ETV Bharat / state

দুপুরে বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিল নিয়ে সন্ধেয় জনসাধারণকে বার্তা মুখ্যমন্ত্রীর - Aparajita Woman and Child Bill 2024 - APARAJITA WOMAN AND CHILD BILL 2024

Aparajita Woman and Child Bill 2024: রাজ্য বিধানসভায় আজ সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরিজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 ৷ যে বিলে সাতদফা প্রস্তাব পেশ করেছেন বিরোধী দলনেতাও ৷ সেই বিল পাশের পর আজ সন্ধেয়, এই সংশোধনী বিল নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

Aparajita Woman and Child Bill 2024
অপরিজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 9:01 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: আজ রাজ্য বিধানসভায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরিজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 পাস করেছে রাজ্য বিধানসভা ৷ আর সন্ধেয় এই বিলের বিষয়বস্তু রাজ্যের মানুষের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোশাল মিডিয়ায় মমতার বার্তা, "যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ৷ সে সমাজ কখনও আদর্শ হতে পারে না ৷ আজ রাজ্য সরকার বর্তমানে থাকা ফৌজদারি আইনের ফাঁক-ফোকরের কারণে, প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধানের জন্য ঐতিহাসিক অপরাজিতা অ্যান্টি-রেপ বিল পাশ করেছে ৷ আসুন আমরা সবাই একত্রিত হই এবং সম্মিলিতভাবে এই বিপদের মোকাবিলা করি !

বিধানসভায় পাশ 'অপরাজিতা' বিল, আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের কাছে বিচার চান মমতা

প্রসঙ্গত, মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে কঠোর আইন তৈরির দাবি গত কয়েকদিনে একাধিকবার করেছেন মমতা ৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন, কঠোর আইনের পক্ষে সাওয়াল করে ৷ এদিন বিধানসভায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় সরকার উদ্যোগী না-হওয়ায় রাজ্যকে বাধ্য হয়ে আইন প্রণয়নের পথে হাঁটতে হয়েছে ৷ আর সরাসরি না হলেও, সন্ধেয় সোশাল মিডিয়া বার্তায় সেই কথা ঘুরিয়ে তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী ৷

এ দিন রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় পেশ করা ধর্ষণ-বিরোধী করা বিলে বিরোধীপক্ষ সমর্থন জানিয়েছে ৷ এবার পাশ হওয়া এই বিল যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷ রাজ্যপাল বিলে সই করলে, তা বিধি মেনে আইন প্রণয়ন করা হবে ৷ একই সঙ্গে যদি রাজ্যপাল নিজে না-সই করেন ৷ সেক্ষেত্রে তিনি এই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর: আজ রাজ্য বিধানসভায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরিজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 পাস করেছে রাজ্য বিধানসভা ৷ আর সন্ধেয় এই বিলের বিষয়বস্তু রাজ্যের মানুষের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোশাল মিডিয়ায় মমতার বার্তা, "যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ৷ সে সমাজ কখনও আদর্শ হতে পারে না ৷ আজ রাজ্য সরকার বর্তমানে থাকা ফৌজদারি আইনের ফাঁক-ফোকরের কারণে, প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধানের জন্য ঐতিহাসিক অপরাজিতা অ্যান্টি-রেপ বিল পাশ করেছে ৷ আসুন আমরা সবাই একত্রিত হই এবং সম্মিলিতভাবে এই বিপদের মোকাবিলা করি !

বিধানসভায় পাশ 'অপরাজিতা' বিল, আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের কাছে বিচার চান মমতা

প্রসঙ্গত, মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে কঠোর আইন তৈরির দাবি গত কয়েকদিনে একাধিকবার করেছেন মমতা ৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন, কঠোর আইনের পক্ষে সাওয়াল করে ৷ এদিন বিধানসভায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় সরকার উদ্যোগী না-হওয়ায় রাজ্যকে বাধ্য হয়ে আইন প্রণয়নের পথে হাঁটতে হয়েছে ৷ আর সরাসরি না হলেও, সন্ধেয় সোশাল মিডিয়া বার্তায় সেই কথা ঘুরিয়ে তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী ৷

এ দিন রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় পেশ করা ধর্ষণ-বিরোধী করা বিলে বিরোধীপক্ষ সমর্থন জানিয়েছে ৷ এবার পাশ হওয়া এই বিল যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷ রাজ্যপাল বিলে সই করলে, তা বিধি মেনে আইন প্রণয়ন করা হবে ৷ একই সঙ্গে যদি রাজ্যপাল নিজে না-সই করেন ৷ সেক্ষেত্রে তিনি এই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.