ETV Bharat / state

স্কুল চলাকালীন মেঝেতে ধস, গর্তে পড়ে গেল চার পড়ুয়া - Classroom floor caves in

Jhargram School: প্রাইমারি স্কুলে আতঙ্ক ৷ ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের মেঝে ধসে মাটির নীচে ঢুকে গেল চার পড়ুয়া ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 5:55 PM IST

Jhargram School
প্রাইমারি স্কুলে মেঝেতে ধস নেমেছে (নিজস্ব চিত্র)

ঝাড়গ্রাম, 11 জুলাই: প্রতিদিনের মতো বুধবারও ক্লাস চলছিল ঝাড়গ্রামের একটি প্রাথমিক স্কুলে ৷ হঠাৎই ভেঙে মেঝে ঢুকে নীচে ৷ কয়েকফুট নীচে গর্তে পড়ে গেল চার পড়ুয়া ৷ বড়সড় দুর্ঘটনার থেকে রেহাই পেল পড়ুয়ারা ৷ বুধবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এহেন ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।

ঝাড়গ্রামে প্রাথমিক স্কুলে ধস (ইটিভি ভারত)

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিদ্যালয়ের ক্লাস চলছিল। একটি ঘরে শিশু শ্রেণি, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল। আরেকটি শ্রেণি কক্ষে চতুর্থ এবং প্রথম শ্রেণির ক্লাস চলছিল। সেই সময়েই হঠাৎ ওই ক্লাসরুমের মেঝের কিছুটা অংশে ধস নামে। প্রায় দু’ফুট গর্ত তৈরি হয়। আর ওই গর্তে বেঞ্চ, ব্যাগ, বই, খাতা-সহ 4 জন পড়ুয়া পড়ে যায় ৷ পড়ুয়াদের মধ্যে 3 জন চতুর্থ শ্রেণির ও 1 জন প্রথম শ্রেণির পড়ুয়া ছিল ৷ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় ৷ আতঙ্কে অন্যান্য পড়ুয়ারা রুম থেকে বাইরে যায়।

এদিকে স্কুলে ধসের ঘটনার খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ গ্রামবাসীরাও স্কুলে আসতে থাকেন পড়ুয়াদের উদ্ধারের জন্য। তবে বড় কিছু ঘটার আগে স্কুলের শিক্ষকরা চার পড়ুয়াকে উদ্ধার করেন । স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই দু’টি শ্রেণিকক্ষ প্রায় 12 বছর আগে তৈরি হয়েছিল। শিক্ষকদের অনুমান স্কুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী ৷ তার থেকে মেঝের নীচের অংশের মাটি আলগা হয়ে গিয়েও ধস নেমেছে ৷

স্কুলের প্রধান শিক্ষক অপু ঘোষ বলেন, "ক্লাস চলাকালীন হঠাৎ রুমের মেঝেতে ধস নামে। যার ফলে 4 জন পড়ুয়া মাটির নীচে পড়ে যান ৷ আমরা তাদের উদ্ধার করি। কেউ আহত হয়নি। পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাওয়ার জেরে বিল্ডিং এর নীচের মাটি আলগা হয়ে ঘটনাটি ঘটতে পারে।"

ঝাড়গ্রাম, 11 জুলাই: প্রতিদিনের মতো বুধবারও ক্লাস চলছিল ঝাড়গ্রামের একটি প্রাথমিক স্কুলে ৷ হঠাৎই ভেঙে মেঝে ঢুকে নীচে ৷ কয়েকফুট নীচে গর্তে পড়ে গেল চার পড়ুয়া ৷ বড়সড় দুর্ঘটনার থেকে রেহাই পেল পড়ুয়ারা ৷ বুধবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এহেন ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।

ঝাড়গ্রামে প্রাথমিক স্কুলে ধস (ইটিভি ভারত)

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিদ্যালয়ের ক্লাস চলছিল। একটি ঘরে শিশু শ্রেণি, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল। আরেকটি শ্রেণি কক্ষে চতুর্থ এবং প্রথম শ্রেণির ক্লাস চলছিল। সেই সময়েই হঠাৎ ওই ক্লাসরুমের মেঝের কিছুটা অংশে ধস নামে। প্রায় দু’ফুট গর্ত তৈরি হয়। আর ওই গর্তে বেঞ্চ, ব্যাগ, বই, খাতা-সহ 4 জন পড়ুয়া পড়ে যায় ৷ পড়ুয়াদের মধ্যে 3 জন চতুর্থ শ্রেণির ও 1 জন প্রথম শ্রেণির পড়ুয়া ছিল ৷ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় ৷ আতঙ্কে অন্যান্য পড়ুয়ারা রুম থেকে বাইরে যায়।

এদিকে স্কুলে ধসের ঘটনার খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ গ্রামবাসীরাও স্কুলে আসতে থাকেন পড়ুয়াদের উদ্ধারের জন্য। তবে বড় কিছু ঘটার আগে স্কুলের শিক্ষকরা চার পড়ুয়াকে উদ্ধার করেন । স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই দু’টি শ্রেণিকক্ষ প্রায় 12 বছর আগে তৈরি হয়েছিল। শিক্ষকদের অনুমান স্কুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী ৷ তার থেকে মেঝের নীচের অংশের মাটি আলগা হয়ে গিয়েও ধস নেমেছে ৷

স্কুলের প্রধান শিক্ষক অপু ঘোষ বলেন, "ক্লাস চলাকালীন হঠাৎ রুমের মেঝেতে ধস নামে। যার ফলে 4 জন পড়ুয়া মাটির নীচে পড়ে যান ৷ আমরা তাদের উদ্ধার করি। কেউ আহত হয়নি। পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাওয়ার জেরে বিল্ডিং এর নীচের মাটি আলগা হয়ে ঘটনাটি ঘটতে পারে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.