কলকাতা, 7 মার্চ: শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর সন্দেশখালি কাণ্ডে তদন্তে গতি বৃদ্ধি করল সিবিআই৷ বৃহস্পতিবার সকালে তদন্তকারীরা হাজির উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানায়। বুধবারই এই মামলায় মোট তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। এর মধ্যে দু’টি মামলাতেই অভিযুক্তের নামে আছে শাহজাহান। এই দুটি মামলার একটি দায়ের হয়েছিল ইডির অভিযোগের ভিত্তিতে। অন্যটি করা হয়েছে ন্যাজাট থানার পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা এফআইআরের ভিত্তিতে।
সূত্রের খবর, এই এফআইআর সংক্রান্ত বিষয়েই ন্যাজাট থানার পুলিশের সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা। সেই কারণে সিবিআই আধিকারিকরা সেখানে গিয়েছেন৷ অন্যদিকে বৃহস্পতিবার শাহজাহানকে জেরা করতে নিজাম প্যালেসে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল ৷ এ দিন বেলা 12টা নাগাদ তিনি সেখানে আসেন ৷ তাঁর থেকে সিবিআই বেশ কিছু নথিও নিয়েছে বলে সূত্রের খবর ৷
গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল ইডি ৷ সেদিন ইডি-র আধিকারিকরা শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ ৷ এর পর থেকে ‘পলাতক’ ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের এই সদস্য ৷ হামলার ঘটনা নিয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয় ইডির তরফে ৷ সেখানে মূল অভিযোগকারী ছিলেন ইডির শীর্ষ পদাধিকারী গৌরব ভারিল ।
সেই কারণে শাহজাহানকে গ্রেফতারের পর সিআইডি-র তরফে ডাকা হয়েছিল গৌরব ভারিলকে ৷ কিন্তু তিনি সেখানে যাননি ৷ অথচ সিবিআই-এর হেফাজতে শাহজাহান আসতেই তিনি সরাসরি নিজাম প্যালেসে এলেন ৷ কলকাতায় সিবিআই-এর দফতরে তাঁর আগমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
প্রসঙ্গত, ইডির উপর হামলার ঘটনাতেই 55 দিন পর পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে ৷ এই সময়ের মধ্যে সন্দেশখালি উত্তাল হয়ে ওঠে ৷ শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতন ও জমি দখলের অভিযোগ ওঠে ৷ স্থানীয় মহিলারা বারবার বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে ৷ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্বয়ং একাধিকবার সন্দেশখালিতে গিয়েছেন ৷
তার পরও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা ৷ কলকাতা হাইকোর্টও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইডির উপর হামলার তদন্তভার সিআইডির হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে দিয়ে দেয় ৷ তার পর দু’দিনের টালবাহানার পর সিবিআইয়ের হেফাজতে গিয়েছে শাহজাহান ৷ এখন দেখার সিবিআই তদন্তে কী কী তথ্য উঠে আসে !
আরও পড়ুন: