ETV Bharat / state

বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত বিধায়ক, কী জবাব তৃণমূলের? - TMC INNER CONFLICT

তৃণমূলের বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে বিতর্ক ৷ অনুপস্থিত চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া ৷ তাঁর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ বিজেপির ৷

TMC INNER CONFLICT
বিজয়া সম্মেলনীতে গরহাজির বিধায়ক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 5:06 PM IST

চন্দ্রকোনা, 20 অক্টোবর: ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে হাজির সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি-সহ একাধিক নেতৃত্ব ৷ কিন্তু অনুপস্থিত বিধায়ক অরূপ ধাড়া ৷ একটি সূত্রের দাবি তাঁকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি! স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য সেই দাবি খারিজ করে দিয়েছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে কটাক্ষ বিজেপির ৷ পালটা তৃণমূলের দাবি, "কাজে ব্যস্ত ছিলেন জনপ্রতিনিধি ৷" ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাজনীতিতে ৷ যদিও এ ব্যাপারে একাধিকবার চেষ্টাও করে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা য়ায়নি।

কী জবাব তৃণমূলের? (ইটিভি ভারত)

শনিবার বিকেলে চন্দ্রকোনা শহরের টাউন হলে বিজয়া সম্মিলনীর আয়োজন করে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত, জেলার যুব সভাপতি-সহ ব্লকের নেতা-কর্মীরা ।

কিন্তু অনুষ্ঠানে ছিলেন না চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। দলের একাংশের দাবি, আমন্ত্রণ পাননি বিধায়ক ৷ যদিও ব্লক সভাপতি হীরালাল ঘোষ আমন্ত্রণ না করার বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে তিনি বলেন, "দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ৷ সেখানে বিধায়ক-সহ দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন ৷ সেখানেই সকলকে আমন্ত্রণ জানানো হয় ৷ বিধায়ককে ব্যক্তিগতভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিধায়ক নিশ্চয় কোনও কাজে ব্যস্ত আছেন জনপ্রতিনিধি ৷ তাই অংশগ্রহণ করতে পারেননি ৷" "

TMC INNER CONFLICT
তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক (নিজস্ব চিত্র)

চন্দ্রকোনার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, "তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতি এবং তাঁদের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় ৷ এরা একে অপরকে প্রায়ই আক্রমণ করেন ৷ চন্দ্রকোনার মানুষ বিগত কয়েকমাস ধরে এই অশান্তি দেখছে ৷ তাঁদের কাছে বিষয়টি নতুন কিছু নয় ৷" বিজেপি নেতার আরও অভিযোগ, "কাট মানি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই ৷ ক্ষমতা কার হাতে থাকবে ? এই নিয়ে লড়াই চলছে ওঁদের মধ্যে । এই লড়াই নিয়ে আমরা চিন্তিত নই ৷ আমরা চিন্তিত মানুষের স্বার্থ ও অধিকার নিয়ে ।"

আরও পড়ুন:

তৃণমূলের গোষ্ঠীকোন্দল ! এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, মৃত এক কর্মী

দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ঝাঁটা-জুতো নিয়ে পথে তৃণমূল !

চন্দ্রকোনা, 20 অক্টোবর: ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে হাজির সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি-সহ একাধিক নেতৃত্ব ৷ কিন্তু অনুপস্থিত বিধায়ক অরূপ ধাড়া ৷ একটি সূত্রের দাবি তাঁকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি! স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য সেই দাবি খারিজ করে দিয়েছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে কটাক্ষ বিজেপির ৷ পালটা তৃণমূলের দাবি, "কাজে ব্যস্ত ছিলেন জনপ্রতিনিধি ৷" ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাজনীতিতে ৷ যদিও এ ব্যাপারে একাধিকবার চেষ্টাও করে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা য়ায়নি।

কী জবাব তৃণমূলের? (ইটিভি ভারত)

শনিবার বিকেলে চন্দ্রকোনা শহরের টাউন হলে বিজয়া সম্মিলনীর আয়োজন করে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত, জেলার যুব সভাপতি-সহ ব্লকের নেতা-কর্মীরা ।

কিন্তু অনুষ্ঠানে ছিলেন না চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। দলের একাংশের দাবি, আমন্ত্রণ পাননি বিধায়ক ৷ যদিও ব্লক সভাপতি হীরালাল ঘোষ আমন্ত্রণ না করার বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে তিনি বলেন, "দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ৷ সেখানে বিধায়ক-সহ দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন ৷ সেখানেই সকলকে আমন্ত্রণ জানানো হয় ৷ বিধায়ককে ব্যক্তিগতভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিধায়ক নিশ্চয় কোনও কাজে ব্যস্ত আছেন জনপ্রতিনিধি ৷ তাই অংশগ্রহণ করতে পারেননি ৷" "

TMC INNER CONFLICT
তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক (নিজস্ব চিত্র)

চন্দ্রকোনার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, "তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতি এবং তাঁদের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় ৷ এরা একে অপরকে প্রায়ই আক্রমণ করেন ৷ চন্দ্রকোনার মানুষ বিগত কয়েকমাস ধরে এই অশান্তি দেখছে ৷ তাঁদের কাছে বিষয়টি নতুন কিছু নয় ৷" বিজেপি নেতার আরও অভিযোগ, "কাট মানি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই ৷ ক্ষমতা কার হাতে থাকবে ? এই নিয়ে লড়াই চলছে ওঁদের মধ্যে । এই লড়াই নিয়ে আমরা চিন্তিত নই ৷ আমরা চিন্তিত মানুষের স্বার্থ ও অধিকার নিয়ে ।"

আরও পড়ুন:

তৃণমূলের গোষ্ঠীকোন্দল ! এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, মৃত এক কর্মী

দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ঝাঁটা-জুতো নিয়ে পথে তৃণমূল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.