ETV Bharat / state

জেসিবি'র পুলিশি হেফাজতের পরই চোপড়ার আইসি'কে শো-কজ - CHOPRA INCIDENT

CHOPRA IC SHOW-CAUSED: চোপড়ার ঘটনায় গ্রেফতার জেসিবি'কে সোমবার 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ আর এরপরই চোপড়া থানার আইসি অমরেশ সিংহকে শো-কজ করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ৷ সোশাল মিডিয়া পোস্টে সে কথা জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 7:48 PM IST

Updated : Jul 1, 2024, 8:27 PM IST

রায়গঞ্জ, 1 জুলাই: পরকীয়ার অভিযোগে সালিশি সভার নামে যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় শিরোনামে উত্তর দিনাজপুরের চোপড়া ৷ এহেন বর্বরতার ঘটনায় অভিযুক্ত তাজেমুল হক ওরফে জেসিবি শাসকদলের বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ ঘটনায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে ৷ আর সোমবার আদালতে তোলা হলে বিধায়ক-ঘনিষ্ঠ জেসিবি'কে সোমবার 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ আর এরপরই শো-কজ করা হল চোপড়া থানার আইসি অমরেশ সিংহ'কে ৷

রবিবার সোশাল মিডিয়ায় যুগলকে মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তায় ফেলে বাঁশ জাতীয় কিছু দিয়ে ক্রমাগত প্রহার করে যাচ্ছেন এক যুগলকে ৷ প্রচুর মানুষ ঘিরে ধরে সেই ঘটনার সাক্ষী হলেও প্রতিবাদ করতে উদ্যত হননি কেউই ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই যদিও তাজেমুলকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও ততক্ষণে ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দেশজুড়ে ৷ যদিও ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিরোধীরা ৷ এরইমধ্যে আইসি অমরেশ সিংহ'কে শো-কজ করা হল প্রশাসনের তরফে ৷

সোশাল মিডিয়া পোস্টে বিরোধীদের দাবি ঝেড়ে ফেল রাজ্য পুলিশের তরফে জানানো হয়, ঘটনার খবরল পেয়ে দ্রুত পুলিশ পদক্ষেপ করেছে এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এমনকী নির্যাতিত যুগলকে পুলিশি নিরাপত্তার কথা জানিয়ে আইসি'কে শো-কজ করার কথা জানানো হয়েছে ৷

সোমবার চোপড়াকাণ্ডের আঁচ গিয়ে পড়ে সংসদেও ৷ সরব হন বিজেপি সাংসদেরা ৷ এরপর আইসি'কে শো-কজ করে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। সোমবার তাজেমুলকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় চোপড়া থানা পুলিশের তরফে । কিন্তু পরিবর্তে 5 দিনের হেফাজত দেওয়া হয়েছে অভিযুক্তকে।

রায়গঞ্জ, 1 জুলাই: পরকীয়ার অভিযোগে সালিশি সভার নামে যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় শিরোনামে উত্তর দিনাজপুরের চোপড়া ৷ এহেন বর্বরতার ঘটনায় অভিযুক্ত তাজেমুল হক ওরফে জেসিবি শাসকদলের বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ ঘটনায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে ৷ আর সোমবার আদালতে তোলা হলে বিধায়ক-ঘনিষ্ঠ জেসিবি'কে সোমবার 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷ আর এরপরই শো-কজ করা হল চোপড়া থানার আইসি অমরেশ সিংহ'কে ৷

রবিবার সোশাল মিডিয়ায় যুগলকে মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তায় ফেলে বাঁশ জাতীয় কিছু দিয়ে ক্রমাগত প্রহার করে যাচ্ছেন এক যুগলকে ৷ প্রচুর মানুষ ঘিরে ধরে সেই ঘটনার সাক্ষী হলেও প্রতিবাদ করতে উদ্যত হননি কেউই ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই যদিও তাজেমুলকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও ততক্ষণে ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দেশজুড়ে ৷ যদিও ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিরোধীরা ৷ এরইমধ্যে আইসি অমরেশ সিংহ'কে শো-কজ করা হল প্রশাসনের তরফে ৷

সোশাল মিডিয়া পোস্টে বিরোধীদের দাবি ঝেড়ে ফেল রাজ্য পুলিশের তরফে জানানো হয়, ঘটনার খবরল পেয়ে দ্রুত পুলিশ পদক্ষেপ করেছে এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এমনকী নির্যাতিত যুগলকে পুলিশি নিরাপত্তার কথা জানিয়ে আইসি'কে শো-কজ করার কথা জানানো হয়েছে ৷

সোমবার চোপড়াকাণ্ডের আঁচ গিয়ে পড়ে সংসদেও ৷ সরব হন বিজেপি সাংসদেরা ৷ এরপর আইসি'কে শো-কজ করে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। সোমবার তাজেমুলকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় চোপড়া থানা পুলিশের তরফে । কিন্তু পরিবর্তে 5 দিনের হেফাজত দেওয়া হয়েছে অভিযুক্তকে।

Last Updated : Jul 1, 2024, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.