ETV Bharat / state

বেথুনে চলছে ক্লাস! ভোটের কারণে অনলাইনের পথেও হাঁটতে পারে স্কুল

Online Class for Vote Purpose: কেন্দ্রীয় বাহিনীদের থাকার ব্যবস্থা স্কুলে ৷ ফলে শিকেয় ওঠে পঠন-পাঠন ৷ অবশেষে শিক্ষক-অভিভাবক বৈঠকের পর বেরোল সমস্যা সমাধানের পথ ৷

Etv Bharat
বেথুনে চলছে ক্লাস!
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 8:54 PM IST

কলকাতা, 4 মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও সামনে আসেনি ৷ তবে তার আগেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ তবে বিতর্ক ও সমস্যা তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকার বন্দোবস্ত করায় ৷ সেই বিতর্কে নাম জড়ায় বেথুন কলেজিয়েট স্কুলের। কেন্দ্রীয় বাহিনীর আসার জন্য বন্ধ করা হয় স্কুল। কীভাবে সিলেবাস শেষ করা হবে সেই প্রশ্নই উঠেছিল। সেই পরিস্থিতিতে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন বেথুন কলেজিয়েট কর্তৃপক্ষ। বৈঠকের পর স্কুলের ক্লাস নিয়ে বেশ কিছু বড়সড় সিদ্ধান্তে এসেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, "নবম-দশম শ্রেণির জন্য ঠিক হয়েছে প্রথম চারটি পিরিয়ড শুধু ক্লাসে হবে। তারপর ওদের ছুটি হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে অভিভাবকরা জানান ওদের ক্লাস করতে কোন সমস্যা নেই। তাই ওদের পুরো ক্লাস হচ্ছে। এরপরে সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। ওদের আমরা বিকল্প দিনে এসে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছি। অভিভাবকরা জানিয়েছেন, যাই হোক না কেন স্কুল যেন পুরোপুরিভাবে হয়।"

এইভাবে ক্লাস হলে আদৌ কি সম্ভব হবে সিলেবাস শেষ করা? সে বিষয়ে তিনি জানান, অনলাইন ক্লাস তো আমাদের হাতে রয়েছে। এই বিষয়ে আমরা অভিভাবকদের জানিয়েছি। ওনারা সম্মতি দিয়েছেন। কিন্তু সেই সময়টা জানাতে হবে আগে। তবে আমরা এবং অভিভাবকরা, দুতরফেই একটা উদ্দেশ্য পড়ুয়ারা স্কুলে এসে ক্লাস করুক।"

প্রসঙ্গত, এখনও ঘোষণা করা হয়নি লোকসভা ভোটের দিন। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। প্রথম পর্ব অর্থাৎ পয়লা মার্চ রাজ্যে এসেছে 100 কোম্পানির বাহিনী। দ্বিতীয় পর্ব 7 মার্চ রাজ্যে আসছে আরও 50 কোম্পানির বাহিনী। সবমিলিয়ে দেড়শ কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে কলকাতা পুলিশ জেলায় মোতায়েন থাকবে 10 কোম্পানির বাহিনী।

আরও পড়ুন

1. কেন আইন মেনে কাজ হচ্ছে না ? কমিশনের ফুল বেঞ্চের ভর্ৎসনার মুখে একাধিক জেলাশাসক

2. রাজ্য পুলিশ নয়, তদন্তভার নিক সিবিআই; সন্দেশখালিতে হামলার ঘটনায় আদালতে ইডি

3. যাদবপুরে লোকসভা ভোটের প্রচারে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়

কলকাতা, 4 মার্চ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও সামনে আসেনি ৷ তবে তার আগেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ তবে বিতর্ক ও সমস্যা তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকার বন্দোবস্ত করায় ৷ সেই বিতর্কে নাম জড়ায় বেথুন কলেজিয়েট স্কুলের। কেন্দ্রীয় বাহিনীর আসার জন্য বন্ধ করা হয় স্কুল। কীভাবে সিলেবাস শেষ করা হবে সেই প্রশ্নই উঠেছিল। সেই পরিস্থিতিতে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন বেথুন কলেজিয়েট কর্তৃপক্ষ। বৈঠকের পর স্কুলের ক্লাস নিয়ে বেশ কিছু বড়সড় সিদ্ধান্তে এসেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, "নবম-দশম শ্রেণির জন্য ঠিক হয়েছে প্রথম চারটি পিরিয়ড শুধু ক্লাসে হবে। তারপর ওদের ছুটি হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে অভিভাবকরা জানান ওদের ক্লাস করতে কোন সমস্যা নেই। তাই ওদের পুরো ক্লাস হচ্ছে। এরপরে সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। ওদের আমরা বিকল্প দিনে এসে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছি। অভিভাবকরা জানিয়েছেন, যাই হোক না কেন স্কুল যেন পুরোপুরিভাবে হয়।"

এইভাবে ক্লাস হলে আদৌ কি সম্ভব হবে সিলেবাস শেষ করা? সে বিষয়ে তিনি জানান, অনলাইন ক্লাস তো আমাদের হাতে রয়েছে। এই বিষয়ে আমরা অভিভাবকদের জানিয়েছি। ওনারা সম্মতি দিয়েছেন। কিন্তু সেই সময়টা জানাতে হবে আগে। তবে আমরা এবং অভিভাবকরা, দুতরফেই একটা উদ্দেশ্য পড়ুয়ারা স্কুলে এসে ক্লাস করুক।"

প্রসঙ্গত, এখনও ঘোষণা করা হয়নি লোকসভা ভোটের দিন। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। প্রথম পর্ব অর্থাৎ পয়লা মার্চ রাজ্যে এসেছে 100 কোম্পানির বাহিনী। দ্বিতীয় পর্ব 7 মার্চ রাজ্যে আসছে আরও 50 কোম্পানির বাহিনী। সবমিলিয়ে দেড়শ কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে কলকাতা পুলিশ জেলায় মোতায়েন থাকবে 10 কোম্পানির বাহিনী।

আরও পড়ুন

1. কেন আইন মেনে কাজ হচ্ছে না ? কমিশনের ফুল বেঞ্চের ভর্ৎসনার মুখে একাধিক জেলাশাসক

2. রাজ্য পুলিশ নয়, তদন্তভার নিক সিবিআই; সন্দেশখালিতে হামলার ঘটনায় আদালতে ইডি

3. যাদবপুরে লোকসভা ভোটের প্রচারে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.