বীরভূম, 5 মে: ভোটের সময় সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই আবহে রবিবার বীরভূমের প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে আক্রমণ করে বললেন, "তৃণমূল দুর্নীতির আঁতুরঘর হলে বিজেপি সন্ত্রাসের আঁতুরঘর ৷ সন্ত্রাস করেই উঠে এসেছিলেন ৷" এরপরই সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷
তাঁর অভিযোগ, "সন্দেশখালির ঘটনা কী করে সাজানো হয়েছিল বুঝতে পেরেছিলেন ! টাকা দিয়ে মা বোনেদের সম্মানহানী করা হয়েছে ৷ মায়ের সম্মান গেলে ফেরানো যায় না ৷" এরপর বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "বাংলার মায়েদেরকে অসম্মান করবেন না ৷ সতর্ক করে দিচ্ছি ৷" সেইসঙ্গে তাঁর দাবি, বিজেপি ভয় পেয়েছে বলে সন্দেশখালির কালি ঢাকতে তৃণমূলকে কালিমালিপ্ত করছে।
সন্দেশখালির পুরো ঘটনাই বিজেপির মস্তিস্কপ্রসূত বলে অভিযোগ উঠেছে দলের মণ্ডল সভাপতির ভিডিয়ো ভাইরাল হওয়ার পর (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ ঘটনাচক্রে সন্দেশখালির ঘটনাকে নির্বাচনী প্রচারের প্রধান হাতিয়ার বানিয়েছে বিজেপি ৷ প্রতিটি সভাতেই এই প্রসঙ্গে রাজ্যের শাসক শিবিরকে ক্রমাগত আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা ৷ অথচ বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ আসরে নেমেছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার অভিষেক বলেন, "সন্দেশখালির ভিডিয়ো আপনারা দেখেছেন ? 2 হাজার টাকা দিয়ে মহিলাদের ইজ্জত দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন বিজেপি নেতারা ৷ মিথ্যে অভিযোগ করিয়েছে । 2000 টাকা নাও, মিথ্যে অভিযোগ করো । আমি বলছি না, এটা বলেছেন মণ্ডল সভাপতি গঙ্গাধর ।" অভিষেকের সুরে সুর মিলিয়ে বীরভূমের সভা থেকে এদিন বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো ৷
শুধু সন্দেশখালি নয়, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ফের সুর চড়ান মমতা ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর সাফ বার্তা দেন মমতা ৷ সেইসঙ্গে তাঁর অভিযোগ, নির্বাচনের কারণে এখনও জেলে রয়েছেন কেষ্ট ৷ ভোট মিটলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে অভিযোগ করেন মমতা ৷
আরও পড়ুন: