কলকাতা, 8 জুন: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় তদন্তে নেমে এবার গ্রেফতার হওয়া সিয়ামকে নিজেদের হেফাজতে পেল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ভবানী ভবন সূত্রের খবর, খুব তাড়াতাড়িই সিয়ামকে কলকাতায় নিয়ে আসা হবে। জানা গিয়েছে, প্রথমে তাঁকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতর ভবানী ভবনে নিয়ে আসা হবে। পরে তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন সিআইডি আধিকারিকরা।
নামপ্রকাশে অনিচ্ছুক সিআইডি'র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বাংলাদেশ এমপি আনোয়ারুল আজিমকে কীভাবে খুন করা হয়েছিল এবং কোথায় কোথায় তাঁর দেহাংশ ফেলে দেওয়া হয়েছিল, তা নিখুঁতভাবে জানার চেষ্টা করা হবে।"
শুক্রবারই সিয়ামকে নেপাল থেকে গ্রেফতার করা হয়েছে। পরে নেপাল পুলিশের তরফে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ পুলিশ কথা বলে এই রাজ্যের গোয়েন্দাদের সঙ্গে। যেহেতু ঘটনাটি কলকাতাতে ঘটেছে ফলে প্রাথমিকভাবে এই রাজ্যের গোয়েন্দারাই ঘটনার প্রথমিক তদন্ত করবেন বলে জানা গিয়েছে। যে কারণে সিয়ামকে নিজেদের হেফাজতে পেয়েছেন সিআইডির আধিকারিকরা।
কলকাতায় চিকিৎসা করাতে এসে গত মাসে আচমকাই নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। পরে তদন্তে নেমে জানা যায়, নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় জিহাদ নামে এক কসাইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ। পরে বাংলাদেশ পুলিশের হাতেও বেশ কয়েকজন গ্রেফতার হয়। ঘটনাস্থলে হাজির থাকা বেপাত্তা সিয়ামের খোঁজ শুরু করে সিআইডি'র গোয়েন্দারা। জানা যায়, গোটা ঘটনাটি ঘটানোর পর নেপালে পালিয়ে যান তিনি। গতকাল নেপাল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ যেহেতু খুনের ঘটve কলকাতায় ঘটেছে, তাই এখানকার গোয়েন্দা বিভাগ তদন্ত করছে বলে জানা গিয়েছে ৷