ভাটপাড়া, 14 নভেম্বর: রাশিয়া থেকে আনা রাসায়নিক পদার্থ তাঁর সামনে স্প্রে করা হতে পারে । আর তাতেই তিন থেকে চার মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হতে পারে তাঁর । সিআইডি-র তলবে বৃহস্পতিবার ভবানী ভবনে ঢোকার আগে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ।
তিনি আজ বলেন, "তদন্তের নামে আমাকে ডেকে এনে খুন করার ষড়যন্ত্র করছে তৃণমূল সরকার ৷ এর জন্য রাশিয়া থেকে বিশেষ এক ধরনের রাসায়নিক আনা হয়েছে ।" মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের আরও চার নেতাকে মেরে ফেলার চক্রান্ত করেছে বলেও অভিযোগ করেন অর্জুন ।
ভাটপাড়া পুরসভার চার কোটির টেন্ডার দুর্নীতি মামলায় বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি । তার বিরোধিতা করে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ । যদিও হাইকোর্ট রক্ষাকবচ দেয়নি অর্জুন সিংকে । বরং সিআইডি'র মুখোমুখি হয়ে তাতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে । হাইকোর্টের সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে ভাটপাড়ার মজদুর ভবনের বাড়ি থেকে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ । তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিআইডি'র এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সরব হন । তোলেন চাঞ্চল্যকর অভিযোগ ।
তাঁর কথায়, "2020 সালের একটি মিথ্যা মামলায় আমাকে হেনস্থা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার । এই সরকারের বিরোধিতা যেই-ই করবে, তাঁকেই মিথ্যা মামলায় ফাঁসানো হবে । এটা নিয়ে টার্গেট করা হচ্ছে আমাকে । এই দস্তুরই এখন চলছে এরাজ্যে ! আমি নাকি 4 কোটির দুর্নীতির সঙ্গে জড়িত ! এটা কেউ বিশ্বাসই করবে না । 400 কোটি অথবা 500 কিংবা হাজার কোটির দুর্নীতির কথা বললে বুঝতাম । আমি ও আমার সহযোগী কোম্পানির শ্রমিকদের পারিশ্রমিক বাবদ মাসে 10 কোটি টাকা খরচ হয় । সেখানে 4 কোটির দুর্নীতির অভিযোগে আমাকে ডাকা হচ্ছে ! তার মানে কিছু না কিছু গলদ রয়েছে ।"
কিন্তু, ফাঁসানোর কারণ কী ? তার ব্যাখা দিতে গিয়ে অর্জুন বলেন, "আমাকে এবং শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে তৃণমূল কংগ্রেস । সেই কারণে এই চক্রান্ত চলছে ।" এনিয়ে তৃণমূল নেতাদের বিদেশে টাকা পাচারের প্রসঙ্গও টেনে এনেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ।
তাঁর মতে,"তৃণমূল নেতারা বিদেশে টাকা পাচার করতে রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট হায়ার করছেন । সেই তথ্য ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে ।সেই রাশিয়া থেকেই বিশেষ এক ধরনের রাসায়নিক আনা হয়েছে বিজেপির কয়েকজন নেতাকে মারার জন্য । বিশ্বস্ত সূত্রে সেই খবর এসেছে আমার কানে । এটি হল এক ধরনের বিষ ! সেই বিষ কোনওভাবে আপনার সংস্পর্শে এলে তিন থেকে ছ'মাসের মধ্যে মাল্টি অরগান ফেলিওর হয়ে যাবে ।আপনি নিজেও বুঝতে পারবেন না । তারই ষড়যন্ত্র করা হয়েছে আমাক মেরে ফেলার জন্য ।"
অন্যদিকে, সিআইডি'র মুখোমুখি হওয়ার পর এই ধরনের মাল্টি অরগান ফেলিওরের মতো কোনও ঘটনা ঘটলে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গোয়েন্দা সংস্থা দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতা অর্জুন সিং ।