ETV Bharat / state

সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ সিবিআইয়ের - RG Kar Hospital Corruption

RG Kar Hospital Corruption: সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল সিবিআই ৷ 25 নভেম্বর এই মামলার তদন্তের পরবর্তী অগ্রগতির রিপোর্ট সিবিআই-কে পেশ করতে বলেছে আদালত ৷

ETV BHARAT
সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ সিবিআইয়ের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 2:19 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় তদন্তে অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করে চিকিৎসক ছাত্রীর খুন ও ধর্ষণ মামলার শুনানি চলাকালীনই হাইকোর্টে দুর্নীতির তদন্ত রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

এদিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ অন্যান্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই । মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়ে এএসজি অশোক চক্রবর্তী জানান, সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । আরজি করে দুর্নীতির তদন্ত এখনও চলছে ।

রিপোর্ট পেশ হওয়ার পর এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন যে, আপাতত সিবিআই এই মামলার তদন্ত চালিয়ে যাবে । আগামী 25 নভেম্বর সিবিআই-কে তদন্তের অগ্রগতির নতুন রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত ।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন । তার মধ্যে মেডিক্যাল বর্জ্য বিক্রি, বেওয়ারিশ লাশ বিক্রি, পাশ করানোর জন্য ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে । তিনি দাবি করেন, এর আগেও তিনি এই দুর্নীতির অভিযোগ করলেও তাঁর কথায় আমল দেয়নি স্বাস্থ্য দফতর ৷

তবে এবার তাঁর অভিযোগের তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার ৷ যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআইকে এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা এই মামলার তদন্ত করছে ৷ ইতিমধ্যেই দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ ৷ পরে অবশ্য তাঁকে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাতেও গ্রেফতার করেছে সিবিআই ৷ সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও দুর্নীতির মামলার তদন্ত করছে ৷ সিবিআই আজ আরজি করে দুর্নীতির তদন্তের অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে ।

কলকাতা, 17 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় তদন্তে অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করে চিকিৎসক ছাত্রীর খুন ও ধর্ষণ মামলার শুনানি চলাকালীনই হাইকোর্টে দুর্নীতির তদন্ত রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

এদিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ অন্যান্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই । মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়ে এএসজি অশোক চক্রবর্তী জানান, সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । আরজি করে দুর্নীতির তদন্ত এখনও চলছে ।

রিপোর্ট পেশ হওয়ার পর এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন যে, আপাতত সিবিআই এই মামলার তদন্ত চালিয়ে যাবে । আগামী 25 নভেম্বর সিবিআই-কে তদন্তের অগ্রগতির নতুন রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত ।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পরপরই সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন । তার মধ্যে মেডিক্যাল বর্জ্য বিক্রি, বেওয়ারিশ লাশ বিক্রি, পাশ করানোর জন্য ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে । তিনি দাবি করেন, এর আগেও তিনি এই দুর্নীতির অভিযোগ করলেও তাঁর কথায় আমল দেয়নি স্বাস্থ্য দফতর ৷

তবে এবার তাঁর অভিযোগের তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার ৷ যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআইকে এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছিলেন । সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা এই মামলার তদন্ত করছে ৷ ইতিমধ্যেই দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ ৷ পরে অবশ্য তাঁকে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাতেও গ্রেফতার করেছে সিবিআই ৷ সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও দুর্নীতির মামলার তদন্ত করছে ৷ সিবিআই আজ আরজি করে দুর্নীতির তদন্তের অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.