ETV Bharat / state

চিঠি পেলে প্রতিবেশী রাজ্যে আলু পাঠাবে বাংলা, সিদ্ধান্ত মমতার - WEST BENGAL POTATO EXPORT - WEST BENGAL POTATO EXPORT

Mamata Banerjee on Potato Export: পড়শি রাজ্যে আলু পাঠাতে পারে রাজ্য ৷ তবে সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি চিঠি দিয়ে আলু পাঠানোর আবেদন করেন তবেই ৷ নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
পড়শি রাজ্যে আলু রফতানির সিদ্ধান্ত মমতার (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 9:35 PM IST

কলকাতা, 20 অগস্ট: টাস্কফোর্সের বৈঠকে প্রতিবেশী দুই রাজ্যকে আলু রফতানির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাজারদর নিয়ন্ত্রণে মঙ্গলবার মুখ্যসচিবের ডাকে টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে । বৈঠক মুখ্যসচিব ডাকলেও আচমকায় সেই বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী । সেখানেই এই আলু রফতানির বিষয়টি ওঠে ।

সম্প্রতি বিজেপি শাসিত প্রতিবেশী দুই রাজ্য থেকে পশ্চিমবঙ্গের আলু পাঠানোর জন্য দরবার করা হচ্ছিল । এ রাজ্যে আলুর দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার কারণে আলু রফতানির উপর কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল । তবে এই মুহূর্তে বাজারে আলু 32 টাকায় বিক্রি হচ্ছে । সুফল বাংলায় পাওয়া যাচ্ছে 28 টাকায় । ফলে, কয়েকদিন আগেও যেখানে আলু 35 থেকে 37 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেখানে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছে রাজ্য সরকার ।

এই অবস্থায় প্রতিবেশী রাজ্যে চাহিদা মেটাতে কিছুটা আলু ছাড়ার নির্দেশ দিল রাজ্য সরকার । এক্ষেত্রে যদি প্রতিবেশী এই দুই রাজ্য থেকে রাজ্য সরকারের কাছে আলু চেয়ে আবেদন আসে তাহলে দক্ষিণবঙ্গ থেকে 1 লক্ষ মেট্রিক টন আলু ওড়িশাকে পাঠানো হবে বলে জানা গিয়েছে । একইভাবে অসমের থেকে আবেদন এলে উত্তরবঙ্গের হিমঘর থেকে এক লক্ষ মেট্রিক টন আলু পাঠানো হবে বলে খবর । তবে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের কাছে চিঠি পাঠিয়ে আলু চাইতে হবে তবেই সেখানে আলু পাঠানো হবে ।

একই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন আগামী দিনে রাজ্যে আলুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে আবার আলু রফতানি নিয়ে নির্দেশ পুনর্বিবেচনা করা হতে পারে । এদিকে আলু ব্যবসায়ীদের বনধ নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনের বৈঠকে তিনি উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীরা কর্মবিরতি না করার জন্য তাদের প্রশংসা করেছেন । একইভাবে দক্ষিণবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতা লালু মুখোপাধ্যায় বনধে সামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনার মুখে পড়েন । তিনি বলেন, "এ রাজ্যটা ধর্মঘটের রাজ্য নয় । পুলিশ ডিপার্টমেন্ট এই বিষয়ে নজর রাখবে । যারা চোরা পথে আলু নিয়ে গিয়েছে এতদিন, তাদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এই কাজে যারা যুক্ত সরকারের লোক হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।"

কলকাতা, 20 অগস্ট: টাস্কফোর্সের বৈঠকে প্রতিবেশী দুই রাজ্যকে আলু রফতানির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাজারদর নিয়ন্ত্রণে মঙ্গলবার মুখ্যসচিবের ডাকে টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে । বৈঠক মুখ্যসচিব ডাকলেও আচমকায় সেই বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী । সেখানেই এই আলু রফতানির বিষয়টি ওঠে ।

সম্প্রতি বিজেপি শাসিত প্রতিবেশী দুই রাজ্য থেকে পশ্চিমবঙ্গের আলু পাঠানোর জন্য দরবার করা হচ্ছিল । এ রাজ্যে আলুর দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার কারণে আলু রফতানির উপর কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল । তবে এই মুহূর্তে বাজারে আলু 32 টাকায় বিক্রি হচ্ছে । সুফল বাংলায় পাওয়া যাচ্ছে 28 টাকায় । ফলে, কয়েকদিন আগেও যেখানে আলু 35 থেকে 37 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেখানে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছে রাজ্য সরকার ।

এই অবস্থায় প্রতিবেশী রাজ্যে চাহিদা মেটাতে কিছুটা আলু ছাড়ার নির্দেশ দিল রাজ্য সরকার । এক্ষেত্রে যদি প্রতিবেশী এই দুই রাজ্য থেকে রাজ্য সরকারের কাছে আলু চেয়ে আবেদন আসে তাহলে দক্ষিণবঙ্গ থেকে 1 লক্ষ মেট্রিক টন আলু ওড়িশাকে পাঠানো হবে বলে জানা গিয়েছে । একইভাবে অসমের থেকে আবেদন এলে উত্তরবঙ্গের হিমঘর থেকে এক লক্ষ মেট্রিক টন আলু পাঠানো হবে বলে খবর । তবে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের কাছে চিঠি পাঠিয়ে আলু চাইতে হবে তবেই সেখানে আলু পাঠানো হবে ।

একই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন আগামী দিনে রাজ্যে আলুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে আবার আলু রফতানি নিয়ে নির্দেশ পুনর্বিবেচনা করা হতে পারে । এদিকে আলু ব্যবসায়ীদের বনধ নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনের বৈঠকে তিনি উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীরা কর্মবিরতি না করার জন্য তাদের প্রশংসা করেছেন । একইভাবে দক্ষিণবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতা লালু মুখোপাধ্যায় বনধে সামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনার মুখে পড়েন । তিনি বলেন, "এ রাজ্যটা ধর্মঘটের রাজ্য নয় । পুলিশ ডিপার্টমেন্ট এই বিষয়ে নজর রাখবে । যারা চোরা পথে আলু নিয়ে গিয়েছে এতদিন, তাদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এই কাজে যারা যুক্ত সরকারের লোক হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.