কলকাতা, 13 মার্চ: শিলিগুড়ি থেকে ফিরেই বুধবার ভবানীপুরে মৃত ব্যবসায়ীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেখা করলেন নিহত ব্যবসায়ীর স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে । এরপর ঘটনায় দুই অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয় তার দাবি করেন নগরপাল বিনীত গোয়েলের কাছে ।
এদিন দীর্ঘক্ষণ ধরে পরিবারের সকল সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন । প্রসঙ্গত, 50 লক্ষ টাকার জন্য ভবানীপুরের ব্যবসায়ীকে উত্তর 24 পরগনার নিমতায় পিটিয়ে মারার অভিযোগ ওঠে তাঁরই দুই ব্যবসায়িক সঙ্গীর বিরুদ্ধে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই ব্যবসায়ীর স্ত্রী নেহা স্থানীয় থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন । এরপরেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং হোমিসাইড বিভাগের একটি দল ব্যবসায়ীর ফোনের লোকেশন ট্র্যাক করে উত্তর 24 পরগনার নিমতা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে । তাদের মধ্যে অন্যতম হল নিমতা থানা এলাকার প্রবোধ মিত্র লেনের বাসিন্দা অনির্বাণ গুপ্ত ৷
জানা গিয়েছে, ওই ব্যবসায়ীকে হত্যা করার জন্য তাঁর মাথায় প্রথমে উইকেট দিয়ে মেরে অজ্ঞান করে দেওয়া হয় ৷ এরপর তাঁর মৃত্যু নিশ্চিত করার জন্য ওই উইকেট এবং ব্যাট দিয়ে মাথায় মেরে মেরে থেঁতলে দেওয়া হয় । তারপর প্রমাণ লোপাট করতে বাড়ির ওয়াটার রিজার্ভারের ঠিক নিচে গর্ত খুঁড়ে মৃতদেহটি সেখানে চাপা দিয়ে তার উপর দিয়ে পাঁচিল তুলে দেয় ওই দুই ব্যবসায়ী । গ্রেফতারের পরেই গোটা বিষয়টি পুলিশি জেরায় স্বীকার করে অভিযুক্তরা ৷ এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ।
সূত্রের খবর, ঘটনার কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দেন যাতে ভালোভাবে তদন্ত হয় । দোষীদের কঠোর শাস্তি হয় ৷
আরও পড়ুন :