নয়াদিল্লি, 21 নভেম্বর: প্রকাশিত হল 2025 সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ৷ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই-র বোর্ডের পরীক্ষা ৷ একই দিনে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ এই প্রথমবার পরীক্ষার 86 দিন আগেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল সিবিএসই বোর্ড ৷
বুধবার রাতে সিবিএসই বোর্ডের তরফে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে ৷ দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে 15 ফেব্রুয়ারি ৷ আর শেষ হবে 18 মার্চ ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষা 15 ফেব্রুয়ারি শুরু হলেও তা চলবে 4 এপ্রিল পর্যন্ত ৷
তবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। 2015 সালের 1 জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে ৷ কমপক্ষে 40,000 সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় সূচি প্রকাশ করা হয়েছে ৷ যাতে কোনও পড়ুয়ার দু'টি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে। এমনটাই জানিয়েছেন সিবিএসই বোর্ডের এগজামিনেশন কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ ৷
সিবিএসই কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা জানানো হয়েছে প্রতিদিন সকাল সাড়ে 10টা থেকে দুপুর 1.30 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। আর দ্বাদশের প্রথম পরীক্ষা শারীরশিক্ষা। সিবিএসই'র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবে ৷
গত মাসেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) 10 ও 12 শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে নতুন নিয়ম চালু করেছে ৷ বোর্ডের এই নয়া নির্দেশিকায় পরীক্ষায় বসতে পড়ুয়াদের ন্যূনতম 75 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ৷