কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের চোর চোর স্লোগান তুলল বিজেপি । এই ঘটনার নিন্দা করে সরব হয়েছে শাসকদল ৷
বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় ডিএ ঘোষণা নিয়ে বিধানসভার সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান । সবুজ আবির মেখে তাঁরা মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন । পুলিশের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে একটি নির্দিষ্ট ব্যারিকেড করে দেওয়া হয় । আর তাতে আটকে পড়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি । এই অবস্থায় মুখ্যমন্ত্রী যখন ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি বলেন, "বিধানসভায় আমরা সকলেই এক । মহিলা বিধায়কের গাড়ি কেন আটকানো হয়েছে । এটা কি কলকাতা পুলিশের জমিদারি নাকি । আপনারা ভবিষ্যতে এই রকম করবেন না । আমরা সকলেই এক । আপনারা আমাদের মনোনীত করেননি, আমরা জনগণের দ্বারা নির্বাচিত । অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানো হয়েছে কোন হরিদাস পালকে পাস করানোর জন্য । বলে দিলাম, দ্বিতীয় দিন যেন এমন না হয় ।"
বিরোধী দলনেতা যখন এসব বলছেন তখনই সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর গাড়িকে লক্ষ্য করে তখন চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । এই ঘটনার নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, "বিজেপি বিধায়কদের ন্যূনতম সৌজন্যবোধ নেই । আর সেই জায়গা থেকেই এ সব করা হচ্ছে ।" যদিও গেরুয়া শিবিরের বক্তব্য, বিজেপি বিধায়কের গাড়ি আটকানোর কারণেই এই ঘটনা ঘটেছে ।
প্রসঙ্গত, এবারই প্রথম নয় ৷ এর আগেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ধরনা চলাকালীন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়েছিল বিজেপি । তারপর এই নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি । এ দিন আরও একবার বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিলেন ৷
আরও পড়ুন: