ETV Bharat / state

সিজিও-তে পলিগ্রাফ টেস্ট শুরু আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে পরীক্ষামূলকভাবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করল সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সে দিল্লির আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয় এ দিন ৷ সেই বৈঠকে শনিবারই পলিগ্রাফ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয় সিবিআইয়ের তরফে ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে আজই সন্দীপের পলিগ্রাফ টেস্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 12:29 PM IST

Updated : Aug 24, 2024, 1:54 PM IST

কলকাতা, 24 অগস্ট: আরজি কর-কাণ্ডে শনিবারই পরীক্ষামূলকভাবে শুরু হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট । তবে সিবিআই সূত্রে খবর, পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে দেখা দেয় কিছু যান্ত্রিক ত্রুটি । যার ফলে পলিগ্রাফ টেস্টের মেশিন খুলে সেটিং করা হয় । তারপরে ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে । তবে একদিনে অর্থাৎ আজই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শেষ হয়ে যাবে না ৷ এই পরীক্ষা সময় সাপেক্ষ হবে বলে দাবি সিবিআইয়ের ৷

সিবিআই সূত্রে খবর, এ দিন সকালে দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতার সিবিআই আধিকারিকেরা । জানা গিয়েছে, ওই বৈঠকে ঠিক হয় যে, আজই পলিগ্রাফ টেস্ট করা হবে সন্দীপ ঘোষের । এরপরেই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করলেন সিবিআই আধিকারিকেরা ৷

পাশাপাশি জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কবে করা হবে, সেই বিষয়েও দুপুরের মধ্যেই সিদ্ধান্ত নেবেন সিবিআই আধিকারিকরা ৷ গত বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য শিয়ালদা আদালতে আবেদন করা হয় । সেই আবেদনে সিবিআইকে সবুজ সংকেত দেন বিচারক ।

সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের কাছ থেকেও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য অনুমতি চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা । তাতে সায় মিলেছে ৷ এরপরেই পলিগ্রাফ টেস্ট শুরু করল সিবিআই ৷ তবে তারপরেও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য বেশকিছু আইনে জটিলতা এখনও রয়ে গিয়েছে । সেগুলি পরিষ্কার করার কাজ করছে সিবিআই ৷ জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে একাধিক প্রশ্নের উত্তর অজানা থেকে গিয়েছে সিবিআইয়ের কাছে । পলিগ্রাফ টেস্ট করা হলে সেই অজানা উত্তর জানতে পারবেন তদন্তকারী আধিকারিকরা বলে মনে করা হচ্ছে ।

পলিগ্রাফ টেস্ট কী ?

এই বিষয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কতগুলি বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষা করা হয় ৷ তদন্তকারীরা মূলত জানতে চান,

  • ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন, নাকি তিনি মিথ্যা কথা বলছেন ?
  • তিনি আদতে কোনও বিষয় কি লুকিয়ে যাচ্ছেন ?
  • তিনি যখন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের এই বিষয়ে কোনও রকমের তথ্য দিচ্ছেন, সেই সময় তাঁর শরীরের ভিতরে কোনও রকমের প্যালপিটেশন বা টেনশন হচ্ছে কি ?
  • অভিযুক্তের শরীরের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে কত সেকেন্ডের ব্যবধান থাকছে ?
  • তিনি টেনশনে রয়েছেন কি ?
  • তাঁর শরীরের রক্তচাপ ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ?
  • তাঁর শরীর থেকে সেই সময় কত পরিমাণ ঘাম বের হচ্ছে ?

পলিগ্রাফ টেস্টের সময় শরীরের এই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে আসে তদন্তকারীদের । সিবিআই সূত্রের খবর, পলিগ্রাফ যন্ত্রে সাধারণত চারটি বিষয় লক্ষ্য করা হয়, শ্বাস-প্রশ্বাসের গতি, পালস রেট, রক্তচাপ এবং কতটা ঘাম বের হচ্ছে তার পরিমাণ । বাকিগুলিও গুরুত্বপূর্ণ ।

কলকাতা, 24 অগস্ট: আরজি কর-কাণ্ডে শনিবারই পরীক্ষামূলকভাবে শুরু হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট । তবে সিবিআই সূত্রে খবর, পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে দেখা দেয় কিছু যান্ত্রিক ত্রুটি । যার ফলে পলিগ্রাফ টেস্টের মেশিন খুলে সেটিং করা হয় । তারপরে ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে । তবে একদিনে অর্থাৎ আজই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শেষ হয়ে যাবে না ৷ এই পরীক্ষা সময় সাপেক্ষ হবে বলে দাবি সিবিআইয়ের ৷

সিবিআই সূত্রে খবর, এ দিন সকালে দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতার সিবিআই আধিকারিকেরা । জানা গিয়েছে, ওই বৈঠকে ঠিক হয় যে, আজই পলিগ্রাফ টেস্ট করা হবে সন্দীপ ঘোষের । এরপরেই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করলেন সিবিআই আধিকারিকেরা ৷

পাশাপাশি জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কবে করা হবে, সেই বিষয়েও দুপুরের মধ্যেই সিদ্ধান্ত নেবেন সিবিআই আধিকারিকরা ৷ গত বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য শিয়ালদা আদালতে আবেদন করা হয় । সেই আবেদনে সিবিআইকে সবুজ সংকেত দেন বিচারক ।

সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের কাছ থেকেও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য অনুমতি চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা । তাতে সায় মিলেছে ৷ এরপরেই পলিগ্রাফ টেস্ট শুরু করল সিবিআই ৷ তবে তারপরেও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য বেশকিছু আইনে জটিলতা এখনও রয়ে গিয়েছে । সেগুলি পরিষ্কার করার কাজ করছে সিবিআই ৷ জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে একাধিক প্রশ্নের উত্তর অজানা থেকে গিয়েছে সিবিআইয়ের কাছে । পলিগ্রাফ টেস্ট করা হলে সেই অজানা উত্তর জানতে পারবেন তদন্তকারী আধিকারিকরা বলে মনে করা হচ্ছে ।

পলিগ্রাফ টেস্ট কী ?

এই বিষয়ে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, কোনও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কতগুলি বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষা করা হয় ৷ তদন্তকারীরা মূলত জানতে চান,

  • ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন, নাকি তিনি মিথ্যা কথা বলছেন ?
  • তিনি আদতে কোনও বিষয় কি লুকিয়ে যাচ্ছেন ?
  • তিনি যখন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের এই বিষয়ে কোনও রকমের তথ্য দিচ্ছেন, সেই সময় তাঁর শরীরের ভিতরে কোনও রকমের প্যালপিটেশন বা টেনশন হচ্ছে কি ?
  • অভিযুক্তের শরীরের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে কত সেকেন্ডের ব্যবধান থাকছে ?
  • তিনি টেনশনে রয়েছেন কি ?
  • তাঁর শরীরের রক্তচাপ ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী ?
  • তাঁর শরীর থেকে সেই সময় কত পরিমাণ ঘাম বের হচ্ছে ?

পলিগ্রাফ টেস্টের সময় শরীরের এই সব পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে আসে তদন্তকারীদের । সিবিআই সূত্রের খবর, পলিগ্রাফ যন্ত্রে সাধারণত চারটি বিষয় লক্ষ্য করা হয়, শ্বাস-প্রশ্বাসের গতি, পালস রেট, রক্তচাপ এবং কতটা ঘাম বের হচ্ছে তার পরিমাণ । বাকিগুলিও গুরুত্বপূর্ণ ।

Last Updated : Aug 24, 2024, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.