ETV Bharat / state

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা যোগ! তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা - NEET paper leak case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 3:47 PM IST

Updated : Jul 3, 2024, 4:06 PM IST

CBI in Kolkata in Connection with NEET Paper Leak Case: ঝাড়খণ্ডে নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা যোগের সন্দেহ ৷ কলকাতায় তল্লাশি অভিযানে এলেন সিবিআই আধিকারিকরা ৷ নিউটাউনে অমিত কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে এদিন তল্লাশি অভিযানে আসে সিবিআই ৷

NEET Paper Leak Case
নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা যোগ (ফাইল চিত্র)

কলকাতা, 3 জুলাই: ঝাড়খণ্ডের স্কুলে NEET পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা যোগের হদিশ! বুধবার শহরে তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, ঝাড়খণ্ডের বেশ কয়েকজন সিবিআই আধিকারিক এদিন সকালেই কলকাতায় পা রাখেন। পরে তারা কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন। জানা গিয়েছে, নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটটির মালিক অমিত কুমার।

ইতিমধ্যেই বিহারে কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের রামপুর থেকে কৌশিক কর, সঞ্জয় দাস ও সুমন বিশ্বাস নামে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত তিনজনের সঙ্গে ঝাড়খণ্ডে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার যোগসূত্র পেয়েছিলেন তদন্তকারীরা। এবার সঞ্জীব মুখিয়ার সঙ্গে নিউটাউনের বাসিন্দার যোগ পেলেন সিবিআই আধিকারিকরা। বুধবার দুপুরে সিবিআই আধিকারিকরা নিউটাউনের ফ্ল্যাটে উপস্থিত হন। কিন্তু সে সময় ফ্ল্য়াটটি তালা বন্ধ অবস্থায় ছিল।

কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় অমিত কুমার নামক ব্যক্তির ফ্ল্যাটের সদর দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷ এখনও চলছে অভিযান ৷ ইতিমধ্যেই, অমিত কুমার নামক ব্য়ক্তি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অমিত কুমারের সরাসরি যোগ আছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন সিবিআই আধিকারিকরা ৷

এর আগে বিহার পুলিশের কনস্টেবল পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এবং গঙ্গারামপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বিহারের ঘটনার তদন্তে নেমে সিবিআই নিউটাউনের অমিত কুমারের নাম পেয়েছেন। যিনি ঝাড়খণ্ড কাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণেই নিউটাউনের ফ্ল্যাটে এদিন তাঁদের তল্লাশি অভিযান ৷

কলকাতা, 3 জুলাই: ঝাড়খণ্ডের স্কুলে NEET পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা যোগের হদিশ! বুধবার শহরে তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, ঝাড়খণ্ডের বেশ কয়েকজন সিবিআই আধিকারিক এদিন সকালেই কলকাতায় পা রাখেন। পরে তারা কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন। জানা গিয়েছে, নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটটির মালিক অমিত কুমার।

ইতিমধ্যেই বিহারে কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের রামপুর থেকে কৌশিক কর, সঞ্জয় দাস ও সুমন বিশ্বাস নামে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত তিনজনের সঙ্গে ঝাড়খণ্ডে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার যোগসূত্র পেয়েছিলেন তদন্তকারীরা। এবার সঞ্জীব মুখিয়ার সঙ্গে নিউটাউনের বাসিন্দার যোগ পেলেন সিবিআই আধিকারিকরা। বুধবার দুপুরে সিবিআই আধিকারিকরা নিউটাউনের ফ্ল্যাটে উপস্থিত হন। কিন্তু সে সময় ফ্ল্য়াটটি তালা বন্ধ অবস্থায় ছিল।

কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় অমিত কুমার নামক ব্যক্তির ফ্ল্যাটের সদর দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷ এখনও চলছে অভিযান ৷ ইতিমধ্যেই, অমিত কুমার নামক ব্য়ক্তি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অমিত কুমারের সরাসরি যোগ আছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন সিবিআই আধিকারিকরা ৷

এর আগে বিহার পুলিশের কনস্টেবল পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এবং গঙ্গারামপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বিহারের ঘটনার তদন্তে নেমে সিবিআই নিউটাউনের অমিত কুমারের নাম পেয়েছেন। যিনি ঝাড়খণ্ড কাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণেই নিউটাউনের ফ্ল্যাটে এদিন তাঁদের তল্লাশি অভিযান ৷

Last Updated : Jul 3, 2024, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.