ETV Bharat / state

ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্ধ স্কুল, বুধ থেকে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ - CYCLONE DANA

ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় 7টি জেলায় 23 থেকে 26 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে ।

mamata-banerjee
ঘূর্ণিঝড় রুখতে একগুচ্ছ পদক্ষেপ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 5:26 PM IST

কলকাতা, 22 অক্টোবর: ঘূর্ণিঝড়া দানার মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, 7টি জেলায় 23 থেকে 26 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে । কলেজের পঠনপাঠনও বন্ধ রাখা হবে । পাশাপাশি বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্রগুলিও । পাশাপাশি বুধবার থেকেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।

মমতা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষতি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা হাওড়া-হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের । এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে দমকা হাওয়া বইবে। মমতা জানান, ঘূর্ণিঝড় রুখতে আগাম প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই এনডিআরএফ থেকে শুরু করে এসডিআরএফ, কোস্ট গার্ড এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই সমস্ত কন্ট্রোল রুম 24 ঘণ্টা কাজ করছে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে । পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

mamata-banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন (ইটিভি ভারত)

এরই মধ্যে 24 অক্টোবর বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠক নিয়েও বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন মমতা। রাজ্যের যে সমস্ত জেলায় দুর্যোগের আশঙ্কা বেশি সেখানকার মন্ত্রীদের বৈঠকে আসতে বারণ করা হয়েছে। তাঁরা নিজেদের এলাকায় থাকবেন। পরিস্থিতির মোকাবিলা করবেন। বাকিরা আসবেন বৈঠকে। কোনও এলাকায় আচকমা প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁকেও এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় যে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে। ত্রাণের যে যে প্রয়োজনীয় জিনিস মজিদ রাখার প্রয়োজন তা রয়েছে বলছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই জেলাগুলিতে গিয়ে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা সক্রিয় থাকবেন রাজ্যের একাধিক সরকারি আমলাও।

কোন জেলার দায়িত্বে কে?

  • সেচ সচিব মনীশ জৈনকে দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব
  • রাজেশ কুমার সিনহাকে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনার দায়িত্ব
  • রাজেশ পান্ডেকে দেওয়া হয়েছে হাওড়া জেলার দায়িত্ব।
  • সুরিন্দার গুপ্ত পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন
  • পূর্ব মেদিনীপুরের দায়িত্বে পারভেজ আহমেদ সিদ্দিকী
  • হুগলির দায়িত্বে রয়েছেন ওমকার সিং মিনা
  • ঝাড়গ্রামের দায়িত্বে থাকবেন ডক্টর সৌমিত্র মোহন
  • অবনীন্দ্র সিং থাকবেন বাঁকুড়ার দায়িত্বে

এদিকে কলকাতা পুরনিগম সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'দানা'র দাপটে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতায়। প্রবল বেগে বইতে পারে বাতাস। বিপদ এড়াতে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুরসভা। বিভিন্ন রাস্তার মোড়ে থাকা সুউচ্চ বাতিস্তম্ভ নামিয়ে ফেলার কাজ চলছে।

  • ঘূর্ণিঝড় 'দানা'র আতঙ্কে সুন্দরবন, উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী

কলকাতা, 22 অক্টোবর: ঘূর্ণিঝড়া দানার মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, 7টি জেলায় 23 থেকে 26 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে । কলেজের পঠনপাঠনও বন্ধ রাখা হবে । পাশাপাশি বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্রগুলিও । পাশাপাশি বুধবার থেকেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।

মমতা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষতি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা হাওড়া-হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের । এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে দমকা হাওয়া বইবে। মমতা জানান, ঘূর্ণিঝড় রুখতে আগাম প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই এনডিআরএফ থেকে শুরু করে এসডিআরএফ, কোস্ট গার্ড এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই সমস্ত কন্ট্রোল রুম 24 ঘণ্টা কাজ করছে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে । পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

mamata-banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন (ইটিভি ভারত)

এরই মধ্যে 24 অক্টোবর বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠক নিয়েও বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন মমতা। রাজ্যের যে সমস্ত জেলায় দুর্যোগের আশঙ্কা বেশি সেখানকার মন্ত্রীদের বৈঠকে আসতে বারণ করা হয়েছে। তাঁরা নিজেদের এলাকায় থাকবেন। পরিস্থিতির মোকাবিলা করবেন। বাকিরা আসবেন বৈঠকে। কোনও এলাকায় আচকমা প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁকেও এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় যে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে। ত্রাণের যে যে প্রয়োজনীয় জিনিস মজিদ রাখার প্রয়োজন তা রয়েছে বলছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই জেলাগুলিতে গিয়ে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা সক্রিয় থাকবেন রাজ্যের একাধিক সরকারি আমলাও।

কোন জেলার দায়িত্বে কে?

  • সেচ সচিব মনীশ জৈনকে দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব
  • রাজেশ কুমার সিনহাকে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনার দায়িত্ব
  • রাজেশ পান্ডেকে দেওয়া হয়েছে হাওড়া জেলার দায়িত্ব।
  • সুরিন্দার গুপ্ত পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন
  • পূর্ব মেদিনীপুরের দায়িত্বে পারভেজ আহমেদ সিদ্দিকী
  • হুগলির দায়িত্বে রয়েছেন ওমকার সিং মিনা
  • ঝাড়গ্রামের দায়িত্বে থাকবেন ডক্টর সৌমিত্র মোহন
  • অবনীন্দ্র সিং থাকবেন বাঁকুড়ার দায়িত্বে

এদিকে কলকাতা পুরনিগম সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'দানা'র দাপটে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতায়। প্রবল বেগে বইতে পারে বাতাস। বিপদ এড়াতে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুরসভা। বিভিন্ন রাস্তার মোড়ে থাকা সুউচ্চ বাতিস্তম্ভ নামিয়ে ফেলার কাজ চলছে।

  • ঘূর্ণিঝড় 'দানা'র আতঙ্কে সুন্দরবন, উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.