ETV Bharat / state

পুলিশি হানা ঠেকাতে রাত-পাহারায় মহিলারা, অশান্ত সন্দেশখালিতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর - Lok Sabha Election 2024

Central force route march in Sandeshkhali: পুলিশি হানা ঠেকাতে সন্দেশখালিতে রাত-পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা ৷ এ দিকে, অশান্ত সন্দেশখালির বাসিন্দাদের মনে ভরসা জোগাতে সেখানে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷

ETV BHARAT
সন্দেশখালিতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 1:10 PM IST

Updated : May 15, 2024, 1:59 PM IST

সন্দেশখালিতে রাত-পাহারায় মহিলারা, রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর (ইটিভি ভারত)

সন্দেশখালি, 15 মে: সন্ত্রস্ত সন্দেশখালিতে এ বার শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ । ভোটের আগে গ্রামবাসীদের মনে ভরসা জোগাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে ঢুকে রুটমার্চ শুরু করেছেন । তাঁরা কথা বলছেন গ্রামের লোকজনের সঙ্গে । যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না বিজেপি সমর্থিত গ্রামবাসীরা । তাই গ্রামের মহিলারা রাত-পাহারার ব্যবস্থা করেছেন ৷

তাঁদের অভিযোগ,"রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে । মারধর করছে । বলছে, 4 জুন ভোটের ফলাফল প্রকাশের পর তাঁরা দেখে নেবে ।" ফলে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়েছেন । ঝাঁটা, লাঠি হাতে নিয়ে রাত পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা । তাঁরা শপথ নিয়েছেন, গ্রামে কোনওভাবেই পুলিশ কিংবা তৃণমূল নেতাদের ঢুকতে দেবেন না । যার ফলে পুলিশের উপর আস্থা হারিয়ে গ্রামের মহিলারা পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন ।

ভোটমুখী বসিরহাটের সন্দেশখালিতে গত কয়েকদিনে যেন ঘটনার ঘনঘটা । কিছুদিন আগের অশান্তির সেই চেনা ছবি আবারও ফিরতে শুরু করেছে সন্দেশখালিতে । তবে, যাবতীয় ঘটনা আবর্তিত হয়েছে একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে । যা ঘিরে কখনও গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির 'মিথ্যা' অভিযোগ তুলে থানার দ্বারস্থ হচ্ছেন প্রতিবাদী মহিলাদের একাংশ । আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা । এমনকি বিজেপি নেত্রী পিয়ালি দাসকে গ্রেফতার করা হয়েছে । ঘটনা প্রবাহের জেরে বিজেপির থানা ঘেরাও আন্দোলন থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে ঢুকে মারধর ও হেনস্থার ঘটনাও ঘটেছে সন্দেশখালির মাটিতে ।

এর ঠিক পরেই নতুন করে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর অঞ্চল । পরিস্থিতি সামাল দিতে একসময় পুলিশ গ্রামে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে । অভিযোগ, তল্লাশির নামে পুলিশ ঘরে ঢুকে গ্রামবাসীদের উপর অত‍্যাচার করছে । থানায় তুলে নিয়ে যাচ্ছে । ফলে পুলিশের আতঙ্কে বেড়মজুরের বাগদীপাড়া গ্রাম কার্যত পুরুষশূন্য । এরপরই গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেন, গ্রামে পুলিশি হানা ঠেকাতে রাত জেগে পাহারা দেবেন তাঁরা । সেই মতো সোমবার রাত থেকে বেড়মজুরের একাধিক গ্রামে শুরু হয়েছে রাত পাহারার উদ্যোগ । এই পরিস্থিতিতে সন্ত্রস্ত সন্দেশখালিতে রুটমার্চে নামলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । পুলিশকে সঙ্গে নিয়ে এ দিন সন্দেশখালির বিভিন্ন জনপদে রুটমার্চ করতে দেখা যায় তাঁদের ।

এ দিকে, আগামী 4 জুন বসিরহাট লোকসভায় ভোটগ্রহণ । তার আগে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভ যেভাবে বাড়ছে, তাতে যথেষ্ট চিন্তিত জেলা প্রশাসন ।

আরও পড়ুন:

  1. পুলিশের বিরুদ্ধে অভিযোগ ! হাইকোর্টের দ্বারে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা ও পিয়ালি
  2. সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভে ব়্যাফ, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল আন্দোলনকারীদের
  3. অশান্ত সন্দেশখালি, বিধায়কের সামনে তৃণমূল নেতাকে 'মার' বিজেপি'র মহিলা কর্মীদের

সন্দেশখালিতে রাত-পাহারায় মহিলারা, রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর (ইটিভি ভারত)

সন্দেশখালি, 15 মে: সন্ত্রস্ত সন্দেশখালিতে এ বার শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ । ভোটের আগে গ্রামবাসীদের মনে ভরসা জোগাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে ঢুকে রুটমার্চ শুরু করেছেন । তাঁরা কথা বলছেন গ্রামের লোকজনের সঙ্গে । যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না বিজেপি সমর্থিত গ্রামবাসীরা । তাই গ্রামের মহিলারা রাত-পাহারার ব্যবস্থা করেছেন ৷

তাঁদের অভিযোগ,"রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে । মারধর করছে । বলছে, 4 জুন ভোটের ফলাফল প্রকাশের পর তাঁরা দেখে নেবে ।" ফলে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়েছেন । ঝাঁটা, লাঠি হাতে নিয়ে রাত পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা । তাঁরা শপথ নিয়েছেন, গ্রামে কোনওভাবেই পুলিশ কিংবা তৃণমূল নেতাদের ঢুকতে দেবেন না । যার ফলে পুলিশের উপর আস্থা হারিয়ে গ্রামের মহিলারা পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন ।

ভোটমুখী বসিরহাটের সন্দেশখালিতে গত কয়েকদিনে যেন ঘটনার ঘনঘটা । কিছুদিন আগের অশান্তির সেই চেনা ছবি আবারও ফিরতে শুরু করেছে সন্দেশখালিতে । তবে, যাবতীয় ঘটনা আবর্তিত হয়েছে একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে । যা ঘিরে কখনও গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির 'মিথ্যা' অভিযোগ তুলে থানার দ্বারস্থ হচ্ছেন প্রতিবাদী মহিলাদের একাংশ । আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা । এমনকি বিজেপি নেত্রী পিয়ালি দাসকে গ্রেফতার করা হয়েছে । ঘটনা প্রবাহের জেরে বিজেপির থানা ঘেরাও আন্দোলন থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে ঢুকে মারধর ও হেনস্থার ঘটনাও ঘটেছে সন্দেশখালির মাটিতে ।

এর ঠিক পরেই নতুন করে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর অঞ্চল । পরিস্থিতি সামাল দিতে একসময় পুলিশ গ্রামে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে । অভিযোগ, তল্লাশির নামে পুলিশ ঘরে ঢুকে গ্রামবাসীদের উপর অত‍্যাচার করছে । থানায় তুলে নিয়ে যাচ্ছে । ফলে পুলিশের আতঙ্কে বেড়মজুরের বাগদীপাড়া গ্রাম কার্যত পুরুষশূন্য । এরপরই গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেন, গ্রামে পুলিশি হানা ঠেকাতে রাত জেগে পাহারা দেবেন তাঁরা । সেই মতো সোমবার রাত থেকে বেড়মজুরের একাধিক গ্রামে শুরু হয়েছে রাত পাহারার উদ্যোগ । এই পরিস্থিতিতে সন্ত্রস্ত সন্দেশখালিতে রুটমার্চে নামলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । পুলিশকে সঙ্গে নিয়ে এ দিন সন্দেশখালির বিভিন্ন জনপদে রুটমার্চ করতে দেখা যায় তাঁদের ।

এ দিকে, আগামী 4 জুন বসিরহাট লোকসভায় ভোটগ্রহণ । তার আগে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভ যেভাবে বাড়ছে, তাতে যথেষ্ট চিন্তিত জেলা প্রশাসন ।

আরও পড়ুন:

  1. পুলিশের বিরুদ্ধে অভিযোগ ! হাইকোর্টের দ্বারে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা ও পিয়ালি
  2. সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভে ব়্যাফ, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল আন্দোলনকারীদের
  3. অশান্ত সন্দেশখালি, বিধায়কের সামনে তৃণমূল নেতাকে 'মার' বিজেপি'র মহিলা কর্মীদের
Last Updated : May 15, 2024, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.