ETV Bharat / state

নাগরিক উদ্যোগে নিউ মার্কেটের ঘড়ির কাঁটা ফের ঘুরবে, বাজবে ঘণ্টাও

New Market Clock Tower: কলকাতার নিউ মার্কেট অন্য়তম ঐতিহ্যবাহী, জনপ্রিয় জায়গা ৷ বাজার চত্বরে একটি ক্লক টাওয়ার আছে, যা দীর্ঘসময় ধরেই বন্ধ হয়ে রয়েছে ৷ এবার নাগরিকদের প্রচেষ্টায় সেই ঘড়ি ফের চালু হবে ৷

ETV Bharat
নিউ মার্কেটের ক্লক টাওয়ারের ঘড়িতে বাজবে ঘণ্টা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 8:28 AM IST

Updated : Jan 30, 2024, 12:22 PM IST

নিউ মার্কেট চত্বরে ঘড়ির কাঁটা ফের ঘুরবে

কলকাতা, 30 জানুয়ারি: চলতি বছরে 150 বছরে পা দেবে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট ৷ এই মার্কেট চত্বরে লন্ডনের বিগ বেনের আদলে একটি ক্লক টাওয়ার রয়েছে ৷ যার বয়স প্রায় 100 ৷ এই ক্লক টাওয়ার এবং তার সঙ্গে পরিকাঠামোটি আনা হয়েছিল ইংল্যান্ডে হার্ডসফিল্ড থেকে ৷ এক সময় ব্যস্ত ধর্মতলা এই ঘড়ি দেখে ও ঘণ্টা শুনে সময় দেখত ৷ বছর 10 আগে থমকে যায় এই ক্লক টাওয়ারের কাঁটা ৷ এবার সেই ঐতিহ্যবাহী ঘড়ির কাঁটা ফের ঘুরতে চলেছে ৷ শুধু তাই নয়, নিউমার্কেট থেকে ধর্মতলা চত্বর শুনবে লন্ডনের বিগ বেনের মতো সেই পুরনো ঘণ্টার শব্দ ৷

1874 সালে 1 জানুয়ারি এই নিউ মার্কেট তৈরি হয় ৷ তৎকালীন কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজদের জন্য একটি বাজার করবে ৷ সেই অনুসারে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির আর্কিটেক্ট এই বাজারের নকশা তৈরি করেন ৷ ম্যাকিনটোস বার্ন এই বাজার তৈরি করে ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাজারের দক্ষিণে এই ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয় ৷ এই ঘড়ি ঘণ্টা-সহ গোটা পরিকাঠাম ইংল্যান্ডের হার্ডসফিল্ড থেকে আনা হয় ৷ পরে স্যর স্টুয়ার্ড হগের নাম অনুসারে এর নাম হয় এসএস হগ মার্কেট হয় ৷ স্বাধীনতা-পরবর্তী সময়ে ঘড়িটি চলতে থাকলেও বয়সের ভারে ধীরে ধীরে সমস্যা দেখা দেয় ৷ অতীতে সামান্য সংস্কার করা হয় ৷ তবে ভারতে ওই ঘড়ির যন্ত্রাংশ পাওয়া যায় না ৷ তাই বছর দশেক আগে থেমে যায় ঘড়ির কাঁটা ৷

কলকাতা পৌরনিগমের তরফে এই ঘড়ি সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয় ৷ তবে তার জন্য কয়েক কোটি টাকা খরচ হবে বলে জানা যায় ৷ আর্থিক অনটনের জেরে তাই আর কোনও পদক্ষেপ করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম ৷ তবে এই ঐতিহ্যরক্ষায় এগিয়ে আসেন কলকাতার বেশ কিছু ঐতিহ্যপ্রেমী নাগরিক ৷ তাঁরাই মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই ঘড়ি সারানোর আবেদন ৷ আর্থিক খরচ তাঁরাই বহন করবেন ৷ কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করে ৷

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য আমিরুদ্দিন ববি বলেন, "কলকাতা পৌরনিগম বহুবার ঘড়ি সরানোর চেষ্টা করেছে ৷ তবে অনেক যন্ত্রাংশই পাওয়া যাচ্ছিল না ৷ আমরা টেন্ডার দিয়েছিলাম ৷ কিন্তু বিপুল খরচের কারণে কোভিডের আগে তা বাতিল করতে হয় ৷ কোটি টাকার বেশি খরচ ছিল ৷ এবছর নিউ মার্কেটের 150 বছর হতে চলেছে ৷ একটি সংগঠন ওই ঘড়িটি সংস্কারের অনুরোধ করে ৷ আমরা তা মঞ্জুর করেছি ৷ এবার কাজ শুরু হবে ৷"

নিউ মার্কেটের ব্যবসায়ী মহম্মদ রেজ্জাক বলেন, "দুই প্রজন্মের দোকান ৷ ছোটবেলায় আমরা, পথচলতি সকলেই এই ঘড়ি দেখতাম ৷ প্রতি ঘণ্টায় বেজে উঠত ৷ এবার যদি সেই মুহূর্ত ফিরে আসে, তাহলে খুব ভালো হবে ৷" ঘড়ি সরানোর জন্য উদ্যোগী ঐতিহ্য প্রেমী নাগরিকদের তরফে মোদার পাথারিয়া বলেন, "কলকাতার ঐতিহ্য রক্ষার জন্য আমরা কয়েকজন বিভিন্ন ভাবে চেষ্টা করি ৷ এরকম 20 জন আছেন ৷ এই নিউমার্কেট ঐতিহ্যবাহী ৷ সেখানে এই ক্লক টাওয়ার দীর্ঘ দিন বন্ধ দেখে আমরা পৌরনিগমের সঙ্গে যোগাযোগ করি ৷ দেশীয় একটি কোম্পানিকে দিয়ে আমরাই নিজের টাকা খরচে এই ঘড়ি সংস্কার করব ৷ ফের কাঁটা ঘুরবে, বাজবে ঘণ্টা ৷ কয়েক মাসের মধ্যে কলকাতা পৌরনিগমের টাওয়ার সংস্কার করলেই আমরা কাজ শুরু করব ৷"

আরও পড়ুন:

  1. ব্যস্ত দিনে বন্ধ নিউ মার্কেট, প্রতিবাদে দোকান মালিকরা
  2. দীর্ঘ আইনি লড়াই, 27 বছর পর হাইকোর্টের নির্দেশে চাকরি পেলেন এক ব্যক্তি
  3. কেএমসির স্বাস্থ্যকেন্দ্রে মিলবে আরও 10টি রোগের চিকিৎসা, শুরু হল প্রশিক্ষণ

নিউ মার্কেট চত্বরে ঘড়ির কাঁটা ফের ঘুরবে

কলকাতা, 30 জানুয়ারি: চলতি বছরে 150 বছরে পা দেবে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট ৷ এই মার্কেট চত্বরে লন্ডনের বিগ বেনের আদলে একটি ক্লক টাওয়ার রয়েছে ৷ যার বয়স প্রায় 100 ৷ এই ক্লক টাওয়ার এবং তার সঙ্গে পরিকাঠামোটি আনা হয়েছিল ইংল্যান্ডে হার্ডসফিল্ড থেকে ৷ এক সময় ব্যস্ত ধর্মতলা এই ঘড়ি দেখে ও ঘণ্টা শুনে সময় দেখত ৷ বছর 10 আগে থমকে যায় এই ক্লক টাওয়ারের কাঁটা ৷ এবার সেই ঐতিহ্যবাহী ঘড়ির কাঁটা ফের ঘুরতে চলেছে ৷ শুধু তাই নয়, নিউমার্কেট থেকে ধর্মতলা চত্বর শুনবে লন্ডনের বিগ বেনের মতো সেই পুরনো ঘণ্টার শব্দ ৷

1874 সালে 1 জানুয়ারি এই নিউ মার্কেট তৈরি হয় ৷ তৎকালীন কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজদের জন্য একটি বাজার করবে ৷ সেই অনুসারে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির আর্কিটেক্ট এই বাজারের নকশা তৈরি করেন ৷ ম্যাকিনটোস বার্ন এই বাজার তৈরি করে ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাজারের দক্ষিণে এই ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয় ৷ এই ঘড়ি ঘণ্টা-সহ গোটা পরিকাঠাম ইংল্যান্ডের হার্ডসফিল্ড থেকে আনা হয় ৷ পরে স্যর স্টুয়ার্ড হগের নাম অনুসারে এর নাম হয় এসএস হগ মার্কেট হয় ৷ স্বাধীনতা-পরবর্তী সময়ে ঘড়িটি চলতে থাকলেও বয়সের ভারে ধীরে ধীরে সমস্যা দেখা দেয় ৷ অতীতে সামান্য সংস্কার করা হয় ৷ তবে ভারতে ওই ঘড়ির যন্ত্রাংশ পাওয়া যায় না ৷ তাই বছর দশেক আগে থেমে যায় ঘড়ির কাঁটা ৷

কলকাতা পৌরনিগমের তরফে এই ঘড়ি সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয় ৷ তবে তার জন্য কয়েক কোটি টাকা খরচ হবে বলে জানা যায় ৷ আর্থিক অনটনের জেরে তাই আর কোনও পদক্ষেপ করে উঠতে পারেনি কলকাতা পৌরনিগম ৷ তবে এই ঐতিহ্যরক্ষায় এগিয়ে আসেন কলকাতার বেশ কিছু ঐতিহ্যপ্রেমী নাগরিক ৷ তাঁরাই মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই ঘড়ি সারানোর আবেদন ৷ আর্থিক খরচ তাঁরাই বহন করবেন ৷ কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করে ৷

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য আমিরুদ্দিন ববি বলেন, "কলকাতা পৌরনিগম বহুবার ঘড়ি সরানোর চেষ্টা করেছে ৷ তবে অনেক যন্ত্রাংশই পাওয়া যাচ্ছিল না ৷ আমরা টেন্ডার দিয়েছিলাম ৷ কিন্তু বিপুল খরচের কারণে কোভিডের আগে তা বাতিল করতে হয় ৷ কোটি টাকার বেশি খরচ ছিল ৷ এবছর নিউ মার্কেটের 150 বছর হতে চলেছে ৷ একটি সংগঠন ওই ঘড়িটি সংস্কারের অনুরোধ করে ৷ আমরা তা মঞ্জুর করেছি ৷ এবার কাজ শুরু হবে ৷"

নিউ মার্কেটের ব্যবসায়ী মহম্মদ রেজ্জাক বলেন, "দুই প্রজন্মের দোকান ৷ ছোটবেলায় আমরা, পথচলতি সকলেই এই ঘড়ি দেখতাম ৷ প্রতি ঘণ্টায় বেজে উঠত ৷ এবার যদি সেই মুহূর্ত ফিরে আসে, তাহলে খুব ভালো হবে ৷" ঘড়ি সরানোর জন্য উদ্যোগী ঐতিহ্য প্রেমী নাগরিকদের তরফে মোদার পাথারিয়া বলেন, "কলকাতার ঐতিহ্য রক্ষার জন্য আমরা কয়েকজন বিভিন্ন ভাবে চেষ্টা করি ৷ এরকম 20 জন আছেন ৷ এই নিউমার্কেট ঐতিহ্যবাহী ৷ সেখানে এই ক্লক টাওয়ার দীর্ঘ দিন বন্ধ দেখে আমরা পৌরনিগমের সঙ্গে যোগাযোগ করি ৷ দেশীয় একটি কোম্পানিকে দিয়ে আমরাই নিজের টাকা খরচে এই ঘড়ি সংস্কার করব ৷ ফের কাঁটা ঘুরবে, বাজবে ঘণ্টা ৷ কয়েক মাসের মধ্যে কলকাতা পৌরনিগমের টাওয়ার সংস্কার করলেই আমরা কাজ শুরু করব ৷"

আরও পড়ুন:

  1. ব্যস্ত দিনে বন্ধ নিউ মার্কেট, প্রতিবাদে দোকান মালিকরা
  2. দীর্ঘ আইনি লড়াই, 27 বছর পর হাইকোর্টের নির্দেশে চাকরি পেলেন এক ব্যক্তি
  3. কেএমসির স্বাস্থ্যকেন্দ্রে মিলবে আরও 10টি রোগের চিকিৎসা, শুরু হল প্রশিক্ষণ
Last Updated : Jan 30, 2024, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.