ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের আত্মহত্যা - CISF jawan dies by suicide - CISF JAWAN DIES BY SUICIDE

CISF jawan dies by suicide: নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন সিআইএসএফ জওয়ান ৷ তিনি কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷

ETV Bharat
কলকাতা বিমানবন্দরে আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:50 AM IST

Updated : Mar 28, 2024, 10:19 AM IST

কলকাতা, 28 মার্চ: নিজের কাছে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক সিআইএসএফ জওয়ান ৷ বৃহস্পতিবার ভোর 5.30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ান কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের 5 নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ ওই জওয়ানের নাম সি বিষ্ণু ৷

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁর কপালে গুলি লেগেছিল ৷ আজ সকাল 8টা নাগাদ তাঁর অস্ত্রোপচারের কথা ছিল ৷ কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷

এদিন ভোর সাড়ে পাঁচটার সময় হঠাৎ বিমানবন্দরের 5 নম্বর গেটে গুলির আওয়াজ শোনা যায় ৷ তাতেই কাছাকাছি থাকা সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হন ৷ এরপরই দেখা যায় 5 নম্বর গেটে যে টাওয়ার আছে, সেখানে গুলির আওয়াজ হয়েছে ৷

এরপর অন্য কর্মীরা ছুটে টাওয়ারের উপর ওঠেন ৷ ততক্ষণে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএসএফ জওয়ান ৷ নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি ৷ জওয়ানের নাম শ্রীবিষ্ণু ৷ পরে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ ৷ ঠিক কী কারণে আত্মহত্যা করলেন ওই জওয়ান, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 2022 সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান ৷

এর আগে ফেব্রুয়ারি মাসে আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলে আত্মহত্যা করে এক কনস্টেবল ৷ তাঁর নাম জয়ন্ত সরকার (28) ৷ তিনি নিজের সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন ৷ তিনি পিটিএসের ভিতরে কমব্যাট ব্যাটেলিয়নে পোস্টিং ছিলেন ৷

ফেব্রুয়ারি মাসে আরও এক কনস্টেবল আত্মঘাতী হন ৷ বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি আবাসনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন কলকাতা পুলিশের কনস্টেবল ৷ তদন্ত নেমে পুলিশ জানতে পারে পুলক ব্যাপারী নামে ওই কনস্টেবল আত্মঘাতী হওয়ার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন না ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটে টিকিট না-পেয়ে আত্মহত্যা ইরোদের সাংসদ গণেশমূর্তির
  2. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ

কলকাতা, 28 মার্চ: নিজের কাছে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক সিআইএসএফ জওয়ান ৷ বৃহস্পতিবার ভোর 5.30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ান কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের 5 নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ ওই জওয়ানের নাম সি বিষ্ণু ৷

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁর কপালে গুলি লেগেছিল ৷ আজ সকাল 8টা নাগাদ তাঁর অস্ত্রোপচারের কথা ছিল ৷ কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷

এদিন ভোর সাড়ে পাঁচটার সময় হঠাৎ বিমানবন্দরের 5 নম্বর গেটে গুলির আওয়াজ শোনা যায় ৷ তাতেই কাছাকাছি থাকা সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হন ৷ এরপরই দেখা যায় 5 নম্বর গেটে যে টাওয়ার আছে, সেখানে গুলির আওয়াজ হয়েছে ৷

এরপর অন্য কর্মীরা ছুটে টাওয়ারের উপর ওঠেন ৷ ততক্ষণে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএসএফ জওয়ান ৷ নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি ৷ জওয়ানের নাম শ্রীবিষ্ণু ৷ পরে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ ৷ ঠিক কী কারণে আত্মহত্যা করলেন ওই জওয়ান, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 2022 সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান ৷

এর আগে ফেব্রুয়ারি মাসে আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলে আত্মহত্যা করে এক কনস্টেবল ৷ তাঁর নাম জয়ন্ত সরকার (28) ৷ তিনি নিজের সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন ৷ তিনি পিটিএসের ভিতরে কমব্যাট ব্যাটেলিয়নে পোস্টিং ছিলেন ৷

ফেব্রুয়ারি মাসে আরও এক কনস্টেবল আত্মঘাতী হন ৷ বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি আবাসনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন কলকাতা পুলিশের কনস্টেবল ৷ তদন্ত নেমে পুলিশ জানতে পারে পুলক ব্যাপারী নামে ওই কনস্টেবল আত্মঘাতী হওয়ার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন না ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটে টিকিট না-পেয়ে আত্মহত্যা ইরোদের সাংসদ গণেশমূর্তির
  2. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ
Last Updated : Mar 28, 2024, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.