ETV Bharat / state

সুপ্তিকে জয়ের শুভেচ্ছা মমতার, মানুষের জন্য কাজ শুরুর পরামর্শ - West Bengal Bypolls 2024 - WEST BENGAL BYPOLLS 2024

CM Mamata Banerjee to Supti Pandey: মানিকতলার জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ সেইসঙ্গে জয়ের শুভেচ্ছা জানিয়ে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন তিনি ৷

CM Mamata Banerjee to Supti Pandey
জয়ের পর সুপ্তি পাণ্ডে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 9:18 AM IST

কলকাতা, 14 জুলাই: মানিকতলা বিধানসভায় রেকর্ড ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে ৷ জয়ের পরই মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি ৷ তবে এই জয়ের পর নিজের এলাকাতেই মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সময়মতো তিনি ফোন করে নেবেন সুপ্তিকে ৷

বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে 62 হাজার 312 ভোটে হারিয়ে শনিবার মালিকতলা আসনে জয় ছিনিয়ে নিয়েছেন সুপ্তি ৷ এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জয়ের সংশাপত্র হাতে নেওয়ার পর দলের সুপ্রিমোর সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে জানান সুপ্তি ৷ তিনি জানান মমতা বলেন, "আমি তোকে ঠিক ডেকে নেব । তবে অনেক অনেক শুভেচ্ছা জয়ের জন্য । ভালো করে এলাকায় কাজ কর । এলাকা সামলে রাখবি ।" জয়ের পর দলনেত্রীর এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর কাছে ৷ জয়ের পর সাধারণ মানুষের কল্যাণের স্বার্থ কাজে দলের বির্দেশকেই গুরুত্ব দিয়েছেন তৃণমূল প্রার্থী ৷

উল্লেখ্য, মানিকতলা বিধানসভা আসনে 2011 সালে প্রথমবার জেতেন সাধন পান্ডে ৷ এরপর পরপর 3 বার এই আসনে নিজের জয় ধরে রাখেন তিনি ৷ 2021 সালে নির্বাচনী ফলাফলে তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ আদালতে মামলাও করেন তিনি ৷ এরপর 2022 সালে শারীরিক অসুস্থতায় প্রয়াত হন সাধন পান্ডে ৷ আদালতে মামলা চলায় এই আসনে উপনির্বাচন আটকে যায় ৷ মাস দুয়েক আগে কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করে নেওয়ার পর এই আসনে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷

কলকাতা, 14 জুলাই: মানিকতলা বিধানসভায় রেকর্ড ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে ৷ জয়ের পরই মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি ৷ তবে এই জয়ের পর নিজের এলাকাতেই মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সময়মতো তিনি ফোন করে নেবেন সুপ্তিকে ৷

বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে 62 হাজার 312 ভোটে হারিয়ে শনিবার মালিকতলা আসনে জয় ছিনিয়ে নিয়েছেন সুপ্তি ৷ এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জয়ের সংশাপত্র হাতে নেওয়ার পর দলের সুপ্রিমোর সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে জানান সুপ্তি ৷ তিনি জানান মমতা বলেন, "আমি তোকে ঠিক ডেকে নেব । তবে অনেক অনেক শুভেচ্ছা জয়ের জন্য । ভালো করে এলাকায় কাজ কর । এলাকা সামলে রাখবি ।" জয়ের পর দলনেত্রীর এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর কাছে ৷ জয়ের পর সাধারণ মানুষের কল্যাণের স্বার্থ কাজে দলের বির্দেশকেই গুরুত্ব দিয়েছেন তৃণমূল প্রার্থী ৷

উল্লেখ্য, মানিকতলা বিধানসভা আসনে 2011 সালে প্রথমবার জেতেন সাধন পান্ডে ৷ এরপর পরপর 3 বার এই আসনে নিজের জয় ধরে রাখেন তিনি ৷ 2021 সালে নির্বাচনী ফলাফলে তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ আদালতে মামলাও করেন তিনি ৷ এরপর 2022 সালে শারীরিক অসুস্থতায় প্রয়াত হন সাধন পান্ডে ৷ আদালতে মামলা চলায় এই আসনে উপনির্বাচন আটকে যায় ৷ মাস দুয়েক আগে কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করে নেওয়ার পর এই আসনে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.