দুর্গাপুর, 11 অগস্ট: আসানসোল ও দুর্গাপুর মহকুমায় কয়লাঞ্চল থেকে কয়লা লুঠের ঘটনা আজ নতুন নয় ৷ কিন্তু বেআইনি কয়লা পাচারের নতুন পদ্ধতি ধরে ফেলল সিআইএসএফ ৷ দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার কালিপুর গ্রামে সিআইএসএফের অভিযানে ধরা পড়ল দু'টি বেআইনি কয়লা বোঝাই মারুতি ভ্যান ৷ পলাতক গাড়ির চালকরা ৷
বিগত বেশ কয়েক দশক আগে ধরে আসানসোল ও দুর্গাপুরের কয়লা অঞ্চলে বেআইনি কয়লা কারবারের রমরমা ৷ বাম সরকারের সময়কালে এই শিল্পাঞ্চলে কয়লার সিন্ডিকেট গড়ে উঠেছিল ৷ বেআইনি কয়লা কারবারে চালু হয়েছিল প্যাড সিস্টেম ৷ আসানসোল ও দুর্গাপুর থেকে কয়লা দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যেত ৷ পুলিশের সাথে যোগসাজশে সেই বেআইনি কয়লা পাচার হত বলে অভিযোগ ওঠে ৷
রাজনৈতিক পালা বদলের পর নয়া সরকারের আমলে কয়েক বছর বেআইনি কয়লা কারবারে লাগাম পরানো গিয়েছিল ৷ কিন্তু তারপর ফের আবার কয়লা মাফিয়ারা সক্রিয় হয়ে ওঠে বেআইনি কয়লা পাচার নিয়ে ৷ সিবিআই তদন্ত শুরু হয় ৷ ইসিএল-এর বেশ কয়েকজন আধিকারিক, পুলিশ আধিকারিক গ্রেপ্তার হন ৷ বেআইনি কয়লা কারবারের কিং পিন হিসাবে অনুপ মাঝি ওরফে লালার নাম উঠে আসে ৷ আসানসোল সিবিআই আদালতে সেই মামলা এখনও বিচারাধীন ৷
কয়লার কালো দাগে কলঙ্কিত হতে হয়েছে বর্তমান শাসক দলের হেভিওয়েট নেতাদের ৷ কিন্তু প্রশ্ন উঠছে কয়লার বেআইনি কারবার কি বন্ধ হয়ে গিয়েছে ? উত্তর না ৷ রবিবার ফের আরও একবার প্রমাণিত হল বেআইনি কয়লা কারবার নির্মূল হয়নি ৷ দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার কালিপুর গ্রামে সিআইএসএফ বাহিনী অভিযান চালিয়ে ধরে ফেলে দু'টি বেআইনি কয়লা বোঝাই মারুতি ওমনি গাড়ি ৷
আগে ডাম্পার, ট্রাক, ট্রলারগুলিতে বেআইনি কয়লা পাচার হত ৷ কিন্তু মারুতি ভ্যানে কয়লা পাচারের ঘটনা এর আগে দেখা যায়নি ৷ তাহলে কি কয়লা মাফিয়ারা ফের সক্রিয় হয়ে উঠল দুর্গাপুরে ? এই কয়লা যাচ্ছিল কোথায় ? কারা নিয়ে যাচ্ছিল এই বেআইনি কয়লা ?
বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, "বেআইনি কয়লা কারবার যে বন্ধ হয়নি এবং পুলিশের নাকের ডগায় যে কয়লা কারবার চলছে, এই ঘটনা তা প্রমাণ করে ৷ পুলিশ কিন্তু গাড়ি দু'টিকে আটক করেনি ৷ সিআইএসএফ বাহিনীকে অভিযান চালাতে হয়েছে ৷" অর্থাৎ বিজেপির পক্ষ থেকে পুলিশের সঙ্গে কয়লা মাফিয়াদের এখনও যে গোপন আঁতাঁত রয়েছে, এমন অভিযোগ উঠছে ৷ পালটা শাসক দলের নেতা সুজিত মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করে বলেন, "তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী, আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বেআইনি কয়লা কারবারকে মেনে নেবে না ৷"