ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে কলকাতায় কৃষক-শ্রমিক-খেতমজুর মিছিল

CITU Trade Union Rally: মঙ্গলবার কলকাতায় একাধিক দাবি নিয়ে মিছিল করলেন কৃষক, শ্রমিক ও খেতমজুররা ৷ মিছিল লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয় বিকেল সাড়ে 5টা নাগাদ ৷ সন্ধ্যা 6টা নাগাদ কলেজ স্কোয়ারে শেষ হয় মিছিল ৷

CITU Trade Union Rally
CITU Trade Union Rally
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:15 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: একাধিক দাবিতে কলকাতায় কৃষক, শ্রমিক ও খেতমজুররা মিছিল করলেন । সেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন আয়োজকরা ৷ পরে অবশ্য মিছিল নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় ৷ আর যেখানে শেষ হওয়ার কথা ছিল, সেখানেই শেষ হয় ৷

মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং খেতমজুর নেতা নিরাপদ সরদারের মুক্তি ও মুর্শিদাবাদে আইন অমান্যের সময় আটক হওয়া সিপিএম কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে । তাতে বাধ সাধে কলকাতা পুলিশ । ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের ।

পুলিশের বক্তব্য ছিল, মিছিল লেনিন মূর্তির পিছনে ট্রাম ডিপোতে শেষ করতে হবে । কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়া যাবে না । কিন্তু কৃষক-শ্রমিক-খেতমজুর নেতারা পালটা দাবি তোলেন, আগে থেকে তা জানানো উচিত ছিল । মিছিলের বিষয়ে আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল । ফলে মিছিল হবে । এরপরে দু'পক্ষের দীর্ঘ বাদানুবাদে পুলিশ মিছিলের অনুমতি দিতে বাধ্য হয় বলে আন্দোলকারীদের দাবি । বিকেল সাড়ে পাঁচটার পরে মিছিল ধর্মতলা লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যায় । 6টা 10 মিনিট নাগাদ মিছিল শেষ হয় ।

সিটু নেতা অনাদি সাহু বলেন, "গত 13 ফেব্রুয়ারি বহরমপুরে শ্রমিক-কৃষক খেতমজুরদের উপর পুলিশের বর্বর আক্রমণে নিহত আনারুল ইসলামের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে । সন্দেশখালিতে মহিলাদের উপর বর্বর পাশবিক অত্যাচার, কৃষকদের জমি দখল ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত সমস্ত দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে । কৃষক-খেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।’’

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে পুলিশের গাফিলতির কথা মানলেন ডিজি, দাবি রেখা শর্মার
  2. সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের
  3. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 20 ফেব্রুয়ারি: একাধিক দাবিতে কলকাতায় কৃষক, শ্রমিক ও খেতমজুররা মিছিল করলেন । সেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন আয়োজকরা ৷ পরে অবশ্য মিছিল নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় ৷ আর যেখানে শেষ হওয়ার কথা ছিল, সেখানেই শেষ হয় ৷

মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং খেতমজুর নেতা নিরাপদ সরদারের মুক্তি ও মুর্শিদাবাদে আইন অমান্যের সময় আটক হওয়া সিপিএম কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে । তাতে বাধ সাধে কলকাতা পুলিশ । ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের ।

পুলিশের বক্তব্য ছিল, মিছিল লেনিন মূর্তির পিছনে ট্রাম ডিপোতে শেষ করতে হবে । কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়া যাবে না । কিন্তু কৃষক-শ্রমিক-খেতমজুর নেতারা পালটা দাবি তোলেন, আগে থেকে তা জানানো উচিত ছিল । মিছিলের বিষয়ে আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল । ফলে মিছিল হবে । এরপরে দু'পক্ষের দীর্ঘ বাদানুবাদে পুলিশ মিছিলের অনুমতি দিতে বাধ্য হয় বলে আন্দোলকারীদের দাবি । বিকেল সাড়ে পাঁচটার পরে মিছিল ধর্মতলা লেনিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যায় । 6টা 10 মিনিট নাগাদ মিছিল শেষ হয় ।

সিটু নেতা অনাদি সাহু বলেন, "গত 13 ফেব্রুয়ারি বহরমপুরে শ্রমিক-কৃষক খেতমজুরদের উপর পুলিশের বর্বর আক্রমণে নিহত আনারুল ইসলামের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত করতে হবে ও ক্ষতিপূরণ দিতে হবে । সন্দেশখালিতে মহিলাদের উপর বর্বর পাশবিক অত্যাচার, কৃষকদের জমি দখল ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত সমস্ত দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে । কৃষক-খেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।’’

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে পুলিশের গাফিলতির কথা মানলেন ডিজি, দাবি রেখা শর্মার
  2. সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের
  3. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.