ETV Bharat / state

মিড-ডে মিলে আস্ত বিছে, মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের ; বিক্ষোভ স্থানীয়দের - Insect FOUND IN MID DAY MEAL - INSECT FOUND IN MID DAY MEAL

Mid Day Meal Controversy: মিড-ডে মিল খেতে গিয়ে চক্ষু চড়কগাছ পড়ুয়ার ৷ দেখা গেল, থালায় আস্ত বিছে চিৎপটাং হয়ে পড়ে রয়েছে ! স্যার কে জানাতেই বললেন চুপ থাকো ৷ তারপর ...

Mid Day Meal
মিড-ডে মিলের থালায় বিছে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 6:04 PM IST

Updated : Jun 28, 2024, 7:03 PM IST

বাঁকুড়া, 28 জুন: টিকটিকির পর এবার স্কুলের মিড-ডে মিলে মিলল আস্ত তেঁতুল বিছে । মিড-ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের । তারপর বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে । স্কুল কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করলে বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে । বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও ।

মিড ডে মিলে বিছে নিয়ে পড়ুয়া ও স্থানীয়দের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও

প্রতিদিনের মতো শুক্রবারও স্কুলে মিড-ডে মিল খেতে বসেছিল পড়ুয়ারা ৷ তখনই এক পড়ুয়ারা দেখে থালায় আস্ত তেঁতুল বিছে পড়ে রয়েছে ৷ এরপর বিষয়টি শিক্ষককে জানায় সে ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ । এদিকে স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা । এরপরই স্থানীয়রা ক্ষোভ দেখান স্কুল ও স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে ।

অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলা হয় ৷ অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও । পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড-ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে । অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ । অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত ? যদিও বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি । স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছেন। এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এবার ফের একইরকমের অভিযোগ উঠল বাঁকুড়ার স্কুলে ।

বাঁকুড়া, 28 জুন: টিকটিকির পর এবার স্কুলের মিড-ডে মিলে মিলল আস্ত তেঁতুল বিছে । মিড-ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের । তারপর বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে । স্কুল কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করলে বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে । বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও ।

মিড ডে মিলে বিছে নিয়ে পড়ুয়া ও স্থানীয়দের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও

প্রতিদিনের মতো শুক্রবারও স্কুলে মিড-ডে মিল খেতে বসেছিল পড়ুয়ারা ৷ তখনই এক পড়ুয়ারা দেখে থালায় আস্ত তেঁতুল বিছে পড়ে রয়েছে ৷ এরপর বিষয়টি শিক্ষককে জানায় সে ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ । এদিকে স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা । এরপরই স্থানীয়রা ক্ষোভ দেখান স্কুল ও স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে ।

অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলা হয় ৷ অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও । পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড-ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে । অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ । অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত ? যদিও বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি । স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছেন। এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এবার ফের একইরকমের অভিযোগ উঠল বাঁকুড়ার স্কুলে ।

Last Updated : Jun 28, 2024, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.