ETV Bharat / state

অভিযুক্তদের নাম ফাঁস করেছে দিদার মোল্লা? সন্দেশখালিতে ফের সিবিআই হানা - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

CBI in Sandeshkhali: ফের সন্দেশখালিতে তদন্তে পৌঁছল সিবিআই ৷ সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও তার ভাই আলমগীরের ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লার থেকে কিছু জানতে পেরেই আজ সন্দেশখালির সুন্দরীখালিতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা ৷

CBI in Sandeshkhali
সন্দেশখালিতে ফের তদন্তে সিবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 4:14 PM IST

কলকাতা, 20 এপ্রিল: সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর ও ডাক্তার সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার বক্স মোল্লাকে গ্রেফতারের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। দিদার বক্স মোল্লার থেকে সিবিআই আধিকারিকরা বেশ কয়েকটি নাম পেয়েছিলেন যারা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একসঙ্গে ওই এলাকায় সন্ত্রাস চালাত। সূত্রের খবর, এবার সেই দিদার বাক্স মোল্লার কাছ থেকে একাধিক ব্যক্তির নাম-ঠিকানা পেয়ে শনিবার সিবিআই আধিকারিকরা সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হন ।

উত্তর 24 পরগনার সন্দেশখালির সুন্দরীখালি এলাকায় যান সিবিআইয়ের গোয়েন্দারা। গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত দিদার বক্স মোল্লা। আধিকারিকদের উপর হামলার ঘটনায় ওতপ্রোতভাবে যুক্ত ছিল সে ৷ পাশাপাশি, শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের সঙ্গে বিভিন্ন ব্যবসায় যে সকল ব্যক্তির ওঠাবসা ছিল, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেই সূত্র ধরেই সিবিআই-এর সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিবিআই আধিকারিকরা সেই সব গ্রামে ঘুরছেন এবং অভিযুক্তদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি সিবিআইয়ের একটি দল সন্দেশখালি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । পরে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। সন্দেশখালি থানা সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা মূলত জানতে চান, বর্তমানে যে সমস্ত সাধারণ মানুষের জমি লুট হয়ে গিয়েছে, সেই সব জমি সংক্রান্ত বিবাদের মামলাগুলি কোন পরিস্থিতিতে রয়েছে।

প্রসঙ্গত, গত 5 জানুয়ারি ইডির উপর হামলা-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই ৷ শনিবার জমিজমা লুট সংক্রান্ত তথ্য অনুসন্ধানে সন্দেশখালিতে গিয়েছেন সিবিআই আধিকারিররা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে নবান্নের জবাব তলব জাতীয় মানবাধিকার কমিশনের
  2. সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে জমি দখল! অভিযোগ জানাতে ই-মেল আইডি সিবিআইয়ের
  3. 'সিবিআই তদন্ত করলে ভালো হবে', সন্দেশখালি ইস্যুতে মন্তব্য শাহজাহানের

কলকাতা, 20 এপ্রিল: সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর ও ডাক্তার সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার বক্স মোল্লাকে গ্রেফতারের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। দিদার বক্স মোল্লার থেকে সিবিআই আধিকারিকরা বেশ কয়েকটি নাম পেয়েছিলেন যারা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একসঙ্গে ওই এলাকায় সন্ত্রাস চালাত। সূত্রের খবর, এবার সেই দিদার বাক্স মোল্লার কাছ থেকে একাধিক ব্যক্তির নাম-ঠিকানা পেয়ে শনিবার সিবিআই আধিকারিকরা সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হন ।

উত্তর 24 পরগনার সন্দেশখালির সুন্দরীখালি এলাকায় যান সিবিআইয়ের গোয়েন্দারা। গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত দিদার বক্স মোল্লা। আধিকারিকদের উপর হামলার ঘটনায় ওতপ্রোতভাবে যুক্ত ছিল সে ৷ পাশাপাশি, শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের সঙ্গে বিভিন্ন ব্যবসায় যে সকল ব্যক্তির ওঠাবসা ছিল, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেই সূত্র ধরেই সিবিআই-এর সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিবিআই আধিকারিকরা সেই সব গ্রামে ঘুরছেন এবং অভিযুক্তদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি সিবিআইয়ের একটি দল সন্দেশখালি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । পরে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। সন্দেশখালি থানা সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা মূলত জানতে চান, বর্তমানে যে সমস্ত সাধারণ মানুষের জমি লুট হয়ে গিয়েছে, সেই সব জমি সংক্রান্ত বিবাদের মামলাগুলি কোন পরিস্থিতিতে রয়েছে।

প্রসঙ্গত, গত 5 জানুয়ারি ইডির উপর হামলা-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই ৷ শনিবার জমিজমা লুট সংক্রান্ত তথ্য অনুসন্ধানে সন্দেশখালিতে গিয়েছেন সিবিআই আধিকারিররা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে নবান্নের জবাব তলব জাতীয় মানবাধিকার কমিশনের
  2. সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে জমি দখল! অভিযোগ জানাতে ই-মেল আইডি সিবিআইয়ের
  3. 'সিবিআই তদন্ত করলে ভালো হবে', সন্দেশখালি ইস্যুতে মন্তব্য শাহজাহানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.