ETV Bharat / state

আরজি কর দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ - CBI Arrests Sandip Ghosh

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 8:24 PM IST

Updated : Sep 2, 2024, 9:06 PM IST

CBI Arrests Sandip Ghosh in RG Kar Corruption Case: আরজি কর দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

RG Kar Corruption Case
আরজি কর দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)

কলকাতা, 2 সেপ্টেম্বর: অবশেষে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে ৷ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় গত দু’সপ্তাহ ধরে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ ৷ সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন ৷ সন্ধ্যায় তাঁকে সিজিও থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তার পরই জানা যায় যে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগের ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই ওই মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে অভিযোগের পাহাড় জমতে থাকে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেওয়ার পর সিবিআই প্রায় রোজই সন্দীপ ঘোষকে তলব করত ৷ সোমবার 15তম দিনে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে ৷

সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ যেমন উঠেছিল, তেমনই এই ঘটনার পর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যায় ৷ সেই মামলার তদন্তও করছে সিবিআই ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছিল তারা ৷ অবশেষে সোমবার সন্ধ্যায় সেই মামলাতেই গ্রেফতার করা হল সন্দীপকে ৷

সেই কারণেই তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে ৷ কারণ, সেখানে থাকা সিবিআই দফতরেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত হচ্ছে ৷ এখন দেখার সন্দীপকে গ্রেফতারের পর আর কী কী তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসে ৷ সেই তথ্যের ভিত্তিতে কি অভয়ার ধর্ষণ ও খুনের কিনারা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো? সেই কৌতূহল রয়েছে সকলেরই ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: অবশেষে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে ৷ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় গত দু’সপ্তাহ ধরে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ ৷ সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন ৷ সন্ধ্যায় তাঁকে সিজিও থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তার পরই জানা যায় যে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগের ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই ওই মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে অভিযোগের পাহাড় জমতে থাকে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেওয়ার পর সিবিআই প্রায় রোজই সন্দীপ ঘোষকে তলব করত ৷ সোমবার 15তম দিনে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে ৷

সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ যেমন উঠেছিল, তেমনই এই ঘটনার পর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যায় ৷ সেই মামলার তদন্তও করছে সিবিআই ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছিল তারা ৷ অবশেষে সোমবার সন্ধ্যায় সেই মামলাতেই গ্রেফতার করা হল সন্দীপকে ৷

সেই কারণেই তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে ৷ কারণ, সেখানে থাকা সিবিআই দফতরেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত হচ্ছে ৷ এখন দেখার সন্দীপকে গ্রেফতারের পর আর কী কী তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসে ৷ সেই তথ্যের ভিত্তিতে কি অভয়ার ধর্ষণ ও খুনের কিনারা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো? সেই কৌতূহল রয়েছে সকলেরই ৷

Last Updated : Sep 2, 2024, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.