ETV Bharat / state

তৃণমূল নেতার বউদি ও ভাইঝিকে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার - Islampur Molestation Case - ISLAMPUR MOLESTATION CASE

Woman and Minor Daughter Molested: তৃণমূল নেতার বউদি ও ভাইঝিকে শ্লীলতাহানি অভিযোগ ৷ গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ৷ 10 দিন আগে শ্লীলতাহানির ঘটনা ঘটলে এতদিন পরে কেন অভিযোগ দায়ের, সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷

Woman and Minor Daughter Molested
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 5:36 PM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বউদি ও ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে । পাশাপাশি নির্যাতিতাকে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা আদায়েরও অভিযোগ রয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ নাজমুল । ঘটনাটি ঘটেছে প্রায় 10 দিন আগে । এতদিন পরে কেন থানায় অভিযোগ দায়ের করা হল সেই বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ । মঙ্গলবার ধৃত সিভিক ভলান্টিয়ারকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে । তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, "দিন দশেক আগে ইসলামপুর পুলিশ জেলার অধীনস্ত সিভিক ভলেন্টিয়ার এক মহিলার কাছ থেকে জোর করে লক্ষাধিক টাকা আদায় করে ৷ এমনটাই সোমবার আমাদের কাছে অভিযোগ করেন এক মহিলা ৷ তিনি আরও অভিযোগ করেন, ওই সিভিক ভলান্টিয়ার টাকা নেওয়ার পাশাপাশি মহিলা ও তাঁর নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করেছে । পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে ৷ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে । ধৃত সিভিক ভলান্টিয়ার মহম্মদ নাজমুলকে আমরা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করব ৷"

উল্লেখ্য, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর ইসলামপুরের ঘটনায় ফের সিভিক ভলান্টিয়ারের নাম জড়ানোর চাঞ্চল্য ছড়িয়েছে ৷ প্রায় 10 দিন আগে এই ঘটনা ঘটলেও কিশোরীর পরিবার পুলিশের কাছে কেন অভিযোগ করেনি, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বউদি ও ভাইঝিকে শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে । পাশাপাশি নির্যাতিতাকে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা আদায়েরও অভিযোগ রয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ নাজমুল । ঘটনাটি ঘটেছে প্রায় 10 দিন আগে । এতদিন পরে কেন থানায় অভিযোগ দায়ের করা হল সেই বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ । মঙ্গলবার ধৃত সিভিক ভলান্টিয়ারকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে । তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, "দিন দশেক আগে ইসলামপুর পুলিশ জেলার অধীনস্ত সিভিক ভলেন্টিয়ার এক মহিলার কাছ থেকে জোর করে লক্ষাধিক টাকা আদায় করে ৷ এমনটাই সোমবার আমাদের কাছে অভিযোগ করেন এক মহিলা ৷ তিনি আরও অভিযোগ করেন, ওই সিভিক ভলান্টিয়ার টাকা নেওয়ার পাশাপাশি মহিলা ও তাঁর নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করেছে । পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে ৷ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে । ধৃত সিভিক ভলান্টিয়ার মহম্মদ নাজমুলকে আমরা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করব ৷"

উল্লেখ্য, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর ইসলামপুরের ঘটনায় ফের সিভিক ভলান্টিয়ারের নাম জড়ানোর চাঞ্চল্য ছড়িয়েছে ৷ প্রায় 10 দিন আগে এই ঘটনা ঘটলেও কিশোরীর পরিবার পুলিশের কাছে কেন অভিযোগ করেনি, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.