দাসপুর, 10 সেপ্টেম্বর: স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের চড় স্কুল ছাত্রীকে ৷ কলম কিনে ক্লাসে আসার সময় এই ঘটনা বলে জানিয়েছে ছাত্রী ৷ স্বভাবতই এমন ঘটনায় শোরগোল দাসপুর 1 নং ব্লকের ধরমপুর এলাকায় ৷ চড় মারার পর ছাত্রী স্কুল চত্বরে জ্ঞান হারিয়ে ফেলে ৷ খবর পেতেই স্কুলে পৌঁছয় অভিভাবক ও এলাকার মানুষজন ৷ যদিও ওই শিক্ষকের সাফাই চড় মারা হয়নি, আলতো ভাবে স্পর্শ করা হয়েছে ৷
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নং ব্লকের ধরমপুর এলাকায় ৷ ঘটনাক্রমে জানা যায়, ধরমপুর এলাকার রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী স্কুলের ক্লাসের পর স্কুল চত্বরে থাকা দোকান থেকে কলম কিনতে গিয়েছিল ৷ এরপর কলম কিনে ক্লাস রুমে প্রবেশের সময় বিষয়টি নজরে আসে প্রধান শিক্ষকের ৷
তিনি ওই ছাত্রীকে প্রশ্ন করেন, কেন ছাত্রী বাইরে বেরিয়েছিল ৷ শিক্ষকের প্রশ্নে ওই ছাত্রী জানায়, সে দোকানে কলম কিনতে গিয়েছিল ৷ এরপরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবম শ্রেণির ওই ছাত্রীকে সজোরে চড় কষিয়ে দেয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ঘটনাস্থলেই জ্ঞান হারায় ছাত্রী ৷ এরপর বেশ কিছুক্ষণ স্কুল পড়ুয়ার জ্ঞান ছিল না ৷
পরে চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ এই ঘটনায় খবর পেয়ে স্কুলে আসে ওই ছাত্রীর অভিভাবক থেকে শুরু করে অঞ্চল প্রধান ৷ তারা প্রধান শিক্ষকের কাছ থেকে চড় মারার কারণ জানতে চান ৷ অভিযোগ, এর আগেও এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল ৷ যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্র বলেন, "গালে আলতো করে স্পর্শ করেছি ৷ এই ঘটনার অনেক পরে জ্ঞান হারায় ছাত্রী ৷"