ETV Bharat / state

আজই ছুটিতে যান সন্দীপ ঘোষ, নইলে সরে যেতে নির্দেশ দেব: হাইকোর্টের প্রধান বিচারপতি - Kolkata doctor rape and murder - KOLKATA DOCTOR RAPE AND MURDER

Kolkata doctor rape and murder: আরজি কর হাসপাতালের ঘটনায় কড়া সুর প্রধান বিচারপতির গলায় ৷ তিনি সন্দীপ ঘোষকে আজই ছুটিতে চলে যেতে বলেছেন ৷ আর তিনি সেটা না-করলে, প্রধান বিচারপতি তাঁকে সরে যেতে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন ৷

ETV BHARAT
হাইকোর্টের দ্বারস্থ মৃত চিকিৎসক-ছাত্রীর পরিবার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 12:31 PM IST

Updated : Aug 13, 2024, 7:42 PM IST

কলকাতা, 13 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে যেতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এই নিয়ে কড়া অবস্থান নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আজ বিকেল তিনটের মধ্যে স্বেচ্ছায় ছুটিতে না-গেলে, সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেবেন তিনি ৷

আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (নিজস্ব ভিডিয়ো)

আরজি করের ঘটনা নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার । আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছে তারা । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সেই আর্জি গ্রহণ করেছেন । বেলা একটার সময় কেস ডায়রি পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি ।

মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "অধ্যক্ষ গতকাল সকালেই জানান তিনি ইস্তফা দিচ্ছেন । কিন্তু বিকেলের মধ্যে জানা যায়, তাঁকে চিত্তরঞ্জন ন্যাশানল মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে ।" একথা শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তিনি বলেন, "এত দ্রুত তাঁকে কীভাবে নতুন জায়গায় বদলি করা হয় ! এতো তাঁকে পুরস্কৃত করা !"

এরপরই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা পত্র ও তাঁকে নতুন করে অন্য হাসপাতালে বদলির চিঠি আদালতে পেশ করতে বলেন ৷

পুলিশ ডাক্তারি পড়ুয়ার দেহ হাসপাতালের সেমিনার রুমে দেখার পর কেন অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করল, এদিন সেই প্রশ্নও আইনজীবীরা । আর তাতেই ক্ষুব্ধ প্রধান বিচারপতির মন্তব্য, "অধ্যক্ষ কী করছিলেন ? কেন তিনি অভিযোগ জানালেন না ? দেহ তো রাস্তায় পড়েছিল না ?"

এরপরই সন্দীপ ঘোষের প্রতি কড়া অবস্থান নিয়ে প্রধান বিচারপতি বলেন, "অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজই ছুটিতে যান । নইলে আমি নির্দেশ দিয়ে তাঁকে সরে যেতে বলব । তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ?" রাজ্যের তরফে জানানো হয় যে, তা এখনও করা হয়নি ৷ সিসিটিভি ফুটেজ দেখে যাঁদের সন্দেহভাজন বলে মনে হচ্ছে তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি আরজি করের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "গোটা রাজ্যের রোগীরা চিকিৎসা পাচ্ছেন না ৷ এই পরিস্থিতিতে এটা প্রথমেই দেখা দরকার । এটা নিয়ে আদালত উদ্বিগ্ন । কিন্তু নৃশংসভাবে যে মেয়েটির মৃত্যু হয়েছে, এই পরিস্থিতিতে তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা অবশ্যই থাকবে ৷"

কলকাতা, 13 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে যেতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এই নিয়ে কড়া অবস্থান নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আজ বিকেল তিনটের মধ্যে স্বেচ্ছায় ছুটিতে না-গেলে, সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেবেন তিনি ৷

আইনজীবী বিল্বদল ভট্টাচার্য (নিজস্ব ভিডিয়ো)

আরজি করের ঘটনা নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার । আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছে তারা । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সেই আর্জি গ্রহণ করেছেন । বেলা একটার সময় কেস ডায়রি পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি ।

মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "অধ্যক্ষ গতকাল সকালেই জানান তিনি ইস্তফা দিচ্ছেন । কিন্তু বিকেলের মধ্যে জানা যায়, তাঁকে চিত্তরঞ্জন ন্যাশানল মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে ।" একথা শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তিনি বলেন, "এত দ্রুত তাঁকে কীভাবে নতুন জায়গায় বদলি করা হয় ! এতো তাঁকে পুরস্কৃত করা !"

এরপরই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা পত্র ও তাঁকে নতুন করে অন্য হাসপাতালে বদলির চিঠি আদালতে পেশ করতে বলেন ৷

পুলিশ ডাক্তারি পড়ুয়ার দেহ হাসপাতালের সেমিনার রুমে দেখার পর কেন অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করল, এদিন সেই প্রশ্নও আইনজীবীরা । আর তাতেই ক্ষুব্ধ প্রধান বিচারপতির মন্তব্য, "অধ্যক্ষ কী করছিলেন ? কেন তিনি অভিযোগ জানালেন না ? দেহ তো রাস্তায় পড়েছিল না ?"

এরপরই সন্দীপ ঘোষের প্রতি কড়া অবস্থান নিয়ে প্রধান বিচারপতি বলেন, "অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজই ছুটিতে যান । নইলে আমি নির্দেশ দিয়ে তাঁকে সরে যেতে বলব । তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ?" রাজ্যের তরফে জানানো হয় যে, তা এখনও করা হয়নি ৷ সিসিটিভি ফুটেজ দেখে যাঁদের সন্দেহভাজন বলে মনে হচ্ছে তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি আরজি করের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "গোটা রাজ্যের রোগীরা চিকিৎসা পাচ্ছেন না ৷ এই পরিস্থিতিতে এটা প্রথমেই দেখা দরকার । এটা নিয়ে আদালত উদ্বিগ্ন । কিন্তু নৃশংসভাবে যে মেয়েটির মৃত্যু হয়েছে, এই পরিস্থিতিতে তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা অবশ্যই থাকবে ৷"

Last Updated : Aug 13, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.