ETV Bharat / state

ভোটের আগে নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব সিবিআইয়ের - CBI Summons Mathew Samuel - CBI SUMMONS MATHEW SAMUEL

CBI Summons Mathew Samuel: নারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব করল সিবিআই ৷ আগামী মাসের শুরুর দিকে নারদা স্টিং-অপারেশনের মাথা ম্যাথুকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 11:41 AM IST

Updated : Mar 27, 2024, 12:25 PM IST

কলকাতা, 27 মার্চ: নারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব করল সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, 4 এপ্রিল তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির থাকতে বলা হয়েছে ৷ স্টিং-অপারেশন সংক্রান্ত মামলার তদন্তে ম্যাথুকে জরুরি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ সব রাজ্যে চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি কালো টাকা উদ্ধার করছে ৷ তেমনি পিছিয়ে নেই সিবিআইও ৷ ফের একবার নারদা স্টিং-অপারেশন মামলায় ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী 4 এপ্রিল ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷

নারদ স্টিং-কাণ্ডে দেখা গিয়েছিল রাজ্যের তাবড় নেতা-নেত্রীকে টাকা নিতে ৷ তৎকালীন তৃণমূল নেতা এবং বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সৌগত রায়-সহ একাধিক শীর্ষ নেতাদের ৷ কেন তাঁরা টাকা নিয়েছিলেন ? কোথা থেকে এই টাকার ফান্ডিং হয়েছিল ? সেই বিষয়ে জানার জন্য এর আগেও কলকাতা পুলিশ ও সিবিআই একাধিকবার নারদ কর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ৷

এই নারদ স্টিং-অপারেশন কাণ্ডের কলকাতা পুলিশের আওতাধীন মুচিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে ল্যাপটপ-সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে নারদা-কাণ্ডে তদন্তের গতি একেবারে স্লথ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, আশ্চর্যজনকভাবে ঠিক লোকসভা নির্বাচনের আগেই ম্যাথু স্যামুয়েলকে ফের একবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই ৷ এই তলব নিয়ে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিকমহলে ৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারীকে একবারের জন্য এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি সিবিআই ৷ সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নারদার স্টিং-অপারেশনকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছিলেন ৷ তবে, তাঁর সেই বক্তব্যের পিছনে আসল কারণ কী ? তা জানা যায়নি ৷ এবার তার সপ্তাহখানেকের মধ্যেই ম্যাথু স্যামুয়েলকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই ৷

আরও পড়ুন:

  1. নারদ কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আইপিএস পুনরায় যোগ দিচ্ছেন রাজ্য পুলিশে
  2. নারদা মামলা, অপরূপার বিরুদ্ধে 4 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
  3. 'কেউ ছাড় পাবেন না' দাবি শুভেন্দুর, চক্রান্ত দেখছেন কুণাল

কলকাতা, 27 মার্চ: নারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব করল সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, 4 এপ্রিল তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির থাকতে বলা হয়েছে ৷ স্টিং-অপারেশন সংক্রান্ত মামলার তদন্তে ম্যাথুকে জরুরি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ সব রাজ্যে চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি কালো টাকা উদ্ধার করছে ৷ তেমনি পিছিয়ে নেই সিবিআইও ৷ ফের একবার নারদা স্টিং-অপারেশন মামলায় ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী 4 এপ্রিল ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷

নারদ স্টিং-কাণ্ডে দেখা গিয়েছিল রাজ্যের তাবড় নেতা-নেত্রীকে টাকা নিতে ৷ তৎকালীন তৃণমূল নেতা এবং বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সৌগত রায়-সহ একাধিক শীর্ষ নেতাদের ৷ কেন তাঁরা টাকা নিয়েছিলেন ? কোথা থেকে এই টাকার ফান্ডিং হয়েছিল ? সেই বিষয়ে জানার জন্য এর আগেও কলকাতা পুলিশ ও সিবিআই একাধিকবার নারদ কর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ৷

এই নারদ স্টিং-অপারেশন কাণ্ডের কলকাতা পুলিশের আওতাধীন মুচিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে ল্যাপটপ-সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৷ কিন্তু, সাম্প্রতিক সময়ে নারদা-কাণ্ডে তদন্তের গতি একেবারে স্লথ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, আশ্চর্যজনকভাবে ঠিক লোকসভা নির্বাচনের আগেই ম্যাথু স্যামুয়েলকে ফের একবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই ৷ এই তলব নিয়ে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিকমহলে ৷

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারীকে একবারের জন্য এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি সিবিআই ৷ সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নারদার স্টিং-অপারেশনকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছিলেন ৷ তবে, তাঁর সেই বক্তব্যের পিছনে আসল কারণ কী ? তা জানা যায়নি ৷ এবার তার সপ্তাহখানেকের মধ্যেই ম্যাথু স্যামুয়েলকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই ৷

আরও পড়ুন:

  1. নারদ কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আইপিএস পুনরায় যোগ দিচ্ছেন রাজ্য পুলিশে
  2. নারদা মামলা, অপরূপার বিরুদ্ধে 4 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
  3. 'কেউ ছাড় পাবেন না' দাবি শুভেন্দুর, চক্রান্ত দেখছেন কুণাল
Last Updated : Mar 27, 2024, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.