কলকাতা, 5 জুন: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুন কাণ্ডে এবার তাঁর দেহাংশ খুঁজে বের করার জন্য মরিয়া চেষ্টা শুরু রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের। কলকাতা রিভার ট্রাফিক পুলিশের সাহায্য চাইল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তথা সিআইডি । ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়ে লালবাজারের সঙ্গে তাদের কথা হয়েছে ।
ঘটনার ধৃত জিহাদ হাওলাদারকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশের সাংসদের দেহ খন্ড খন্ড করে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে । পাশাপাশি বাকি দেহাংশ অন্যত্র নদীতে ফেলা হয়েছে । কলকাতা পুলিশের হাতে রিভার ট্রাফিক পুলিশ রয়েছে । তাই দেহাংশ পেতে তাদের সাহায্য চাইল সিআইডি ৷
নিউটাউনের সেপটিক ট্যাঙ্কে মিলল চার কেজি টুকরো মাংস, চুল; বাংলাদেশি সাংসদের দেহাংশ ?
ইতিমধ্যেই সিআইডির একটি দল নেপালে পৌঁছেছে পলাতক অভিযুক্তের খোঁজে । এছাড়াও বাংলাদেশের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছে । গত মে মাসে চিকিৎসা করাতে এসে কলকাতা থেকে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম । তিনি উত্তর 24 পরগনার থানার অন্তর্গত তাঁর এক পরিচিতদের বাড়িতে উঠেছিলেন । তিনি আচমকা এই নিখোঁজ হয়ে যাওয়ার পর স্থানীয় বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করা হয় । পরে জানা যায়, সাংসদ নিউটাউনের একটি ফ্ল্যাটে উঠেছিলেন । সেখানেই তাঁকে হত্যা করা হয় এবং দেহ টুকরো টুকরো করে অন্যত্র পাচার করে দেওয়া হয় । এই ঘটনায় যুক্ত সন্দেহে এক মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ । পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে ধরা পড়ে জিহাদ হাওলাদার ।