ETV Bharat / state

নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির তদন্তে সিবিআইয়ের হাতে 36 হার্ডডিস্ক ও 2 সার্ভার - Recruitment Scam Case - RECRUITMENT SCAM CASE

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ৷ সেই দুর্নীতিতে ওএমআর জালিয়াতির শিকড় খুঁজতে কলকাতার একটি সংস্থায় লাগাতার তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেখানে উদ্ধার হয়েছে 36টি হার্ডডিস্ক ও 2টি সার্ভার ৷

NIZAM PALACE
নিজাম প্যালেস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 5:13 PM IST

কলকাতা, 16 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর জালিয়াতির যে অভিযোগ উঠেছে, সেই নিয়ে এস বসু রায় নামে একটি সংস্থা থেকে দু’টি সার্ভার-সহ 36টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই ৷ দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ-এ ওই সংস্থার অফিস ৷ সেখানে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেই তল্লাশিতেই এই হার্ডডিস্ক উদ্ধার হয়েছে বলে খবর ৷

সিবিআই সূত্রের খবর, ওই হার্ডডিস্কগুলি থেকে গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করা হয়েছে । কারা এই গুরুত্বপূর্ণ ডেটাগুলি ডিলিট করল, তদন্তে এর কী প্রভাব পড়তে পারে, সেটাই খতিয়ে দেখছে সিবিআই ৷ এই নিয়ে মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসের অফিসে বৈঠকও করেন সিবিআই আধিকারিকরা ৷ পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া 36টি হার্ডডিস্ক ও দু’টি সার্ভার, সিবিআইয়ের সাইবার সেলের গোয়েন্দারা হায়দরাবাদ ও দিল্লিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ।

সিবিআই সূত্রের খবর, যে হার্ডডিস্ক ও সার্ভারগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেগুলির রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা । পাশাপাশি কিভাবে এই দুর্নীতি হয়েছিল, তা প্রাথমিকভাবে জানার জন্য আজ দিল্লি ও হায়দরাবাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা ।

রাজ্যে প্রায় দু’বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই । এই ঘটনার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তবে এই ঘটনায় বেশকিছু মিসিং লিংক এখনও রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা । ফলে সিবিআইয়ের এই তদন্তের সন্তুষ্ট হতে পারছিল না কলকাতা হাইকোর্ট ।

এরপরেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই-কে বলা হয় নিয়োগ দুর্নীতি মামলায় যে ওএমআর শিট জালিয়াতি হয়েছে, তা খুঁজে বের করার জন্য বিশ্বের প্রথম সারির তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই । আর তারপর থেকেই কলকাতার সার্দান অ্যাভিনিউ-এর এস বসু রায়ের অফিসে লাগাতার তল্লাশি অভিযান চালাতে দেখা যায় সিবিআইকে ।

কলকাতা, 16 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর জালিয়াতির যে অভিযোগ উঠেছে, সেই নিয়ে এস বসু রায় নামে একটি সংস্থা থেকে দু’টি সার্ভার-সহ 36টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই ৷ দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ-এ ওই সংস্থার অফিস ৷ সেখানে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ সেই তল্লাশিতেই এই হার্ডডিস্ক উদ্ধার হয়েছে বলে খবর ৷

সিবিআই সূত্রের খবর, ওই হার্ডডিস্কগুলি থেকে গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করা হয়েছে । কারা এই গুরুত্বপূর্ণ ডেটাগুলি ডিলিট করল, তদন্তে এর কী প্রভাব পড়তে পারে, সেটাই খতিয়ে দেখছে সিবিআই ৷ এই নিয়ে মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসের অফিসে বৈঠকও করেন সিবিআই আধিকারিকরা ৷ পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া 36টি হার্ডডিস্ক ও দু’টি সার্ভার, সিবিআইয়ের সাইবার সেলের গোয়েন্দারা হায়দরাবাদ ও দিল্লিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ।

সিবিআই সূত্রের খবর, যে হার্ডডিস্ক ও সার্ভারগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেগুলির রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা । পাশাপাশি কিভাবে এই দুর্নীতি হয়েছিল, তা প্রাথমিকভাবে জানার জন্য আজ দিল্লি ও হায়দরাবাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা ।

রাজ্যে প্রায় দু’বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই । এই ঘটনার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তবে এই ঘটনায় বেশকিছু মিসিং লিংক এখনও রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা । ফলে সিবিআইয়ের এই তদন্তের সন্তুষ্ট হতে পারছিল না কলকাতা হাইকোর্ট ।

এরপরেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই-কে বলা হয় নিয়োগ দুর্নীতি মামলায় যে ওএমআর শিট জালিয়াতি হয়েছে, তা খুঁজে বের করার জন্য বিশ্বের প্রথম সারির তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই । আর তারপর থেকেই কলকাতার সার্দান অ্যাভিনিউ-এর এস বসু রায়ের অফিসে লাগাতার তল্লাশি অভিযান চালাতে দেখা যায় সিবিআইকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.