ETV Bharat / state

মৃত্যুর আগে কেমন ছিল নির্যাতিতার মানসিক অবস্থা, জানতে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder Case: আরজি কর-কাণ্ডের তদন্তে ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের সাহায্য নিতে চলেছে সিবিআই ৷ কেন এই পদক্ষেপের সিদ্ধান্ত ? এক্ষেত্রে তদন্তে কী ধরনের সাহায্য পাবেন সিবিআইয়ের তদন্তকারীরা ? ধর্ষণ ও খুনের প্রকৃত সত্য কি বেরিয়ে আসতে পারে ৷

RG Kar Doctor Rape and Murder Case
মৃত্যুর আগে কেমন ছিল নির্যাতিতার মানসিক অবস্থা, জানতে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 8:04 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে এবার বিশেষ পদক্ষেপ করতে চলেছে সিবিআই ৷ তারা এবার এই তদন্তে আরও তথ্যপ্রমাণ জোগাড়ে ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের সাহায্য নিতে চলেছেন ৷

কেন এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা ? এই প্রশ্নের উত্তরের আগে জেনে নিতে হবে ক্লিনিক্যাল গ্রাফোলজিস্ট কাদের বলা হয় ? কী কাজ করেন তাঁরা ?

সিবিআই সূত্রে খবর, ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টরা মূলত হাতের লেখা বিশ্লেষণ করে দেখেন ৷ এই বিশ্লেষণে কার হাতের লেখা, সেটা যেমন বোঝা যায় ৷ পাশাপাশি যিনি লিখছেন, তিনি কোন পরিস্থিতিতে, কেমন মানসিক অবস্থার মধ্যে লিখছেন সেটাও সামনে আসে ৷ এমনকী, লেখক বা লেখিকার স্নায়ুর উপর কতটা চাপ পড়ছে লেখার সময়, সেটাও বোঝা সম্ভব এই বিশ্লেষণে ৷

বোঝাই যাচ্ছে যে আরজি কর-কাণ্ডের তদন্তে হাতের লেখা বিশ্লেষণ করাতে চাইছে সিবিআই ৷ তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে, তারা আসলে নির্যাতিতা চিকিৎসকের হাতের লেখা বিশ্লেষণ করতে চান ৷ ঘটনার দিন পুলিশ যে যে জিনিস ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল, তার মধ্যে নির্যাতিতার একটি ডায়েরিও ছিল ৷ সেই ডায়েরি এখন সিবিআইয়ের কাছে৷ সেই ডায়েরির লেখাই ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের কাছে পাঠাতে চলেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ৷

সিবিআই সূত্রে খবর, ওই ডায়েরিতে একাধিক তথ্য রয়েছে ৷ তার মধ্যে নির্যাতিতার চেম্বারের নম্বর-সহ অনেক কিছু লেখা ৷ এই তথ্যগুলি তদন্তের প্রয়োজনে আরও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি ডায়েরিতে লেখার সময় নির্যাতিতার মানসিক অবস্থা কেমন ছিল, সেটাও জানতে চায় সিবিআই ৷ কারণ, প্রাথমিকভাবে ডায়েরিটি খতিয়ে দেখে সিবিআইয়ের তদন্তকারী মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নির্যাতিতার হাতের লেখার ধরন বদলেছে ৷ সেই বদলের কারণ কী কোনও মানসিক চাপ ? সেটাই খতিয়ে দেখতে ওই ডায়েরি এবার ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের কাছে পাঠাচ্ছে তারা ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে এবার বিশেষ পদক্ষেপ করতে চলেছে সিবিআই ৷ তারা এবার এই তদন্তে আরও তথ্যপ্রমাণ জোগাড়ে ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের সাহায্য নিতে চলেছেন ৷

কেন এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা ? এই প্রশ্নের উত্তরের আগে জেনে নিতে হবে ক্লিনিক্যাল গ্রাফোলজিস্ট কাদের বলা হয় ? কী কাজ করেন তাঁরা ?

সিবিআই সূত্রে খবর, ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টরা মূলত হাতের লেখা বিশ্লেষণ করে দেখেন ৷ এই বিশ্লেষণে কার হাতের লেখা, সেটা যেমন বোঝা যায় ৷ পাশাপাশি যিনি লিখছেন, তিনি কোন পরিস্থিতিতে, কেমন মানসিক অবস্থার মধ্যে লিখছেন সেটাও সামনে আসে ৷ এমনকী, লেখক বা লেখিকার স্নায়ুর উপর কতটা চাপ পড়ছে লেখার সময়, সেটাও বোঝা সম্ভব এই বিশ্লেষণে ৷

বোঝাই যাচ্ছে যে আরজি কর-কাণ্ডের তদন্তে হাতের লেখা বিশ্লেষণ করাতে চাইছে সিবিআই ৷ তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে, তারা আসলে নির্যাতিতা চিকিৎসকের হাতের লেখা বিশ্লেষণ করতে চান ৷ ঘটনার দিন পুলিশ যে যে জিনিস ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল, তার মধ্যে নির্যাতিতার একটি ডায়েরিও ছিল ৷ সেই ডায়েরি এখন সিবিআইয়ের কাছে৷ সেই ডায়েরির লেখাই ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের কাছে পাঠাতে চলেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ৷

সিবিআই সূত্রে খবর, ওই ডায়েরিতে একাধিক তথ্য রয়েছে ৷ তার মধ্যে নির্যাতিতার চেম্বারের নম্বর-সহ অনেক কিছু লেখা ৷ এই তথ্যগুলি তদন্তের প্রয়োজনে আরও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি ডায়েরিতে লেখার সময় নির্যাতিতার মানসিক অবস্থা কেমন ছিল, সেটাও জানতে চায় সিবিআই ৷ কারণ, প্রাথমিকভাবে ডায়েরিটি খতিয়ে দেখে সিবিআইয়ের তদন্তকারী মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নির্যাতিতার হাতের লেখার ধরন বদলেছে ৷ সেই বদলের কারণ কী কোনও মানসিক চাপ ? সেটাই খতিয়ে দেখতে ওই ডায়েরি এবার ক্লিনিক্যাল গ্রাফোলজিস্টদের কাছে পাঠাচ্ছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.