ETV Bharat / state

সন্দেশখালি-কাণ্ডে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর - ED attack in Sandeshkhali

ED attack in Sandeshkhali: 15 জনকে তলব করল সিবিআই ৷ তার মধ্যে রয়েছেন শাহজাহানের ভাই আলমগীর ৷ তিনি ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছেছেন ৷

ETV Bharat
সন্দেশখালিতে ইডির উপর হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 11:14 AM IST

Updated : Mar 16, 2024, 11:48 AM IST

কলকাতা, 16 মার্চ: নিজাম প্যালেসে পৌঁছেছেন শাহজাহানের ভাই আলমগীর ৷ ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনায় 15 জনকে তলব করল সিবিআই ৷ তাঁদের মধ্য়ে অন্যতম আলমগীর ৷ এর আগে সন্দেশখালিতে ইডির উপর চড়াও হওয়ার ঘটনায় এর আগে 14 মার্চ শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ 7 জনকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই ৷ তবে সেদিন হাজিরা এড়িয়ে যান আলমগীর ৷ এরপর আবারও শনিবার সকালে 15 জনকে নিজাম প্য়ালেসে তলব করল সিবিআই ৷ জানা গিয়েছে, এই 15 জনের মধ্যে আলমগীর-সহ 6 জন ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন ৷ বেলা বারোটা নাগাদ তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে খবর ৷

গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির একটি দল ৷ সেখানে তাঁদের উপর আক্রমণ চালায় স্থানীয়রা ৷ এই হামলার ঘটনায় এক ইডি আধিকারিক আহত হন ৷ এই ঘটনায় তদন্ত করছে সিবিআই ৷

গত 29 ফেব্রুয়ারি তৃণমূলের প্রাক্তন নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির খবর সামনে আসে ৷ 50 দিনরেও বেশি সময় ধরে গা-ঢাকা দিয়েছিল সে ৷ এরপর বহু টানাপোড়েন শেষে 6 মার্চ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ৷ 11 মার্চ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ফারুক আখুঞ্জি, দিদার বক্স মোল্লা এবং জিয়াউর মোল্লাকে গ্রেফতার করে ৷

তাদের জেরা করেই তদন্তকারীরা 15 জনের নাম পেয়েছেন ৷ ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে কার নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারীদের উপর তারা হামলা চালায় । এই ঘটনায় এখনও পর্যন্ত অধরাই রয়েছে প্রায় 25-30 ৩০ জন ৷ শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছে সিবিআই ৷ তার বাড়ির তালা ভেঙে তল্লাশি চালিয়েছে ৷ বাড়ি বাড়ি ঘুরে তাদের নোটিশ দিয়ে এসেছে ৷ গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলেই অনুমান করছেন আধিকারিকরা । পাশাপাশি আজই শেখ শাহজাহানকে অন্য একটি ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. বৃহস্পতির বারবেলায় সিবিআই হাজিরা শাহাজাহানের ভাই আলমগীর-সহ 7 জনের
  2. গরম ভাতে চাই ঘি, খাবার নিয়ে শাহজাহানের হাজারো বায়নায় অতিষ্ঠ সিবিআই
  3. হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 8 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের

কলকাতা, 16 মার্চ: নিজাম প্যালেসে পৌঁছেছেন শাহজাহানের ভাই আলমগীর ৷ ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনায় 15 জনকে তলব করল সিবিআই ৷ তাঁদের মধ্য়ে অন্যতম আলমগীর ৷ এর আগে সন্দেশখালিতে ইডির উপর চড়াও হওয়ার ঘটনায় এর আগে 14 মার্চ শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ 7 জনকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই ৷ তবে সেদিন হাজিরা এড়িয়ে যান আলমগীর ৷ এরপর আবারও শনিবার সকালে 15 জনকে নিজাম প্য়ালেসে তলব করল সিবিআই ৷ জানা গিয়েছে, এই 15 জনের মধ্যে আলমগীর-সহ 6 জন ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন ৷ বেলা বারোটা নাগাদ তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে খবর ৷

গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির একটি দল ৷ সেখানে তাঁদের উপর আক্রমণ চালায় স্থানীয়রা ৷ এই হামলার ঘটনায় এক ইডি আধিকারিক আহত হন ৷ এই ঘটনায় তদন্ত করছে সিবিআই ৷

গত 29 ফেব্রুয়ারি তৃণমূলের প্রাক্তন নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির খবর সামনে আসে ৷ 50 দিনরেও বেশি সময় ধরে গা-ঢাকা দিয়েছিল সে ৷ এরপর বহু টানাপোড়েন শেষে 6 মার্চ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ৷ 11 মার্চ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ফারুক আখুঞ্জি, দিদার বক্স মোল্লা এবং জিয়াউর মোল্লাকে গ্রেফতার করে ৷

তাদের জেরা করেই তদন্তকারীরা 15 জনের নাম পেয়েছেন ৷ ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে কার নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারীদের উপর তারা হামলা চালায় । এই ঘটনায় এখনও পর্যন্ত অধরাই রয়েছে প্রায় 25-30 ৩০ জন ৷ শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছে সিবিআই ৷ তার বাড়ির তালা ভেঙে তল্লাশি চালিয়েছে ৷ বাড়ি বাড়ি ঘুরে তাদের নোটিশ দিয়ে এসেছে ৷ গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলেই অনুমান করছেন আধিকারিকরা । পাশাপাশি আজই শেখ শাহজাহানকে অন্য একটি ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. বৃহস্পতির বারবেলায় সিবিআই হাজিরা শাহাজাহানের ভাই আলমগীর-সহ 7 জনের
  2. গরম ভাতে চাই ঘি, খাবার নিয়ে শাহজাহানের হাজারো বায়নায় অতিষ্ঠ সিবিআই
  3. হামলার দিনে ছিলেন শাহজাহানের বাড়িতে, 8 সাগরেদকে নোটিশ সিবিআইয়ের
Last Updated : Mar 16, 2024, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.