ETV Bharat / state

সিবিএসই দ্বাদশে কলকাতার সম্ভাব্য প্রথম বংশীকা চায় সাংবাদিক হতে - CBSE CLASS 12 RESULTS

CBSE Class 12 Board Exam Results: তিনি এবার প্রথম ভোটার ৷ আর প্রথম ভোটার হয়ে সিবিএসই দ্বাদশে শহরে প্রথম বংশীকা কোঠারি সন্দিহান চলতি লোকসভা নির্বাচন কতোটা নিরপেক্ষ হচ্ছে, তা নিয়ে ৷ একইসঙ্গে আগামিদিনে সাংবাদিক হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মীপত সিঙ্গানিয়া অ্যাকাডেমি স্কুলের পড়ুয়া ৷

CBSE Topper in Kolkata
বংশীকা কোঠারি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 8:42 PM IST

কলকাতা, 13 মে: ভবিষ্যতে নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে চায় সিবিএসই দ্বাদশে কলকাতার সম্ভাব্য প্রথম বংশীকা কোঠারি। লক্ষ্মীপত সিঙ্গানিয়া অ্যাকাডেমি স্কুলের কলা বিভাগের ছাত্রী বংশীকার প্রাপ্ত নম্বর 99.2 শতাংশ। বাংলা, ইংরেজির পাশাপাশি তাঁর ছিল রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি এবং মাস মিডিয়া। শেষ তিনটি বিষয়ের সবক'টিতেই 100-র মধ্যে 100 পেয়েছে সে।

সাংবাদিক কেন হতে চায়, সেই কারণও সাংবাদিকদের জানিয়েছেন বংশীকা ৷ লক্ষ্মীপত সিঙ্গানিয়া অ্যাকাডেমি স্কুলের পড়ুয়ার কথায়, ডিজিটাল মিডিয়াই ভবিষ্যৎ, তাই এই পেশার সঙ্গে যুক্ত হতে চান তিনি। আগামিদিনে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন বংশীকা। ভবিষ্যতে নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে চাওয়া পড়ুয়া ঘটনাক্রমে এবছর প্রথম ভোটার। কিন্তু চলতি লোকসভা নির্বাচন কতোটা নিরপেক্ষ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

বংশীকা ছাড়াও রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল থেকে 98.8 শতাংশ নম্বর নিয়ে শহরে মেধাতালিকার প্রথমসারিতে রয়েছেন বিজ্ঞান বিভাগের ছাত্রী সাগরিকা সাহা। পরবর্তীতে আইআইটি'তে পড়াশোনার ইচ্ছেপ্রকাশ করে সাগরিকা জানিয়েছেন, অবসর সময়ে তাঁর প্রিয় সঙ্গী বই। প্রিয় লেখক রাস্কিন বন্ড। একই নম্বর পেয়েছেন শ্রী শিক্ষায়তন স্কুলের ছাত্রী রাজন্যা চক্রবর্তী। একই নম্বর পেয়েছে দক্ষিণেশ্বরের স্কুলের ছাত্র প্রত্যয়।

98 শতাংশ নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের ছাত্র আফরিন মুন্সি। সে-ও বিজ্ঞানের ছাত্র। পড়াশোনার পাশাপাশি আফরিন-ও ভালোবাসে বই পড়তে। ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের হিউম্যানিটিসের ছাত্রী রুলুজা চক্রবর্তীরও প্রাপ্ত নম্বর 97.8%। উল্লেখ্য, দশমের সঙ্গেই সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই'র দ্বাদশের ফল। সার্বিকভাবে পাশের হার 87.98 শতাংশ। তবে পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

আরও পড়ুন:

  1. সিবিএসই দশমেও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, মোট পাশের হার 93.60%
  2. ছেলেদের টেক্কা দিল মেয়েরা, সিবিএসই দ্বাদশে পাশের হার 87.98%

কলকাতা, 13 মে: ভবিষ্যতে নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে চায় সিবিএসই দ্বাদশে কলকাতার সম্ভাব্য প্রথম বংশীকা কোঠারি। লক্ষ্মীপত সিঙ্গানিয়া অ্যাকাডেমি স্কুলের কলা বিভাগের ছাত্রী বংশীকার প্রাপ্ত নম্বর 99.2 শতাংশ। বাংলা, ইংরেজির পাশাপাশি তাঁর ছিল রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি এবং মাস মিডিয়া। শেষ তিনটি বিষয়ের সবক'টিতেই 100-র মধ্যে 100 পেয়েছে সে।

সাংবাদিক কেন হতে চায়, সেই কারণও সাংবাদিকদের জানিয়েছেন বংশীকা ৷ লক্ষ্মীপত সিঙ্গানিয়া অ্যাকাডেমি স্কুলের পড়ুয়ার কথায়, ডিজিটাল মিডিয়াই ভবিষ্যৎ, তাই এই পেশার সঙ্গে যুক্ত হতে চান তিনি। আগামিদিনে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন বংশীকা। ভবিষ্যতে নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে চাওয়া পড়ুয়া ঘটনাক্রমে এবছর প্রথম ভোটার। কিন্তু চলতি লোকসভা নির্বাচন কতোটা নিরপেক্ষ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

বংশীকা ছাড়াও রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল থেকে 98.8 শতাংশ নম্বর নিয়ে শহরে মেধাতালিকার প্রথমসারিতে রয়েছেন বিজ্ঞান বিভাগের ছাত্রী সাগরিকা সাহা। পরবর্তীতে আইআইটি'তে পড়াশোনার ইচ্ছেপ্রকাশ করে সাগরিকা জানিয়েছেন, অবসর সময়ে তাঁর প্রিয় সঙ্গী বই। প্রিয় লেখক রাস্কিন বন্ড। একই নম্বর পেয়েছেন শ্রী শিক্ষায়তন স্কুলের ছাত্রী রাজন্যা চক্রবর্তী। একই নম্বর পেয়েছে দক্ষিণেশ্বরের স্কুলের ছাত্র প্রত্যয়।

98 শতাংশ নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের ছাত্র আফরিন মুন্সি। সে-ও বিজ্ঞানের ছাত্র। পড়াশোনার পাশাপাশি আফরিন-ও ভালোবাসে বই পড়তে। ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের হিউম্যানিটিসের ছাত্রী রুলুজা চক্রবর্তীরও প্রাপ্ত নম্বর 97.8%। উল্লেখ্য, দশমের সঙ্গেই সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই'র দ্বাদশের ফল। সার্বিকভাবে পাশের হার 87.98 শতাংশ। তবে পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

আরও পড়ুন:

  1. সিবিএসই দশমেও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, মোট পাশের হার 93.60%
  2. ছেলেদের টেক্কা দিল মেয়েরা, সিবিএসই দ্বাদশে পাশের হার 87.98%
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.