ETV Bharat / state

সিবিআইয়ের কাছে 4327 জন অযোগ্য শিক্ষকের তথ্য, আগামী সপ্তাহে তলবের সম্ভাবনা - SSC Recruitment Scam

SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের কাছে 4327 জন অযোগ্য শিক্ষকের তথ্য এসেছে বলে খবর ৷ আগামী সপ্তাহ থেকে এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানা গিয়েছে ৷

CBI
সিবিআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:26 PM IST

কলকাতা, 13 মে: অযোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে পর্যাপ্ত তথ্য না পেয়ে স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি পাওয়া প্রায় 26 হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ৷ এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে 4327 জন অযোগ্য শিক্ষকের তালিকা ৷ সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই শিক্ষকদের এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে ৷

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআইয়ের গোয়েন্দারা বেশ কয়েকজনকে জেরা করে এই সব অযোগ্য চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য পেয়েছেন । এই অযোগ্যদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে নিজাম প্যালেসে তলব করতে চলেছেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, এই দুর্নীতির তদন্তে নেমে এসএসসি-র একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই । এছাড়াও তাঁদের মধ্যে একাধিক লোকের বয়ান রেকর্ড করা হয় ৷ সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি আসে ৷ প্রসন্ন রায়ের মতো একাধিক রাজ্যে একাধিক এজেন্টদের রাখা হত । তাঁদের হাত ঘুরেই টাকা আসত প্রভাবশালীদের হাতে । সিবিআই সূত্রের খবর, এই সব এজেন্টরা মূলত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যান ।

কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকদের দাবি, এই সব এজেন্টরা মূলত রাজ্যের একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত । পরে এই সব প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতেন ৷ সিবিআই সূত্রের খবর, রাজ্যে ওএমআর যাচাইকারী সংস্থা নাইসার একটি অফিসে হানা দেন গোয়েন্দারা । সেখান থেকে যে হার্ড ডিস্কটি উদ্ধার হয়েছিল, সেখানেই নাকি ছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রার্থীদের নথি । সিবিআই সূত্রের খবর, সেখানে কোন কোন ওএমআরে ম্যানুপুলেশন হয়েছিল, তার বিস্তারিত তথ্যও ছিল বলে জানতে পারা গিয়েছে ।

যদিও যে 26 হাজারের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে অযোগ্য় ক’জন, সেই নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ হাইকোর্টে প্রায় পাঁচ হাজার অযোগ্যর তালিকা জমা পড়েছিল ৷ সুপ্রিম কোর্টে সেই সংখ্যা প্রায় দ্বিগুন বলে জানায় এসএসসি ৷ এই ধোঁয়াশার মতো সিবিআই অযোগ্যদের যে নাম পেয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই নিয়ে নতুন কোনও তথ্য় উঠে আসে কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতিতে ধৃত এসএসসি-র প্রাক্তন পদাধিকারীদের বিরুদ্ধে বিচারের জন্য অনুমতি কে দেবেন, জট কাটল না হাইকোর্টে
  2. এসএসসি মামলায় হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, এখনই চাকরি যাচ্ছে না কারও
  3. যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

কলকাতা, 13 মে: অযোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে পর্যাপ্ত তথ্য না পেয়ে স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি পাওয়া প্রায় 26 হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ৷ এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে 4327 জন অযোগ্য শিক্ষকের তালিকা ৷ সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই শিক্ষকদের এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে ৷

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআইয়ের গোয়েন্দারা বেশ কয়েকজনকে জেরা করে এই সব অযোগ্য চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য পেয়েছেন । এই অযোগ্যদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে নিজাম প্যালেসে তলব করতে চলেছেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, এই দুর্নীতির তদন্তে নেমে এসএসসি-র একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই । এছাড়াও তাঁদের মধ্যে একাধিক লোকের বয়ান রেকর্ড করা হয় ৷ সেই রেকর্ড করা বয়ানের ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি আসে ৷ প্রসন্ন রায়ের মতো একাধিক রাজ্যে একাধিক এজেন্টদের রাখা হত । তাঁদের হাত ঘুরেই টাকা আসত প্রভাবশালীদের হাতে । সিবিআই সূত্রের খবর, এই সব এজেন্টরা মূলত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যান ।

কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকদের দাবি, এই সব এজেন্টরা মূলত রাজ্যের একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত । পরে এই সব প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতেন ৷ সিবিআই সূত্রের খবর, রাজ্যে ওএমআর যাচাইকারী সংস্থা নাইসার একটি অফিসে হানা দেন গোয়েন্দারা । সেখান থেকে যে হার্ড ডিস্কটি উদ্ধার হয়েছিল, সেখানেই নাকি ছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রার্থীদের নথি । সিবিআই সূত্রের খবর, সেখানে কোন কোন ওএমআরে ম্যানুপুলেশন হয়েছিল, তার বিস্তারিত তথ্যও ছিল বলে জানতে পারা গিয়েছে ।

যদিও যে 26 হাজারের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে অযোগ্য় ক’জন, সেই নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ হাইকোর্টে প্রায় পাঁচ হাজার অযোগ্যর তালিকা জমা পড়েছিল ৷ সুপ্রিম কোর্টে সেই সংখ্যা প্রায় দ্বিগুন বলে জানায় এসএসসি ৷ এই ধোঁয়াশার মতো সিবিআই অযোগ্যদের যে নাম পেয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই নিয়ে নতুন কোনও তথ্য় উঠে আসে কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতিতে ধৃত এসএসসি-র প্রাক্তন পদাধিকারীদের বিরুদ্ধে বিচারের জন্য অনুমতি কে দেবেন, জট কাটল না হাইকোর্টে
  2. এসএসসি মামলায় হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, এখনই চাকরি যাচ্ছে না কারও
  3. যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.