ডায়মন্ড হারবার, 17 ফেব্রুয়ারি: রাজ্য তথা দেশজুড়ে প্রতিদিনই নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে চলেছে ৷ এবার তা রুখতে বাগদেবী আরাধনার পুজো মণ্ডপে থিমের মাধ্যমে সমাজকে বার্তা দিল ডায়মন্ড হারবার ধনবেড়িয়া আমরা সবাই ক্লাব। মূলত পুজো মণ্ডপে নানা সামাজিক বার্তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নির্যাতিতা মহিলাদের ছবিও তুলে ধরা হয়েছিল। এবছর তাদের ভাবনা ছিল 'চাইনা হতে সারদা'।
সরস্বতী পুজোর দিন থেকেই মণ্ডপ সকল দর্শনার্থীদের নজর কেড়েছে। এই বিষয়ে ধনবেড়িয়া আমরা সবাই ক্লাবের সভাপতি পীযূষ হালদার বলেন, "রাজ্য তথা দেশজুড়ে নারীদের উপর অত্যাচারের ঘটনা লেগেই রয়েছে। তার উপর ভিত্তি করে আমরা সবাই ক্লাবের এই চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আমরা চাইব এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যথেষ্ট সম্মান এবং প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা পায়। আর এই ভাবনা আমাদের এই পুজো মণ্ডপে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এবছর এই পুজো 26তম বর্ষে পদার্পণ করল।
অন্যদিকে, ডায়মন্ড হারবারে ধনবেড়িয়াতে আরেকটি পুজো মণ্ডপ সকলের মন জয় করে নেয়। ধনবেড়িয়ার পূর্বপাড়ার ঐক্য সম্মেলনী ক্লাব 30তম বর্ষে পদার্পণ করল ৷ এবছর তাদের থিম ছিল 'নারী'। মূলত এই মণ্ডপ গ্রামের মহিলারা তৈরি করেছিলেন। এই পুজো মণ্ডপে নারীদের বিভিন্ন সময়ে অবহেলিত ও লাঞ্ছিত হওয়ার ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা ৷ এবিষয়ে পুজো উদ্যোক্তা দীপঙ্কর হালদার তিনি বলেন, "এখনও নারীরা অবহেলিত ও লাঞ্চিত হচ্ছে। সমাজকে বার্তা দিতে চাই কন্যা সন্তান হলে কোনও দম্পতি যেন তাকে আবর্জনা স্তূপে না ফেলে দেয়। এই থিমের মাধ্যমে নারীশক্তিকে জাগ্রত করায় আমাদের মূল লক্ষ্য।"
আরও পড়ুন:
- সরস্বতী পুজোয় আলাদা বর্ধমান বিশ্ববিদ্যালয়, তত্ত্বের ঐতিহ্যে আজও রঙিন ছাত্রছাত্রী নিবাস
- মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জোড়া ফলায় স্কুলে স্কুলে বাগদেবীর আরাধনায় কাটছাঁট
- গোবর-আঠা দিয়ে বাগদেবীর মণ্ডপ, মনের শুদ্ধিকরণের জন্য সমাজকে বিশেষ বার্তা শিল্পীর