কলকাতা, 8 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সহযোগী দেবেশ চক্রবর্তীকে ডেকে পাঠাল সিবিআই । সোমবার অর্থাৎ 8 জুলাই বেলা বারোটার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে তাঁকে আসতে বলা হয়েছে । সঙ্গে আনতে বলা হয়েছে একাধিক নথিপত্র । পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় দেবেশ চক্রবর্তীর বয়ান রেকর্ড করার জন্যই তাঁকে আজ নিজাম প্যালেসে ডাকা হয়েছে ।
সিবিআইয়ের দাবি, অয়ন শীল এবং দেবেশ চক্রবর্তী একসঙ্গে রাজ্যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন । এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি । এরপরেই তাঁকে দীর্ঘ জেরা করে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম পেয়েছিলেন তদন্তকারীরা । তার মধ্যে ছিল দেবেশ চক্রবর্তীর নামও ৷ এই ব্যক্তি মূলত রাজ্যে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করতেন এবং একাধিক পুরসভায় বেআইনিভাবে নিয়োগে সরাসরিভাবে যুক্ত রয়েছেন তিনি ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মূলত অয়ন শীলের হাত ধরে উত্তর 24 পরগনার ব্যারাকপুর, টিটাগর-সহ বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছিল। শুধু উত্তর 24 পরগনা নয়, বরং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পুরসভাতেও বেআইনিভাবে নিয়োগে যুক্ত ছিলেন অয়ন শীল এবং তাঁকে সাহায্য করেছিলেন দেবেশ চক্রবর্তী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়ও জড়িত পেশায় প্রোমোটার অয়ন শীল ৷ এই মামলারই তদন্তে নেমে সল্টলেকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েছিল ইডি । এখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরে অয়ন শীলকে গ্রেফতার করা হয় ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা বাজেয়াপ্ত নথি ঘেটে জানতে পারেন যে, শুধুমাত্র রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, বরং বিভিন্ন পুরসভায় বেআইনিভাবে নিয়োগ দুর্নীতির শীর্ষে ছিলেন এই অয়ন শীল । রাজ্যের যেসকল পুরসভায় বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তাতেও সরাসরিভাবে হাত রয়েছে এই অয়ন শীলের ।