ETV Bharat / state

পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু - Mamata Banerjee

Mamata Slams BJP: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি নেতৃত্ব ৷ তখন পাগড়ি পরিহিত পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলে সম্বোধন করে বিজেপি ৷ এর কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 4:26 PM IST

Updated : Feb 20, 2024, 6:32 PM IST

সন্দেশখালিতে পাগড়ি পরিহিত শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: "বিজেপির বিভাজনের রাজনীতি সব দিক দিয়ে সাংবিধানিক সীমা ছাড়িয়ে গিয়েছে", সোশাল মিডিয়ায় লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাগড়ি পরিহিত শিখ পুলিশকর্মী জসপ্রীত সিংকে বিজেপি'র 'খালিস্তানি' আখ্যা দেওয়ার প্রতিবাদে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু এই মন্তব্যের কথা অস্বীকার করেছেন ৷ অন্য়দিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ৷

মঙ্গলবার উত্তর 24 পরগনায় সন্দেশখালিতে যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ অন্য বিজেপি নেতানেত্রীর ৷ সন্দেশখালিতে ঢোকার মুখেপুলিশি বাধার মুখে পড়েন তাঁরা ৷ তাঁদের সঙ্গে শিখ পুলিশ আধিকারিকের বচসা বাধে ৷ বিজেপি'র বিরুদ্ধে অভিযোগ, ওই আইপিএস জসপ্রীত সিংকে 'খালিস্তানি' সম্বোধন করা হয়েছে ৷ স্বভাবতই এমন মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা ৷ বিজেপির এই মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর প্রেক্ষিতে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিজেপির জন্য পাগড়ি পরিহিত প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি ৷ আমাদের শিখ ভাই ও বোনেদের সম্মানকে নিচু করার চেষ্টা করা হয়েছে ৷ এই শিখ ভাই-বোনেদের আত্মত্যাগে আমাদের দেশ গড়ে উঠেছে ৷ আমি এই ঔদ্ধত্যের তীব্র নিন্দা করছি ৷ বাংলার সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ ৷ এই সম্প্রীতি নষ্ট করার কোনও রকম প্রচেষ্টা হলে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করব ৷"

তিনি সোশাল মিডিয়ায় শিখ পুলিশ আধিকারিক ও অগ্নিমিত্রা পল-সহ অন্য বিজেপি নেতা-নেত্রীদের বচসার ভিডিয়োটি পোস্ট করেন ৷ সেখানে ক্ষুব্ধ পুলিশ আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, "আমি এই পাগড়ি পরে আছি, তাই আপনি আমায় খালিস্তানি বললেন ৷ আমি পাগড়ি না-পরলে কি আপনারা আমায় খালিস্তানি বলতে পারতেন ?" তখন অগ্নিমিত্রা বলেন, "আপনি পুলিশের দায়িত্ব পালন করছেন না ৷" শিখ পুলিশ আধিকারিক পালটা অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি আমার ধর্ম নিয়ে বলতে পারেন না ৷"

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সন্দেশখালি থেকে ফিরে এদিন বিকেলে ধামাখালি বাজারের কাছে সাংবাদিকদের তিনি বলেন, "পাকিস্তানি, খালিস্তানি এসব আর বলার দরকার নেই ৷ ওই অফিসার আমাদের সঙ্গে রুঢ় ব্যবহার করেছেন ৷ আমরা গুরুনানককে শ্রদ্ধা করি ৷ শিখ ধর্মকে সম্মান করি ৷ মমতা বন্দোপাধ্যায় সংকীর্ণ রাজনীতি করেন ৷ শিখ পুলিশ আধিকারিক নিজের নম্বর বাড়াবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন ৷ এটুকু বলতে পারি আমরা কোনও ব‍্যক্তি কিংবা কোনও সম্প্রদায়কে আঘাত করে কিছু করেনি ৷ ভবিষ্যতেও করব না ৷ আমরা অখণ্ড ভারতের পক্ষে ৷ আমরা সবসময় বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করে এসেছি ৷ আগামিদিনেও করব ৷" অন‍্যদিকে, আগামী 26 ফেব্রুয়ারি তিনি যে আবার সন্দেশখালি এসে নিপীড়িত গ্রামবাসীদের যন্ত্রণার কথা শুনবেন, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

এদিকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সন্দেশখালিতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কর্তব্যরত পুলিশ আধিকারিককেখালিস্তানি বলা হয়েছে ৷ আমরা আইনি পদক্ষেপ করব ৷ এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো একটি ঘটনা ৷ "

যদিও এই ঘটনার পর আইপিএস জসপ্রীত সিংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কথা বলতে চাননি ৷ কয়েক বছর আগে বিজেপির ডাকা আইন অমান্য আন্দোলনে কলকাতায় হেস্টিংস থানার কাছে একজন বিজেপি নেতার শিখ নিরাপত্তারক্ষীর মাথার পাগড়ি খুলে যায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করেও রাজ্য-রাজনীতি তোলপাড় হয় ৷

আরও পড়ুন:

  1. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
  2. সন্দেশখালি ইস্যুতে শাহজাহান-মমতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির

সন্দেশখালিতে পাগড়ি পরিহিত শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: "বিজেপির বিভাজনের রাজনীতি সব দিক দিয়ে সাংবিধানিক সীমা ছাড়িয়ে গিয়েছে", সোশাল মিডিয়ায় লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাগড়ি পরিহিত শিখ পুলিশকর্মী জসপ্রীত সিংকে বিজেপি'র 'খালিস্তানি' আখ্যা দেওয়ার প্রতিবাদে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু এই মন্তব্যের কথা অস্বীকার করেছেন ৷ অন্য়দিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ৷

মঙ্গলবার উত্তর 24 পরগনায় সন্দেশখালিতে যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ অন্য বিজেপি নেতানেত্রীর ৷ সন্দেশখালিতে ঢোকার মুখেপুলিশি বাধার মুখে পড়েন তাঁরা ৷ তাঁদের সঙ্গে শিখ পুলিশ আধিকারিকের বচসা বাধে ৷ বিজেপি'র বিরুদ্ধে অভিযোগ, ওই আইপিএস জসপ্রীত সিংকে 'খালিস্তানি' সম্বোধন করা হয়েছে ৷ স্বভাবতই এমন মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা ৷ বিজেপির এই মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর প্রেক্ষিতে বিজেপির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিজেপির জন্য পাগড়ি পরিহিত প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি ৷ আমাদের শিখ ভাই ও বোনেদের সম্মানকে নিচু করার চেষ্টা করা হয়েছে ৷ এই শিখ ভাই-বোনেদের আত্মত্যাগে আমাদের দেশ গড়ে উঠেছে ৷ আমি এই ঔদ্ধত্যের তীব্র নিন্দা করছি ৷ বাংলার সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ ৷ এই সম্প্রীতি নষ্ট করার কোনও রকম প্রচেষ্টা হলে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করব ৷"

তিনি সোশাল মিডিয়ায় শিখ পুলিশ আধিকারিক ও অগ্নিমিত্রা পল-সহ অন্য বিজেপি নেতা-নেত্রীদের বচসার ভিডিয়োটি পোস্ট করেন ৷ সেখানে ক্ষুব্ধ পুলিশ আধিকারিককে বলতে শোনা যাচ্ছে, "আমি এই পাগড়ি পরে আছি, তাই আপনি আমায় খালিস্তানি বললেন ৷ আমি পাগড়ি না-পরলে কি আপনারা আমায় খালিস্তানি বলতে পারতেন ?" তখন অগ্নিমিত্রা বলেন, "আপনি পুলিশের দায়িত্ব পালন করছেন না ৷" শিখ পুলিশ আধিকারিক পালটা অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি আমার ধর্ম নিয়ে বলতে পারেন না ৷"

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সন্দেশখালি থেকে ফিরে এদিন বিকেলে ধামাখালি বাজারের কাছে সাংবাদিকদের তিনি বলেন, "পাকিস্তানি, খালিস্তানি এসব আর বলার দরকার নেই ৷ ওই অফিসার আমাদের সঙ্গে রুঢ় ব্যবহার করেছেন ৷ আমরা গুরুনানককে শ্রদ্ধা করি ৷ শিখ ধর্মকে সম্মান করি ৷ মমতা বন্দোপাধ্যায় সংকীর্ণ রাজনীতি করেন ৷ শিখ পুলিশ আধিকারিক নিজের নম্বর বাড়াবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন ৷ এটুকু বলতে পারি আমরা কোনও ব‍্যক্তি কিংবা কোনও সম্প্রদায়কে আঘাত করে কিছু করেনি ৷ ভবিষ্যতেও করব না ৷ আমরা অখণ্ড ভারতের পক্ষে ৷ আমরা সবসময় বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করে এসেছি ৷ আগামিদিনেও করব ৷" অন‍্যদিকে, আগামী 26 ফেব্রুয়ারি তিনি যে আবার সন্দেশখালি এসে নিপীড়িত গ্রামবাসীদের যন্ত্রণার কথা শুনবেন, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

এদিকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সন্দেশখালিতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "কর্তব্যরত পুলিশ আধিকারিককেখালিস্তানি বলা হয়েছে ৷ আমরা আইনি পদক্ষেপ করব ৷ এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ৷ এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো একটি ঘটনা ৷ "

যদিও এই ঘটনার পর আইপিএস জসপ্রীত সিংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কথা বলতে চাননি ৷ কয়েক বছর আগে বিজেপির ডাকা আইন অমান্য আন্দোলনে কলকাতায় হেস্টিংস থানার কাছে একজন বিজেপি নেতার শিখ নিরাপত্তারক্ষীর মাথার পাগড়ি খুলে যায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করেও রাজ্য-রাজনীতি তোলপাড় হয় ৷

আরও পড়ুন:

  1. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
  2. সন্দেশখালি ইস্যুতে শাহজাহান-মমতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির
Last Updated : Feb 20, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.