ETV Bharat / state

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত গাইঘাটার তৃণমূল নেত্রীর ভাইপো - CLASS 10 STUDENT ALLEGEDLY RAPED

শনিবার নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে । পরিবারের সদস্যরা তা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে । তারপরেই পরিবারকে ওই ঘটনার কথা জানায় সে ৷

Class 10 Student Sexually Harassed
দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 8:52 AM IST

বনগাঁ, 3 নভেম্বর: টিউশন পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ৷ ভয় দেখিয়ে, হাত বেঁধে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত যুবক স্থানীয় এক তৃণমূল নেত্রীর ভাইপো । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার গাইঘাটা থানা এলাকায় ।

শনিবার নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করলে বিষয়টি সামনে আসে । তারপরেই রাতে নির্যাতিতার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দেড় বছর ধরে মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত করত, যা নিয়ে কয়েকমাস আগে এলাকায় মিটিংও হয়েছিল । সে সময় অভিযুক্ত যুবক ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছিল । নির্যাতিতার পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় মেয়েটি টিউশন পড়তে যাওয়ার সময় ওই যুবক তাকে মাঝরাস্তা থেকে জোর করে বাইকে করে তুলে জঙ্গলে নিয়ে যায় । সেখানে তাকে ধর্ষণ করে । ভয় দেখায়, ঘটনার কথা কাউকে কিছু জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলবে ।

টিউশন পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ (ইটিভি ভারত)

শনিবার বিকেলে নির্যাতিতা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরিবারের সদস্যরা তা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে । আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাইলে নির্যাতিতা ঘটনার কথা জানায় । রাতেই গাইঘাটা থানায় অভিযোগ করতে আসে নির্যাতিতার পরিবার । সঙ্গে ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বিজেপি কর্মীরা । পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ।

নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা বিজেপি করেন । ছেলেটির পিসি তৃণমূলের নেত্রী । তাঁর নাম করে অভিযুক্ত তাঁদের ভয় দেখাত । পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে রাতেই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ।

গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘ঘটনার খবর শুনে আমি থানায় এসেছে । পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে । কোনও রং না-দেখে পুলিশকে তদন্ত করতে বলেছি । অভিযুক্তকে শাস্তি দিতে হবে ।’’

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের পক্ষ থেকে পরিবারকে কোনও রকম ভয় দেখানো হয়নি । বিজেপির পক্ষ থেকে বানিয়ে মিথ্যা কথা বলছে । অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । আইন আইনের মতো চলবে । পিসি তৃণমূল নেত্রী হলেও তৃণমূল এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি । করবেও না ।’’

আরও পড়ুন:

বনগাঁ, 3 নভেম্বর: টিউশন পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ৷ ভয় দেখিয়ে, হাত বেঁধে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত যুবক স্থানীয় এক তৃণমূল নেত্রীর ভাইপো । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার গাইঘাটা থানা এলাকায় ।

শনিবার নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করলে বিষয়টি সামনে আসে । তারপরেই রাতে নির্যাতিতার পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দেড় বছর ধরে মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত করত, যা নিয়ে কয়েকমাস আগে এলাকায় মিটিংও হয়েছিল । সে সময় অভিযুক্ত যুবক ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছিল । নির্যাতিতার পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় মেয়েটি টিউশন পড়তে যাওয়ার সময় ওই যুবক তাকে মাঝরাস্তা থেকে জোর করে বাইকে করে তুলে জঙ্গলে নিয়ে যায় । সেখানে তাকে ধর্ষণ করে । ভয় দেখায়, ঘটনার কথা কাউকে কিছু জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলবে ।

টিউশন পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ (ইটিভি ভারত)

শনিবার বিকেলে নির্যাতিতা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরিবারের সদস্যরা তা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে । আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাইলে নির্যাতিতা ঘটনার কথা জানায় । রাতেই গাইঘাটা থানায় অভিযোগ করতে আসে নির্যাতিতার পরিবার । সঙ্গে ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বিজেপি কর্মীরা । পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ।

নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা বিজেপি করেন । ছেলেটির পিসি তৃণমূলের নেত্রী । তাঁর নাম করে অভিযুক্ত তাঁদের ভয় দেখাত । পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে রাতেই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ।

গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘ঘটনার খবর শুনে আমি থানায় এসেছে । পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে । কোনও রং না-দেখে পুলিশকে তদন্ত করতে বলেছি । অভিযুক্তকে শাস্তি দিতে হবে ।’’

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের পক্ষ থেকে পরিবারকে কোনও রকম ভয় দেখানো হয়নি । বিজেপির পক্ষ থেকে বানিয়ে মিথ্যা কথা বলছে । অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । আইন আইনের মতো চলবে । পিসি তৃণমূল নেত্রী হলেও তৃণমূল এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি । করবেও না ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.