূল বক্তা তিনিই ৷

কলকাতা, 28 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ অন্যদিকে মঙ্গলে নবান্ন অভিযানের পর বুধবার 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি ৷ সকাল থেকে বিভিন্ন স্টেশনে চলছে রেল অবরোধ ৷ এর মধ্যে এদিন, 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সভার করছে তৃণমূল কংগ্রেস ৷

এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের মেগা শোয়ে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আরজি কর আবহে একই মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেন নেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সেকেন্ড-ইন-কম্যান্ডি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূলের যুব নেতা কর্মীরা ৷

প্রতি বছর এদিনে ছাত্র সমাবেশে গান্ধি মূর্তির পাদদেশে হাজির থাকেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু অন্যান্য় বছরের থেকে এবারে প্রেক্ষিতটা কিছুটা আলাদা ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরে যে প্রতিবাদ ও ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে, সেই আবহে আজ মেয়ো রোডে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কতটা হয়, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ৷ বিশেষত এই মুহূর্তে ছাত্রীদের একটা বড় অংশ আরজি করের মৃতার সমর্থনে আন্দোলন করছেন ৷ এই অবস্থায় আজ এই ছাত্র সমাবেশে তাঁদের উপস্থিতি শাসকের প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

এই সমাবেশে হাজির থাকতে উত্তরবঙ্গ, অন্য দূরবর্তী জেলাগুলি থেকে ছাত্র-ছাত্রীদের একটা অংশ গত দু'দিন ধরেই কলকাতায় আসতে শুরু করেছে ৷ তাঁরা অনেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-সহ একাধিক জায়গায় ছিলেন ৷ বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধে রাজ্যের বিভিন্ন স্টেশনে রেল অবরোধের ঘটনা সামনে এসেছে ৷ এই অবস্থায় বনধকে উপেক্ষা করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কত জন ছাত্রছাত্রী আজ ধর্মতলা বা গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত থাকবেন, সেটাই দেখার ৷

আরজি করের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ প্রকাশ্য সমাবেশে তিনি কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রয়েছে তৃণমূলের যুব নেতানেত্রীরা ৷ একই সঙ্গে নজর থাকবে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকেও, কারণ এই সমাবেশের মূল বক্তা তিনিই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.