কলকাতা, 28 জুন: লোকসভা নির্বাচনের পর আরও একবার রাজ্যকে টাকা দিল কেন্দ্রীয় সরকার । এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে রাজ্যকে 860 কোটি টাকা দিল কেন্দ্র । মূলত শহুরে নাগরিকদের জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে । আর সে কারণে রাজ্যের নগর উন্নয়ন দফতরের উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার প্রশ্নে সরব রাজ্য় ৷ এমনই আবহে রাজ্যকে নতুন বরাদ্দ দিল কেন্দ্রীয় সরকার ৷
এই স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমেই রাজ্যে শহুরে এবং গ্রামীণ ক্ষেত্রে শৌচালয় তৈরি থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য একাধিক কাজ করে পুরসভাগুলি । এই বরাদ্দ চেয়ে রাজ্যের তরফ থেকে প্রজেক্ট রিপোর্ট তৈরি করে কেন্দ্রকে পাঠানো হয়েছিল ৷ সেই রিপোর্টেই ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার সেই অর্থ মঞ্জুর করেছে ।
জানা গিয়েছে, এই অর্থ বরাদ্দ করা হয়েছে পুর এলাকায় বর্জ্য নিয়ন্ত্রণের জন্য । কেন্দ্রীয় সরকারের তরফে এই বরাদ্দ সম্পর্কে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে রোজ মোট 4,046 টনের মতো কঠিন বর্জ্য জমে । সেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় এই প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে ।
ওই প্রস্তাবে বলা হয়েছিল, বর্জ্য নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 4,500টি বর্জ্য সংগ্রহের ইউনিট এবং 4,800টির বেশি কম্পোস্টিং প্ল্যান্ট বসানো হবে । মূলত সেই কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বরাদ্দ দেওয়া হল । গত আর্থিক বর্ষের তুলনায় এই প্রকল্পে কেন্দ্র দেড়গুন বেশি অর্থ বরাদ্দ করেছে রাজ্যকে।