ETV Bharat / state

প্রকাশ্যে জয়নগর-কাণ্ডের সিসিটিভি ফুটেজ ! - Joynagar Minor Rape Incident - JOYNAGAR MINOR RAPE INCIDENT

সামনে এল জয়নগরে নাবালিকা খুনের দিন বিকেলের সিসিটিভি ফুটেজ ৷ অভিযুক্ত কী করছিল সেই মুহূর্তে ? স্পষ্ট দেখা গিয়েছে ফুটেজে ৷

Jaynagar Minor Rape and Murder
সিসিটিভি ফুটেজে গোলাপি জামা পরে অভিযুক্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 9:56 PM IST

Updated : Oct 6, 2024, 10:56 PM IST

জয়নগর, 6 অক্টোবর: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল জয়নগর ৷ ঘটনার দিন অর্থাৎ শুক্রবার বিকেলবেলা কী ঘটেছিল সিসিটিভি ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ফুটেজে দেখা গিয়েছে, বিকেল পাঁচটার সময় অভিযুক্ত ওই যুবক একটা দোকানের বাইরে কিছু কাজ করছিল । সেই সময় মহিষামারি এলাকার নাবালিকা ছাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল । সেই সময় রাস্তার দিকে নজর রাখছিল অভিযুক্ত ওই যুবক । নাবালিকা রাস্তা পারাপার হয়ে চলে যাওয়ার পর ঠিক চার থেকে পাঁচ মিনিট পর অভিযুক্ত সাইকেল নিয়ে রওনা দেয় । এরপর সিসিটিভি ফুটেজে আর কিছুই দেখা যাচ্ছে না । এরপর কী ঘটেছিল তা অভিযুক্তকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা ৷ স্থানীয় একটি পুরনো জিনিসপত্র কেনার দোকানে কাজ করত অভিযুক্ত যুবক ।

জয়নগরে নাবালিকা খুনের দিন বিকেলের সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাবালিকার বান্ধবী জানিয়েছে তার সঙ্গেই রোজ টিউশন থেকে বাড়ি ফিরত সে । ঘটনার দিন তার বাবা টিউশন পড়তে গৃহশিক্ষকের বাড়িতে দিয়ে এসেছিলেন । ফেরার সময়ে তার সঙ্গেই ফিরছিল নাবালিকা । সেই সময়ে নাবালিকার বান্ধবী একটি দোকানে কেনাকেটা করতে ঢুকলে নাবালিকা এগিয়ে যায় । বান্ধবী আরও জানায় যে, সেই সময় নির্যাতিতা তাকে ইশারা করে চলে যেতে বলে । এরপর ওই যুবকের সাইকেলে উঠে চলে যায় । এক্ষেত্রে কেন ওই নাবালিকা অভিযুক্তের সাইকেলে উঠল, তার সঙ্গে কোনও পূর্ব পরিচয় ছিল কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

প্রসঙ্গত, শুক্রবার রাতে জয়নগরে নাবালিকার দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি, সন্ধ্যা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে । এরপর স্থানীয় থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ গুরুত্ব দেয়নি সেভাবে ৷ শুরু থেকেই গুরুত্ব দেওয়া হলে তাদের মেয়েকে বাঁচানো যেত । এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তপ্ত হয়ে ওঠে জয়নগর । পুলিশ ফাঁড়ি ভাঙচুর থেকে শুরু করে আগুন, উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েছে পুলিশ । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দফায় দফায় বিক্ষোভ সংগঠিত হয়েছে জয়নগর এবং কুলতলি এলাকায় । ঘটনায় পুলিশের হাতে আসে এক সিসিটিভি ফুটেজ । সেই ফুটেজ খতিয়ে দেখে ঘটনার দিন কী ঘটেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী ।

জয়নগর, 6 অক্টোবর: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল জয়নগর ৷ ঘটনার দিন অর্থাৎ শুক্রবার বিকেলবেলা কী ঘটেছিল সিসিটিভি ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ফুটেজে দেখা গিয়েছে, বিকেল পাঁচটার সময় অভিযুক্ত ওই যুবক একটা দোকানের বাইরে কিছু কাজ করছিল । সেই সময় মহিষামারি এলাকার নাবালিকা ছাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল । সেই সময় রাস্তার দিকে নজর রাখছিল অভিযুক্ত ওই যুবক । নাবালিকা রাস্তা পারাপার হয়ে চলে যাওয়ার পর ঠিক চার থেকে পাঁচ মিনিট পর অভিযুক্ত সাইকেল নিয়ে রওনা দেয় । এরপর সিসিটিভি ফুটেজে আর কিছুই দেখা যাচ্ছে না । এরপর কী ঘটেছিল তা অভিযুক্তকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা ৷ স্থানীয় একটি পুরনো জিনিসপত্র কেনার দোকানে কাজ করত অভিযুক্ত যুবক ।

জয়নগরে নাবালিকা খুনের দিন বিকেলের সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাবালিকার বান্ধবী জানিয়েছে তার সঙ্গেই রোজ টিউশন থেকে বাড়ি ফিরত সে । ঘটনার দিন তার বাবা টিউশন পড়তে গৃহশিক্ষকের বাড়িতে দিয়ে এসেছিলেন । ফেরার সময়ে তার সঙ্গেই ফিরছিল নাবালিকা । সেই সময়ে নাবালিকার বান্ধবী একটি দোকানে কেনাকেটা করতে ঢুকলে নাবালিকা এগিয়ে যায় । বান্ধবী আরও জানায় যে, সেই সময় নির্যাতিতা তাকে ইশারা করে চলে যেতে বলে । এরপর ওই যুবকের সাইকেলে উঠে চলে যায় । এক্ষেত্রে কেন ওই নাবালিকা অভিযুক্তের সাইকেলে উঠল, তার সঙ্গে কোনও পূর্ব পরিচয় ছিল কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

প্রসঙ্গত, শুক্রবার রাতে জয়নগরে নাবালিকার দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি, সন্ধ্যা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে । এরপর স্থানীয় থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ গুরুত্ব দেয়নি সেভাবে ৷ শুরু থেকেই গুরুত্ব দেওয়া হলে তাদের মেয়েকে বাঁচানো যেত । এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তপ্ত হয়ে ওঠে জয়নগর । পুলিশ ফাঁড়ি ভাঙচুর থেকে শুরু করে আগুন, উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়েছে পুলিশ । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দফায় দফায় বিক্ষোভ সংগঠিত হয়েছে জয়নগর এবং কুলতলি এলাকায় । ঘটনায় পুলিশের হাতে আসে এক সিসিটিভি ফুটেজ । সেই ফুটেজ খতিয়ে দেখে ঘটনার দিন কী ঘটেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী ।

Last Updated : Oct 6, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.